Search Here

Breaking News

BCS Preliminary Preparation: বাংলা সাহিত্য ( বিভিন্ন উক্তি)

★ জেনে রাখা ভালো ★
==========================
✔ "সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি
কার?
-প্রমথ চৌধুরী
.
✔ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
-সিকান্দার আবু জাফর
.
✔ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে-
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে.
.
✔ 'যে জন দিবসে মনের হরষে জালায় মোমের
বাতি’কার লেখা?
-(সদ্ভাব শতক)-কৃষ্ণচন্দ্র মজুমদার
.
✔ টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন
কে?
-বিষ্ণু দে
.
✔ কাজী নজরুলের প্রথম কাব্য গ্রন্থ কি?
-অগ্নিবীণা.
.
✔ ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
-সত্যেন্দ্রনাথ দত্ত।
.
✔ "অগ্নিবীণা" কাব্যের কবিতা সংখ্যা কত?
-১২ টি
.
✔ 'গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
-নিতান্ত অলস।
.
✔ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে কি হিসেবে
পরিচিত-
-কথাসাহিত্যিক হিসেবে.
.
✔ নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন
কবিতাটি লেখেন?
-কাণ্ডারী হুঁশিয়ারী।
.
✔ বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ কে করেন?
-ভাই গিরীশ চন্দ্র সেন
.
✔ রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
-গোরা।
.
✔ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি-
-মেঘনাদবদ কাব্য
.
✔ রবীন্দ্রনাথেরর শেষ কাব্যগ্রন্থ কোনটি-
-শেষ লেখা
.
✔ একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার
দল?গীতিকার ও সুরকার কে?
-আহমেদ ইমতিয়াজ বুলবুল।
.
✔ "সোনার তরী" কাব্যগ্রন্থটির রচিয়তা কে-
-রবীন্দ্রনাথ ঠাকুর
.
✔ গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
-গুরুচণ্ডালী।
.
✔ ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ
গানের রচয়িতা কে?
-শ্রীধর কথক।
.
✔ "কথাসাহিত্য" বলতে বুঝায় -
-ছোটগল্প ও উপন্যাস কে।
.
✔ মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি-
-বীরাঙ্গনা
✔ “সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি
যেন ভাল হয়ে চলি“-কার লেখা?
-মদনমোহন তর্কালঙ্কার।।

No comments