Search Here

Breaking News

BCS Preliminary Preparation: বাংলা সাহিত্য ****

৩৮তম বিসিএস প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্য

১.আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক) আলাওল খ) সৈয়দ হামজা
√গ) ফকির গরীবুল্লাহ ঘ) রেজাউদ্দৌলা
২.‘হাঁসুলি বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
√গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ) সৈয়দ মুজতবা আলী
৩.সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য?
ক) গোপালকৃষ্ণ গোখেল খ) সরোজিনী নাইডু
√গ) রাজা রামমোহন রায় ঘ) দাদাভাই নওরোজী
৪.সুনন্দ কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী খ) বঙ্কিমচন্দ্র
গ) রাজশেকর বসু √ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
৫. 'জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
√ক) রবীন্দ্রনাথ ঠাকুরের খ) সৈয়দ মুজতবা আলীর
গ) বুদ্ধদেব বসুর ঘ) রজনীকান্ত সেনের
৬. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
ক) লালসালু খ) ব্যথার দান √গ) বাঁধনহারা ঘ) কোনটিই নয়
৭.‘জোহরা’ উপন্যাসের রচয়িতা হলেন----
ক) প্যারীচাঁদ মিত্র খ) কাজী ইমদাদুল হক
গ) মীর মশাররফ হোসেন √ঘ) মোজাম্মেল হক
৮.‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার---
√ক) সিকান্দার আবু জাফর খ) নুরুল মোমেন
গ) দ্বিজেন্দ্রলাল রায় ঘ) মুনীর চৌধুরী
৯. সাপ্তাহিক ‘সুধাকর’-এর সম্পাদক কে?
ক) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
খ) মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ √গ) শেখ আব্দুর রহিম
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
১০. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক) নির্ভরশীল √খ) নির্ভরতা গ) নির্ভলশীলতা ঘ) নির্ভরযোগ্য
১১. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) অনুসং খ) অধ্যায়ণ গ) অতিন্দ্রিয় √ঘ) অনিন্দ্যসুন্দর
১২. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
√ক) মনোএল দ্য আস্সুম্পাসাঁও খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩. 'পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক) শৈল খ) সুবর্ণ √গ) উৎপল ঘ) কুসুম
১৪. 'ঋজু' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) উদ্ধত খ) সুষম √গ) বক্র ঘ) স্পষ্ট
১৫. নিচের কোন দুটি যুক্ত বর্ণে ই-কারের অপিনিহিতি হয়?
ক) হ্ম ও ষ্ণ খ) ঞ্জ ও জ্ঞ √গ) ক্ষ ও জ্ঞ ঘ) কোনটিই নয়
১৬. কোনটি হিন্দি শব্দ?
ক) আব্বু √খ) পানি গ) কলম মৌসুম
১৭. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) কিশোর খ) রোগা √গ) তারুণ্য ঘ) পাথুরে
১৮. সরল বাক্যের রূপান্তর করন ‘যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে।’
ক) যিনি সত্যবাদী হন, তাকে সকলে বিশ্বাস করে
খ) যিনি সত্যবাদী, তাকে সকলে বিশ্বাস করে
√গ) সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
ঘ) যিনি সত্যবাদী হন, তিনি বিশ্বাসযোগ্য হন
‘১৯. ক্ষুণিবৃত্তি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ক্ষুধ + নিবৃত্তি খ) ক্ষুনি + বৃত্তি
গ) ক্ষুণ + নিবৃত্তি √ঘ) ক্ষুধ + নিবৃত্তি
২০. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ক) হরপ্রসাদ শাস্ত্রী খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) সুকুমার সেন √ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২১. ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
√ক) সৈয়দ হামজা খ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
গ) আলাওল ঘ) মীর মোহাম্মদ সফী
২২. ‘উত্তরাধিকার’ সাহিত্য বিষয়ক---
ক) দৈনিক পত্রিকা √খ) ত্রৈমাসিক পত্রিকা
গ) গ্রন্থ ঘ) সাপ্তাহিক পত্রিকা
২৩. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক) চণ্ডীমঙ্গল খ) ধর্মমঙ্গল
√গ) মনসামঙ্গল ঘ) অন্নদামঙ্গল
২৪. ‘প্রদোষে প্রাকৃত জন’ কার রচনা?
ক) শহীদুল্লা কায়সার খ) শওকত ওসমান
√গ) শওকত আলী ঘ) সৈয়দ শামসুল হক
২৫. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন---
ক) ১৯১৩ খ) ১৯১৭ গ) ১৯১৫ √ঘ) ১৯১৯
২৬. তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
√ক) জীবনানন্দ দাশ খ) বুদ্ধদের বসু
গ) বিষ্ণু দে ঘ) অমিয় চক্রবর্তী
২৭.‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
ক) নুন √খ) লবণাক্ত গ) নোনতা ঘ) লবণিয়া
২৮. শুদ্ধ বানান কোনটি?
ক) সমীচিন খ) সমিচিন √গ) সমীচীন ঘ) সমিচীন
২৯. ‘সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন’ বাক্যটির শুদ্ধকরণ কোনটি?
ক) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ) সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
গ) সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
√ঘ) খ ও গ উভয়েই

No comments