Search Here

Breaking News

BCS Preliminary Preparation: Clause

বিসিএস সিলেবাস  অনুযায়ী  Clause  থেকে প্রিলিমিনারিতে ২ নাম্বার থাকবে  ইনশাল্লাহ্!!
.সরাসরি আলোচনা:
.
যে শব্দ সমষ্টিতে একটি Subject এবং একটি Finite Verb(যে ক্রিয়াবাচক শব্দ বাক্যের অর্থ পরিপূর্ণ বা শেষ করে,তাকে Finite verb বলে) থাকে এবং যা
একটি বৃহত্তর Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়,তাকে CLAUSE বলে।
.
Example:Ekram thinks that Meem is the most beautiful girl in Bangladesh.
.
Explanation:উল্লিখিত Sentence টিতে দুটি অংশ রয়েছে এবং দুটি অংশে That এর আগে ও পরে একটি Subject ও Finite verb রয়েছে।That যুক্ত
অংশটিই হচ্ছে CLAUSE।
.
উদাহরণটির মাধ্যমে CLAUSE সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা পোক্ত হয়েছে।CLAUSE সম্পর্কে
বিস্তারিত আলোচনা করতে গেলে ১০ মাইল লিখেও শেষ করা যাবে না।প্রেমিক প্রেমিকারা যেমন ডেটিং করার সময় আউল-ফাউল কথা বাদ দিয়ে শুধু রোমাঞ্চ
নিয়ে আলোচনা করে।ঠিক তেমনি এ পোস্টেও CLAUSE-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে রোমাঞ্চ
করা হয়েছে।তাই  ডিরেক্ট Noun Clause-এ চলে গেলাম।
.
Noun Clause: যে Clause কোনো sentence- এ noun- এর মতো কাজ করে তাকে,noun clause বলা হয়। noun clause তিন প্রকার (সংযোজক শব্দ)দ্বারা যুক্ত হতে পারে।
.
1)Conjunction -----that দ্বারা
.
2)Interrogative pronoun--
Who,what ইত্যাদি দ্বারা
.
3)Interrogative Adverb---
How,where,why ইত্যাদি দ্বারা।
.
Sentence-এর মধ্যে Noun Clause-এর অবস্থান:
.
1)Verb-এর Subject রূপে:
.
Example:What you think about Ekram and Meem is Correct.
.
Explanation:Noun Clause প্রায়ই Be verb (am,is,are,was,were)-এর Subject হিসেবে ব্যবহৃত হয়। উল্লিখিত বাক্যটিতে "IS" -এর আগের
অংশ "What you think about Ekram and Meem" হচ্ছে Noun Clause ।
.
More Examples For clearance:
.
That Meem is cute is known to Ekram. (That Meem is cute) হচ্ছে Noun Clause.
.
What Meem Said was wrong. (What Meem said) হচ্ছে Noun Clause.
.
2)Verb-এর Object রূপে:
.
Example:Ekram knows that Meem has written a letter for him.
.
Explanation:উল্লিখিত বাক্যটিতে "Knows"Verb টির পরবর্তী অংশ (that Meem has written a
letter) হচ্ছে Noun clause.যা knows verb টির object রূপে ব্যবহৃত হয়েছে।
.
Ekram believes what Meem says.
.
Explanation:উল্লিখিত বাক্যটিতে
"Believes"Verb টির পরবর্তী অংশ (What Meem Says) হচ্ছে
Noun clause.যা Believes verb টির object রূপে ব্যবহৃত হয়েছে।
.
3)Object-এর Complement রূপে:
.
Example:I told him what he wanted to know.
.
Explanation: উল্লিখিত বাক্যটিতে object হচ্ছে him;অর্থাৎ, এর পর (what he wanted to
know) হচ্ছে Noun Clause;যা Him এর object complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
.
Meem you may give me what you like.
.
Explanation: উল্লিখিত বাক্যটিতে object হচ্ছে me;অর্থাৎ, এর পর (what you like) হচ্ছে Noun Clause;যা me এর object complement হিসেবে ব্যবহৃত
হয়েছে।
.
4)preposition-এর object রূপে:
.
Example:It depends on how you do it.
.
Explanation: উল্লিখিত বাক্যটিতে preposition হচ্ছে on;অর্থাৎ, এর পর (how you do it) হচ্ছে Noun Clause;যা on এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
.
Ekarash has come from where he worked.
.
Explanation: উল্লিখিত বাক্যটিতে Preposition হচ্ছে from;অর্থাৎ, এর পর (where he worked )
হচ্ছে Noun Clause;যা From এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
.
5)Noun বা pronoun-এর Apposition রূপে: Apposition হচ্ছে-- যে Noun clause/phrase
পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ,তাকে Apposition বলে।
.
Example:The rumour,that Ekram and Meem love each other, is true.
.
Explanation:উল্লিখিত বাক্যটিতে (that Ekram and Meem love each other) Noun clause
টি Rumour Noun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করেছে।অর্থাৎ, Rumour noun টির পর that Ekram and Meem love each other
হচ্ছে Noun Clause.
.
Ekram's belief that one day he will get married Meem makes us all happy.
.
Explanation:উল্লিখিত বাক্যটিতে (that one day he will get married Meem) Noun clause টি Belief--- Noun টি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করেছে।
অর্থাৎ, belief; noun টির পর
that One day he will get married Meem হচ্ছে Noun Clause.
.
6)Subject-এর complement রূপে:
.
Example:The truth is that Ekram was very shy.
.
Explanation:মনে রাখতে হবে-- Noun Clause যখন Subject-এর complement হিসেবে হবে;তখন Noun Clause টির আগে
একমাত্র Be verb(am,is,are,was,were) ব্যবহৃত হয়। উল্লিখিত বাক্যটিতে The truth হচ্ছে
Subject;যার complement হিসেবে Be verb অর্থাৎ, "Is" এর পর "That Ekram was very shy"হচ্ছে Noun Clause.
.
The important matter is how Ekram and Meem can solve their affair's problem.
.
Explanation:মনে রাখতে হবে-- Noun Clause যখন Subject-এর complement হিসেবে হবে;তখন Noun Clause টির আগে একমাত্র Be verb(am,is,are,was,were)
ব্যবহৃত হয়। উল্লিখিত বাক্যটিতে The important matter হচ্ছে Subject;যার complement হিসেবে
Be verb অর্থাৎ, "Is" এর পর "How Ekram and Meem can
solve their affair's problem "হচ্ছে Noun Clause.

No comments