Search Here

Breaking News

Bcs Preliminary Preparation : বাংলা সাহিত্য

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্য
১।  "Les chants Mystique de Saraha et de Kanha" গ্রন্থটি কার?
=ড. মুহম্মদ শহীদুল্লাহ
২।চর্যাপদের পদগুলো কতটি ভাষার সমন্বয়ে গঠিত ?
=৫টি । - বাংলা,হিন্দি,মৈথিলী,অসমীয়া ও উড়িষ্যা

৩।চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায় নি?
=২৪ (কাহ্নপা),২৫(তণ্ত্রীপা), ৪৮( কুক্কুরীপা)
৪.চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে  পাওয়া গেছে?
= ২৩ (ভুসুকুপা)
৫।সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা  করেন কে ?
=বিজয় চন্দ্র মজুমদার
৬।"জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী "  উক্তিটি কার?
=ভারতচন্দ্র রায়গুনাকর
৭।'বাংলা আমার '  কবিতাটি কার ?
= কায়কোবাদ
৮।"লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে"  উক্তিটি কার?
=কায়কোবাদ
৯।"হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করি/পর-ধনে-লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি" -- মধুসূদন দত্তের কোন কবিতার অংশ??
= বঙ্গভাষা

১০।নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিসেছে। ঐতিহ্য দুটো কী?
=মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য।
১১।মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তাঁর ছেলের নাম কী রাখেন?
= কৃষ্ণ-মোহাম্মদ
১২। মুসলিম ও হিন্দু  সম্প্রতি বাড়াতে রবি ঠাকুর কি প্রবর্তন করেন ?
= রাখী বন্ধন

১৩।বাঙালিদের মধ্যে পাশ্চাত্য পোশাক হিসেবে প্রথম প্যান্ট-কোট-টাই পরেন কে?
=মধুসূদন দত্ত

১৪।কালীনাথ, নবকুমার  ,নিতম্বনী, পয়োধরী চরিত্র পাওয়া যায়
= একেই কি বলে সভ্যতা' প্রহসনে
১৫।বাংলা সাহিত্যে ইটালীয় সনেটে ধারার আদি গ্রন্থ কোনটি??

=সনেট পঞ্চাশৎ( নোট: ইটালীয় সনেটের প্রবর্তক প্রমথ চৌধুরী)

 ১৬।শরৎ ও কল্লোল গোষ্ঠীর লেখকদের পর বাংলা সাহিত্যে বস্তুতান্ত্রিকতা ও মনোবিশ্লেষণ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে কার সাহিত্যে??
= মানিক বন্দ্যোপাধ্যায়
১৬ । "বাঙলার ইতিহাস" কার অনূদিত গ্রন্থ?
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭।বাংলা সাহিত্যের কোন নাটকটি সর্বপ্রথম ইংরেজিতে অনুদিত হয় ?
= নীল দর্পন
১৮।বঙ্গবাণী পত্রিকাটির ১ম সম্পাদক কে ছিলেন ?
= দীনেশচন্দ্র
১৯। "জল ভর সুন্দরী কইন্যা , জলে দিছ ঢেউ
হাসি মুখে কওনা কথা , সঙ্গে নাই মোর কেউ"
-  পঙক্তিটি কোন গ্রন্থের ?
= মৈমনসিংহ গীতিকা
২০।জমিদার দর্পন নাটকটির প্রেক্ষাপট কী ?
= ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জেসংঘটিত কৃষক - বিদ্রোহের পটভূমি 

No comments