2017 অর্থনৈতিক সমীক্ষা ও বাজেট
অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭ ও বাজেট(2017-18)
"অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭" থেকে কিছু তথ্যঃ
-----
1. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-১৬১০ মার্কিন ডলার।
2. বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার -২৩.৫% এবং অতি দারিদ্র্যের হার -১২.১%।
3. জিডিপিতে প্রবৃদ্ধির হার- ৭.২৮%
4. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩৯ তম
5. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
6. মোট জনসংখ্যা- ১৫.৮৯কোটি।
7. বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার-৬৩.৬%।
8. বাংলাদেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়- ৩৮ টি।(বর্তমানে ৪০টি)
9. বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল- ৭০.৯ বছর।
10. ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন- ৩৯৬.৮৮ লক্ষ মেট্রিক টন।
11. দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার- ১.৮১%।
12. দেশে বর্তমানে শিশু মৃত্যুহার (৫ বছরের নিচে)- ৩৬ জন/হাজার।
13. বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল রয়েছে-৭৬ টি, সরকারি ৫৬ টি এবং বেসরকারি ২০ টি।
14. দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার-৫.৫%।
15. বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
16. বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স-৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার।
17. ২০১৬-১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয়- ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার।
18. ২০১৬-১৭ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে- ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার।
19. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট বরাদ্দ রাখা হয়েছে- ৩,১০০ কোটি টাকা।
20. বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-১৩,১৭৯ মেগাওয়াট।মোট জনসংখ্যার শতকরা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে- ৮০% মানুষ।
২১। জনসংখ্যার ঘনত্ব =১০৭৭জন
২২।পুরুষ : মহিলা = ১০০.৩:১০০
=====
বাজেট(2017-18):
-----
1. জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা হয়---- ১ জুন, ২০১৭।
2. জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাশ হয়---- ২৯ জুন, ২০১৭।
3. ২০১৭-১৮ অর্থবছরের বাজেট কার্যকর হয়---- ১ জুলাই, ২০১৭ থেকে
4. ২০১৭-১৮ অর্থবছরের বাজেট—৪৭তম(১টি অন্তবর্তী সহ)
5. মোট বাজেট --- ৪,০০,২৬৬ কোটি টাকার (জিডিপি’র ১৮%)।
6. বাজেটের মোট আয় ২,৯৩,৪৯৪ কোটি টাকা।
7. ২০১৭-১৮ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(ADP)---১৫৩৩৩১ কোটি টাকা।
8. ২০১৭-১৮ বাজেটে রাজস্ব্য আয় এর লক্ষ্য ২৯৩৪৯৪ কোটি টাকা।
9. প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা--- 7.4% ।
10. সম্ভাব্য মূল্যস্ফীতি ধরা হয়েছে--- 5.5%
11. সর্বোচ্চ বরাদ্দ -- শিক্ষা ও প্রযুক্তি খাতে। এই খাতে বরাদ্দ ১৬.৪ শতাংশ (৬৫৪৫০ হাজার কোটি টাকা)
12. সর্বনিম্ন বরাদ্দ ---গৃহায়ণ এবং বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে। এই খাতে বরাদ্দ ০.৯% শতাংশ।
-----
জিডিপিতে ৩টি খাতের অবদান-
1. বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান- ১৪.৭৯%।
2. বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান- ৫২.৭৩%।
3. বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩২.৪৮%।
"অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭" থেকে কিছু তথ্যঃ
-----
1. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-১৬১০ মার্কিন ডলার।
2. বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার -২৩.৫% এবং অতি দারিদ্র্যের হার -১২.১%।
3. জিডিপিতে প্রবৃদ্ধির হার- ৭.২৮%
4. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩৯ তম
5. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
6. মোট জনসংখ্যা- ১৫.৮৯কোটি।
7. বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার-৬৩.৬%।
8. বাংলাদেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়- ৩৮ টি।(বর্তমানে ৪০টি)
9. বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল- ৭০.৯ বছর।
10. ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন- ৩৯৬.৮৮ লক্ষ মেট্রিক টন।
11. দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার- ১.৮১%।
12. দেশে বর্তমানে শিশু মৃত্যুহার (৫ বছরের নিচে)- ৩৬ জন/হাজার।
13. বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল রয়েছে-৭৬ টি, সরকারি ৫৬ টি এবং বেসরকারি ২০ টি।
14. দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার-৫.৫%।
15. বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
16. বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স-৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার।
17. ২০১৬-১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয়- ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার।
18. ২০১৬-১৭ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে- ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার।
19. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট বরাদ্দ রাখা হয়েছে- ৩,১০০ কোটি টাকা।
20. বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-১৩,১৭৯ মেগাওয়াট।মোট জনসংখ্যার শতকরা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে- ৮০% মানুষ।
২১। জনসংখ্যার ঘনত্ব =১০৭৭জন
২২।পুরুষ : মহিলা = ১০০.৩:১০০
=====
বাজেট(2017-18):
-----
1. জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা হয়---- ১ জুন, ২০১৭।
2. জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাশ হয়---- ২৯ জুন, ২০১৭।
3. ২০১৭-১৮ অর্থবছরের বাজেট কার্যকর হয়---- ১ জুলাই, ২০১৭ থেকে
4. ২০১৭-১৮ অর্থবছরের বাজেট—৪৭তম(১টি অন্তবর্তী সহ)
5. মোট বাজেট --- ৪,০০,২৬৬ কোটি টাকার (জিডিপি’র ১৮%)।
6. বাজেটের মোট আয় ২,৯৩,৪৯৪ কোটি টাকা।
7. ২০১৭-১৮ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(ADP)---১৫৩৩৩১ কোটি টাকা।
8. ২০১৭-১৮ বাজেটে রাজস্ব্য আয় এর লক্ষ্য ২৯৩৪৯৪ কোটি টাকা।
9. প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা--- 7.4% ।
10. সম্ভাব্য মূল্যস্ফীতি ধরা হয়েছে--- 5.5%
11. সর্বোচ্চ বরাদ্দ -- শিক্ষা ও প্রযুক্তি খাতে। এই খাতে বরাদ্দ ১৬.৪ শতাংশ (৬৫৪৫০ হাজার কোটি টাকা)
12. সর্বনিম্ন বরাদ্দ ---গৃহায়ণ এবং বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে। এই খাতে বরাদ্দ ০.৯% শতাংশ।
-----
জিডিপিতে ৩টি খাতের অবদান-
1. বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান- ১৪.৭৯%।
2. বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান- ৫২.৭৩%।
3. বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩২.৪৮%।
No comments