Search Here

Breaking News

BCS Preliminary Preparation: বাংলাদেশের ক্ষুদ্র_নৃ_গোষ্ঠী

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
ক্ষুদ্র_নৃ_গোষ্ঠী#­#
##গারো##
১) গারোরা বাংলাদেশে আসে - প্রায় ৪০০ বছর পূর্বে তিব্বত থেকে
২) গারোদের নিজস্ব ভাষার নাম- আচিক
৩) গারোদের ধর্মের নাম - সাংসারেক
৪) বেশির ভাগ - খ্রিষ্ট্রানধর্মাবলম্­বী
৫) সমাজ ব্যবস্থা - মাতৃতান্ত্রিক
৬) তাদের তৈরি বাড়িকে বলা হয় - নকমান্দি
৭) নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম - দকবান্দা বা দকসারি
৮) উৎসব - ওয়াংগালা
৯) সূর্য দেবতা - সালজং
১০) ইংরেজদের সাথে বিদ্রোহ করে - ১৮৭২ সালে
১১) এই বিদ্রোহের ২ নায়ক - তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা
##খাসি##
১২) বসবাস - সিলেটে
১৩) অতীতে বাস করত - সিলেটের জয়ন্তা বা জৈন্তিকা নামে রাজ্যে
১৪) ভাষার নাম - মনখেমে
১৫) সমাজ ব্যবস্থা - মাতৃতান্ত্রিক
১৬) প্রধান দেবতা - উব্লাই নাংথউ ( পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে)
##ম্রো##
১৭) বসবাস - বান্দরবানে মায়ানমার সীমান্তে
১৮) ইউনেস্কো ঝুঁকিপূর্ণ ভাষা বলেছে - ম্রো ভাষাকে
১৯) ধর্মের নাম - তোরাই, ক্রামা
২০) সমাজ ব্যবস্থা - পিতৃপ্রধান
২১) নিজেদের বাড়িকে বলে - কিম
২২) মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম - ওয়াংলাই
২৩) সামাজিক রীতি - ছেলে মেয়েরর বয়স ৩ বছর হলে কান ছিদ্র করে দেয়
##ত্রিপুরা##
২৪) বসবাস - পার্তব্য চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য
২৫) ভাষার নাম - ককবরক ও উমোই
২৬) দলবদ্ধভাবে বসবাস করে বলে দলকে - দফা বলে, ৩৬ টি দফা আছে, ১৬ টি বাংলাদেশে, ২০ টি ভারতে
২৭) সমাজব্যবস্থা - পিতৃতান্ত্রিক
২৮) ধর্ম - সনাতন
২৯) একটি মঙ্গল পূজার নাম - কের
৩০) মেয়েদের পোশাকের নিচ ও উপরের অংশকে বলে যথাক্রমে - রিনাই ও রিসা
৩১) নববর্ষের উৎসব - বিশু
##ওঁরাও##
৩২) বসবাস - রাজশাহী, রংপুর,দিনাজপুর
৩৩) ভাষা - কুডুখ ও সাদ্রি
৩৪) সমাজ - পিতৃপ্রধান
৩৫) গ্রাম প্রধান - মাহাতো
৩৬) নিজস্ব আঞ্চলিক পরিষদ - পাহতো নামে পরিচিত
৩৭) দেবতা - ধরমী বা ধরমেশ ( সৃষ্টিকর্তা মনে করে)
৩৮) প্রধান উৎসব - ফাগুয়া যা ফাল্গুন মাসের শেষ তারিখে পালন করা হয়

No comments