Search Here

Breaking News

BCS Preliminary Preparation: বাংলাদেশ বিষয়াবলী

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
১। বীরঙ্গনাদের সরকার ” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় কবে?
= ২০১৬ সালের ২৯ জানুয়ারি ( এখন পর্যন্ত ১৮৮ জনকে )
২।শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণে বাংলাদেশের বর্তমান অবস্থান কত ?
= ৪র্থ ( আপডেট তথ্য এটি , Ethiopia (8,326) India (7,471) Pakistan (7,161) Bangladesh (6,772)
৩।নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
=৬ষ্ঠ
৪।বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ বিশ্বে কততম?
= ৪৮তম
৫। রেমিটেন্স আয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
= ৮ম
৬।জাতীয় সংসদের ডিজাইনার কে ?
= হেনরি এন. উইলকটস।( স্ট্রাকচারাল ডিজাইনার => হ্যারি এম পামবাম। নোট স্থপতি : লুই আইন কান )
৭।জাতীয় সংসদে সাংসদদের জন্য কতটি আসন রয়েছে ?
= ৩৫৪টি । ( নোট : জাতীয় সংসদ নির্বাচনে আসন ৩৫০)

৮।বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক দেয় কে?
– বিশ্বশান্তি পরিষদ
৯।১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পরিষদে  আওয়ামী লীগের প্রাপ্ত আসন---
=১৬৭টি
১০।বাংলাদেশের  বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ কোন সংস্থা নির্ধারণ করে ?
=বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
১১।বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত সংবিধানের  কতটি সংশোধনী বাতিল করেছে ?
= ৪ টি .( ৫ম. ৭ম , ১৩শ. ১৬শ)
১২।বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে /কে বাংলাদেশের সকল আদালতে মামলা পরিচালনা করতে পারে ?
= অ্যার্টনি জেনারেল
১৩| সোহরা ওয়ার্দী উদ্যানে ১৫০ ফুট উঁচু , ১৬ ফুট প্রস্থ বিশিষ্ট গ্লাস টাওয়ার বা স্বাধীনতা স্তম্ভটির নকশাকার কে ?
=স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম
১৪। পদ্মা সেতুর ৪২ টি পিলারের নিচে কতটি পাইল বসাতে হবে?
=২৭২ ( নোট স্প্যান ৪১টি)
১৫।" আমার সোনার বাংলা "  সংগীতটিকে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় সংবিধানের কিন্ত অনুচ্ছেদে?
= ৪(১)
১৬ । বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণকেন্দ্র ছিল
= লন্ডনে
১৭। শাহ-ই- বাঙালিয়ান , সুলতান -ই- বাঙ্গালা কার উপাধি ?
= ইলিয়াস শাহের( ১৩৪২ সালে  ৩ টি বাংলার কেন্দ্র একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করে )
১৮। বাংলাদেশের সংবিধানে কতটি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে ?
= ১৮টি
১৯।২৫ মার্চ , ১৯৭১ এর "' অপারেশন সার্চ' লাইটের অন্তর্ভুক্ত স্থান ছিল
= কচুক্ষেত, তেজগাঁও , মোহাম্মদ পুর
২০। স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয় কোন কর্মসূচিতে ?
= ছাত্রলীগের ৫ দফা তথা স্বাধীনতার ইশতেহারে

No comments