Search Here

Breaking News

BCS Written Math Preparation

'বিসিএস (লিখিত) প্রস্তুতি'

"দূর কর গণিত  ভীতি,
নন-ক্যাডারের হবে ইতি"

পর্ব-৪: গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

বিসিএস (লিখিত) পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পার্থক্য সৃষ্টিকারী বিষয় 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা'। সুতরাং এই বিষয়ে আপনার পরিকল্পিত  পড়াশোনা, ক্যাডার হওয়ার দৌড়ে আপনাকে এগিয়ে রাখবে।

বিসিএস (লিখিত) সিলেবাস অনুযায়ী, 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা'-কে ২টি অংশে ভাগ করা হয়েছে।
ক. গাণিতিক যুক্তি (৫০)
খ. মানসিক দক্ষতা (৫০)

ক. গাণিতিক যুক্তি:
♥অধ্যায়ভিত্তিক সহায়িকা:
১। Simplification of Arithmetic & Algebraic Expressions:
-ওরাকল গণিত গাইড

২। পাটীগণিত:
A. Unitary Method(***):
- ওরাকল গণিত গাইড
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

B. Average:
- ওরাকল গণিত গাইড

C. Percentage:
- ওরাকল গণিত গাইড

D. Simple & Compund Interest(***):
- ওরাকল গণিত গাইড
- ২য় অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

E. LCM:
- ওরাকল গণিত গাইড

F. GCD:
- ওরাকল গণিত গাইড

G. Ratio & Proportion(**):
- ওরাকল গণিত গাইড
- একাদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

H. Profit & Loss(***):
- ওরাকল গণিত গাইড
- ২য় অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

৩। বীজগণিত:
A. Algebraic Formulas(***):
- ওরাকল গণিত গাইড
- ৪র্থ অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

B. Factorization of Polynomials(***):
- ওরাকল গণিত গাইড
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ২য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

C. Linear & Quadratic Equations(***):
- ওরাকল গণিত গাইড
- ৫ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ৪র্থ অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-২য় পত্র' [অসীম কুমার সাহা]
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'

D. Linear & Quadratic Inequalities(**):
- ওরাকল গণিত গাইড
- ৬ষ্ঠ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

৪। Systems of Linear Equations with two or three unknowns(***):
- ওরাকল গণিত গাইড
- দ্বাদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৫ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

৫। Exponents & Logarithms, Exponential & Logarithmic functions(**):
- ওরাকল গণিত গাইড
- ৪র্থ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৯ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

৬। Arithmetic & Geometric Sequences & Series(**):
- ওরাকল গনিত গাইড
- ত্রয়োদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৭ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

৭। জ্যামিতি:
A. Line, Angle, Triangle related theorems(***):
- ওরাকল গণিত গাইড
- ৬ষ্ঠ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১৪ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

B. Theorem of Pythagoras(**):
- ওরাকল গণিত গাইড
- ৯ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'

C. Circle- theorems, Corollaries(***):
- ওরাকল গণিত গাইড
- ১০ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৮ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

৮। জ্যামিতি:
A. Area related theorems & Construction:
- ওরাকল গণিত গাইড
- ১৫ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

B. Mensuration-plane figures & solid objects(**):
- ওরাকল গণিত গাইড
- ১৬ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১৩ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

৯। Cartesian Geometry- Distance, Equation of a straight Line(***):
- ওরাকল গণিত গাইড
- ১১ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ৩য় অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-১ম পত্র'

১০। ত্রিকোণমিতি:
A. Trigonometric ratios & functions(***):
- ওরাকল গণিত গাইড
- ৯ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৮ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

B. Problems on height & distances(***):
- ওরাকল গণিত গাইড
- ১০ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'

১১। Set theory & Venn diagram(***):
- ওরাকল গণিত গাইড
- ৭ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ২য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'

১২। বীজগণিত:
A. Permutations & Combinations(***):
- ওরাকল গণিত গাইড
- ৫ম অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-১ম পত্র'
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'

B. Elementary Probability(***):
- ওরাকল গণিত গাইড
- ১৪ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ১০ম অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-২য় পত্র'
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'

★কিভাবে প্রস্তুতি নিবেন:
- প্রথমে বিগত বিসিএস ( লিখিত) পরীক্ষার প্রশ্নাবলী সমাধান করতে হবে।
- সিলেবাস অনুযায়ী বোর্ড বইয়ের অধ্যায়গুলো সমাধান করবেন।
- সর্বশেষ ওরাকল গাইড সমাধান করবেন।

খ. মানসিক দক্ষতা:
মানসিক দক্ষতা অংশে ৫০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ করে নেগেটিভ মার্কস কাটা যায়।

★সহায়িকা:
- ওরাকল 'মানসিক দক্ষতা' গাইড
- অ্যাসিওরেন্স 'মানসিক দক্ষতা' গাইড
- বিসিএস (প্রিলি.)-র 'মানসিক দক্ষতা'-র বিগত সালের প্রশ্নাবলী

★কিভাবে প্রস্তুতি নিবেন:
- প্রথমে বিসিএস (লিখিত) পরীক্ষার 'মানসিক দক্ষতা' অংশের বিগত সালের প্রশ্নাবলী সমাধান করবেন।
- বিসিএস (প্রিলি.)-র 'মানসিক দক্ষতা' অংশের বিগত সালের প্রশ্নাবলী সমাধান করবেন।
- সর্বশেষ সিলেবাস অনুযায়ী ওরাকল ও অ্যাসিওরেন্স গাইড সমাধান করবেন।

♥Point to be noted:
- 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা' regularly practice করবেন।
- সাধারণত শোবার আগে অর্থাৎ রাত্রে গনিত করবেন।
- দ্বিঘাত সমীকরণ, বিন্যাস-সমাবেশ ও সম্ভাব্যতার অংক করতে সমস্যা হলে অবশ্যই - ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা' থেকে বুঝে নিবেন।
- পরীক্ষার কেন্দ্রে বীজগণিত সবার আগে এবং জ্যামিতি সবার পরে করবেন।
- পরীক্ষা দেবার পরে অবশ্যই 'রিভিশন' দিবেন।
- মানসিক দক্ষতার পরীক্ষার সময় সহজ প্রশ্নাবলী আগে এবং জটিল প্রশ্নাবলী পরে উত্তর করবেন।

|| ধন্যবাদ ||

শুভকামনায়,
- মোঃ আব্দুল্লাহ আল বাকী
- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশকৃত)
- মেধাক্রম-৭ম
- ৩৬তম বিসিএস।

No comments