Search Here

Breaking News

পুলিশ বিষয়ক ধারা সমূহ

পুলিশ বিষয়ক ধারা সমূহ:

নিশাত আল নাহিয়ান
৩৬ পুলিশ (সুপারিশপ্রাপ্ত)

সচারচর এই ধারা গুলো ভাইভাতে  জিজ্ঞাসা করা হয়। 

**পুলিশের কাজ বলা আছে - পিআরবি ১১৮

**ডিসি ও এসপির মধ্যে সম্পর্ক বলা আছে/ ডিসি, এসপি কে গাইড করেন - পিআরবি ১৫

**পুলিশ গুলি করতে পারে কখন/এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলে পুলিশের বিচার হয় না কেন ?
-আত্মরক্ষার্থে : পেনাল কোড ৯৬
-অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে: সিআরপিসি ১২৭-১২৮
-খুনের বা যাবজ্জীবনের আসামি গ্রেফতার করতে গিয়ে: সিআরপিসি ৪৬

**জনগণ পুলিশকে সহায়তা না করলে শাস্তি (১ মাস জেল): পেনাল কোড ১৮৭

**গ্রেফতার করার ধারা সমূহ: সিআরপিসি ৪৬-৫৩

**বিনা পরোয়ানার গ্রেফতার: সিআরপিসি  ৫৪,৫৫,৫৭,৬৫,১২৮

৫৪: ৯ টা কারণ, দেখে নিবেন। 
৫৫: ভবঘুরে বা আগে দস্যুতার রেকর্ড আছে এরকম লোক (অভ্যাসগত  দস্যু) 
৫৭:কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে যদি নিজের পরিচয় দিতে অস্বীকার করে বা ভুল তথ্য দেয়
৬৫: নির্বাহী  বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে। 
১২৮: অবৈধ সমাবেশ কারীদের।

** যেকোনো সাধারণ ব্যক্তি, তার সামনে কেউ আমলযোগ্য অপরাধ করলে বা কোনো চিহ্নিত অপরাধীকে আটক করতে পারেন সিআরপিসির ৫৯ ধারায় তবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। 

** রাস্তায় মারপিট করলে ম্যাজিস্ট্রেট ধরে শাস্তি দিতে পারেন: পেনাল কোড ১৬০

** রিমান্ড নেয়া: সিআরপিসি ১৬৭, ইনভেস্টিগেশন এর জন্য(পুলিশের কাছে অথবা জেল হাজতে উভয় স্থানে  আদালত রিমান্ড মনজুর করতে পারেন)
সিআরপিসি ৩৪৪, শুধু মাত্র ইনকোয়ারি জন্য আদালত জেল হাজতে রিমান্ড দিতে পারেন।

**জামিন দেয়া: সিআরপিসি ৪৯৬

** ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) সিআরপিসি ১৫৪

** FIR না নিলে বাদী পিআরবির ৪২ ধারায় সিনিয়র অফিসারের কাছে আবেদন করতে পারবেন।

**চার্জশিট/ফাইনাল রিপোর্ট : সিআরপিসি ১৭৩

** কবর থেকে লাশ উত্তোলন করা হয়(exhumation): সিআরপিসি ১৭৬

** পুলিশের কাছে জবান বন্দি : সিআরপিসি ১৬১ ( এর কোনো ভ্যালু নাই অর্থাৎ আর উপর ভিত্তি করে আদালত আসামিকে কোনো প্রকার শাস্তি দিতে পারবেন না)

** ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দীর  : সিআরপিসি ১৬৪( ভ্যালু আছে, এই জবানবন্দীর উপর ভিত্তি পেনাল কোড অনুযায়ী  শাস্তি দেয়া যাবে।       

** যেকোনো মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট দেবার ক্ষমতা শুধু থানা পুলিশের হাতে, তাই (RAB) আসামি ধরলে ও  থানায়  সোপর্দ করে।

সোর্স :
১. ফৌজদারি কার্যবিধি :তত্ত্ব ও বিশ্লেষন (ব্যারিস্টার আব্দুল হাকিম)
২. গাইড বই
৩. পিআরবি

No comments