Search Here

Breaking News

BCS Preliminary Preparation: 2017 সালের নোবেল বিজয়ীগণ

৩৮ তম বিসিএস প্রস্তুতি
-
২০১৭ সালের নোবেলবিজয়ী সম্পর্কে এই পোষ্ট টি  পড়ার সুবিধামত করে সাজিয়ে দিলাম।
শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুুন
.
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীঃ  যুক্তরাষ্ট্রের তিনজন বিজ্ঞানীকে এবারের নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে।
তারা হলেন
১। রেইনার ওয়ীস,
২। ব্যারি সি. ব্যারিশ ও
৩। কিপ এস. থ্রোন।
অবদানঃ লিগো’র মাধ্যমে গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণের জন্য
.
রসায়নে নোবেলজয়ীঃ নোবেল পেলেন তিন  বিজ্ঞানী তারা হলেন,
১। সুইজারল্যান্ডের  জাক দুবোচে
২। জার্মান বংশোদ্ভূত ইওয়াখিম ফ্রাংক ও
৩। স্কটিশ বংশোদ্ভূত রিচার্ড হেন্ডারসন৷
.
অবদানঃ ক্রাইয়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপির বিকাশের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেলেন
.
চিকিৎসায় নোবেলজয়ীঃ চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী। শরীরবৃত্ত ও ভেষজবিদ্যায় নোবেল পুরস্কার জয় করলেন,
১। জেফ্রি সি হল,
২। মাইকেল রসব্যাশ ও
৩। মাইকেল জে ইয়ং৷
অবদানঃ
শরীরের 'বায়োলজিক্যাল রিদম’ নির্ধারণ করে এমন একটি জিন শনাক্ত করে এ পুরস্কার পেলেন তাঁরা৷
.
সাহিত্যে নোবেলজয়ীঃ ২০১৭ সালে সাহিত্যে নোবেল জিতেছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।
.
শান্তিতে নোবেলজয়ীঃ নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পরমাণু অস্ত্রমুক্তির আন্তর্জাতিক প্রচারণা জোট ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস’ (ইকান)।
.
অর্থনীতিতে নোবেলজয়ীঃ এখনও জানা যায়নি। তবে ঘোষণা হবে ৯ অক্টোবর। 

No comments