google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বীরউত্তম খেতাবধারীর সংখ্যা ৬৮ থেকে ৬৯ এ উন্নীত কেন ? - Job's Preparation BD

Search Here

বীরউত্তম খেতাবধারীর সংখ্যা ৬৮ থেকে ৬৯ এ উন্নীত কেন ?

বীরউত্তম খেতাবধারীর সংখ্যা ৬৮ থেকে ৬৯ এ উন্নীত কেন ?

[তথ্যসূত্র-
SP বাংলাদেশ বিষয়াবলী (Upcoming)
  (written by প্রকৌশলী সজীব)]

১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৬৮টি জন বীরকে বীরউত্তম উপাধি দেয়া হয় । সেই হিসেবে খেতাব প্রাপ্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ছিলো ৭ + ৬৮ + ১৭৫ + ৪২৬ = ৬৭৬ জন ।

কিন্তু, ১৯৭৫ সালে ১৫ অাগষ্ট বঙ্গবন্ধুর ধানমন্ডীর ৩২ নম্বর বাড়ি ঘাতকদের দ্বারা অাক্রান্ত হলে বঙ্গবন্ধুর সামরিক সচিব (দেহরক্ষী) কর্নেল জামিল উদ্দীন অাহমেদ ধানমন্ডীতে ছুটে অাসার সময় পথিমধ্যে সোবহানবাগ মসজিদের নিকট শত্রুসেনাদের গুলিতে প্রাণ দেন ।

পরবর্তীতে কর্নেল জামিল উদ্দীন অাহমেদকে হাসিনা সরকার বীরউত্তম উপাধিতে ভূষিত করেন । ফলে বীরউত্তম খেতাবধারীর সংখ্যা ৬৯ জন ।

ফলে, পরিবর্তীত অবস্থায় খেতাবধারীর মোট সংখ্যা ৭ + ৬৯ + ১৭৫ + ৪২৬ = ৬৭৭ জন । ভবিষ্যতে এই খেতাবধারীর সংখ্যা অার বাড়ানো হবে না ।

No comments