Search Here

Breaking News

BCS Preliminary Preparation: প্রথম বিশ্ব যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনা

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বিংশ শতাব্দীর উল্লেখ্যযোগ্য ঘটনা।
★১ম বিশ্বযুদ্ধ-
★প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্টিয়ার যুবরাজ আর্কিডিউ ফার্ডিন্যান্ড,বসনিয়া­­­­­র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহতের মাধ্যমে।

  1. ★১ম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র 'মনরো ডকট্রিন '(ইউরোপীয় ব্যাপারে হস্তক্ষেপ না করা)এর ধারনা ত্যাগ করে।

★যুদ্ধ চলাকালীন রাশিয়া জার্মানির সাথে ব্রেট লিটোভস্ক (Treaty of Brest litovsk) চুক্তি করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়।
★১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মান যুদ্ধবিরতি ঘোষনা করে।
★১ম বিশ্বযুদ্ধ শেষে উড্রো উইলসন ১৪ দফা দাবি পেশ করেন।
★চীন ও ইংল্যান্ড এর মধ্যে আফিম যুদ্ধ হয় ১৯৩৯-৪২।
★১৯৪৯ সালে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাতা মাও জে ডং ( মাও সেতুং)
★ দুই ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে।
★আরব-ইসরাইল যুদ্ধ হয় ৪ বার
১ম ১৯৪৮-ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা।আরব দেশ (মিসর শিরিয়া লেবানন)এর সাথে ইসরাইলের যুদ্ধ।
১৯৫৬- মিসর সুয়েজ খাল জাতীয়করণ করলে ইসরাইল মিসর আক্রমণ করে।
১৯৬৭- ইসরাইল সিরিয়ার গোলান,মিসরের সিনাই ও গাজা দখল করে।
১৯৭৩-অধিকৃত জমি উদ্ধারে মিসর ও সিরিয়ার সাথে ইসরাইলের  যুদ্ধ।
সূত্র: বিশ্ব রাজনীতির ১০০ বছর (তারেক শামসুর রেহম আন) 

No comments