Search Here

Breaking News

কতিপয় রাজনৈতিক উপন্যাসের নাম ও পটভূমি

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
কতিপয় রাজনৈতিক উপন্যাসের নাম ও পটভূমি।
★ মৃণালিনী -বঙ্কিম চন্দ্র চট্রোপধ্যায়।১২০৪ সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পটভূমিতে।
★রাজসিংহ -বঙ্কিম চন্দ্র চট্রোপধ্যায়।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের দক্ষিনাত্য অভিযান এবং রানা রাজসিংহের নিকট পরাজয়।
★কৃতদাসের হাসি- শওকত ওসমান।
আব্বাসিয় খলিফা হারুন-আর-রশিদ এর শাসনব্যবস্থা
★জাহান্নাম হইতে বিদায়-শওকত ওসমান।
১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর আক্রমনের পটভূমিতে রচিত।
★আগস্টের একরাত-সেলিনা হোসেনা।
শেখ মুজিব হত্যা ও সাক্ষীদের জবানবন্দির পটভূমিতে রচিত।
★কাঁটা তারের প্রজাপতি -সেলিনা হোসেন।
নাচলে ইলা মিত্র ও তার স্বামি নরেন মিত্রের তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত।
★দেয়াল-হুমায়ুন আহমেদ।
১৫ই আগস্ট শেখ মুজিব হত্যার পটভূমিতে রচিত।
★চিলেকোঠার সিপাই -আখতারুজ্জামান ইলিয়াস।
১৯৬৯ এর গণঅভূত্থানের পটভূমিতে রচিত।
★ওঙ্কার -আহমেদ ছফা
আইয়ুব খানের শাসনামল ও ১৯৬৯ গণঅভূত্থান।
★অ্যা টেল অব টু সিটি- চার্লস ডিকেন্স।
১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পটভূমিতে রচিত।
★ মুক্তিযুদ্ধ আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেন- গোলাম মোস্তফা।
★এলান এডগার পোর - "টু হেলেন "অবলম্বনে রচিত কাব্যগ্রন্থ "বনলতা সেন"।
★ বিদ্যাসাগরের শকুন্তলা কালিদাসের অভিজ্ঞতাশকুন্তুল অবলম্বনে রচিত।
★বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতিতে আছে ২৫ টি নীতি গল্প।
★ প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাবার নাম -লেখক সুকুমার রায় ও দাদার নাম উপেন্দ্রকিশোর রায়।

No comments