Search Here

Breaking News

BCS VIVA Preparation: প্রশাসন ক্যাডার সম্পর্কিত ভাইভা প্রশ্ন:

প্রশাসন ক্যাডার সম্পর্কিত ভাইভা প্রশ্ন: (Mega Post)
==========∞===========

★ প্রশাসন কেন আপনার প্রথম পছন্দ?
উ: নিজের মত করে উত্তর তৈরি করুন। নোট করুন।

★ প্রশাসন বলতে আপনি কী বুঝেন?
উ: প্রশাসন বলতে এমন একটি ব্যবস্থাকে বুঝায় যেখানে সামগ্রিকভাবে জনগণের সাথে সংশ্লিষ্ট কার্যাদির সুষ্টু ব্যবস্থা করা হয়।

★প্রশাসন ক্যাডারে নিয়োগ দেয়া হলে আপনার ভুমিকা কী হবে?
উ: এক্ষেত্রে একজন সহকারী কমিশনার হিসেবে প্রশাসক এর স্টাফ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা (CrPc অনুসারে) প্রয়োগ, বিভিন্ন অভিযোগ তদন্ত করা, মোবাইল কোর্ট পরিচালনা, পাবলিক পরীক্ষা ও স্কুল সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি, আসামীদের জবানবন্দী নেয়া ইত্যাদি দ্বায়িত্ব পালন করতে হবে।

★প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলে আপনি কোন ক্যাডারে নিযুক্ত হবেন?
উ: মাঠ প্রশাসনে সহকারী কমিশনার অথবা, সচিবালয়ে সহকারী সচিব হিসেবে।

★প্রশাসনের শাখা বলতে কী বুঝেন?
উ: .... মন্ত্রণালয় বা বিভাগের মূল কার্য সম্পাদনকারী একককে বুঝায়।

★এরুপ শাখার মূল দ্বায়িত্বে কে থাকেন?
উ: একজন সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার একজন কর্মকতা।

★ আচ্ছা, একটু আগে CrPc এর কথা বললেন, বলুন দেখি এটি কে ড্রাফট করেছিলেন?
উ: ১৮৯৮ সালে লর্ড ম্যাকলে

★CrPc এর পূর্ণরুপ কী?
উ; The Code of Criminal Procedure (1898)

★CrPc প্রণয়ণের উদ্দেশ্যে কী?
উ:
ফৌজদারি কার্যবিধি অপরাধীদের খুঁজে বের করা, তাদের বিচারের জন্য আদালতে সোপর্দ করা এবং অপরাধ দমনের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেসব প্রক্রিয়া ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি বা কোড অব ক্রিমিন্যাল প্রসিডিয়্যার ১৮৯৮-এ নির্দেশ করা হয়েছে। ফৌজদারি আদালত গঠন এবং সেগুলির এখতিয়ার ও ক্ষমতা ছাড়াও কার্যবিধিতে অন্তর্ভুক্ত রয়েছে: অভিযুক্ত ও সাক্ষীদের প্রতি সমন জারি করা, অভিযুক্ত ও সাক্ষীদের গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা, পলাতক অভিযুক্তকে ফেরার ঘোষণা করা এবং তার সম্পত্তি ক্রোক করা, তল্লাশি পরোয়ানা, অন্যায়ভাবে আটককৃত ব্যক্তিদের শনাক্ত করা; তল্লাশির সঙ্গে সম্পৃক্ত সাধারণ বিধিব্যবস্থা, বেআইনি সমাবেশে বাধাদান, জনজীবনে উৎপাত ও শান্তিভঙ্গ, স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধ, অপরাধ দমনের ক্ষেত্রে এবং অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের ক্ষমতা, অপরাধ সংগঠনের ব্যাপারে পুলিশের নিকট অভিযোগ পেশ এবং তদন্ত চালানো ও অপরাধীদের ফৌজদারিতে সোপর্দ করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অথবা ব্যক্তি কর্তৃক দায়েরকৃত ফরিয়াদ অথবা তার নিজের অভিজ্ঞতার আলোকে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থ মকদ্দমা গ্রহণ, তদন্তের স্থান, ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ কর্তৃক মামলাসমূহের বিচারকার্য, মামলার দ্রুত বা সংক্ষিপ্ত বিচার, তদন্ত ও বিচারকার্যের সাধারণ বিধানবলি, রায় প্রদান, মৃত্যুদন্ড অনুমোদন বা বহাল করণের জন্য হাইকোর্ট বিভাগে পেশ, রায় ও আদেশ কার্যকরকরণ, সাময়িকভাবে দন্ড স্থগিতকরণ, দন্ডাদেশ মওকুফ ও হ্রাসকরণ, আদালতের বিচারে পূর্বে খালাস অথবা পূর্বে দোষী প্রতিপাদনের ফলাফল, রায় আদেশ ও দন্ডাদেশের বিরুদ্ধে আপীল, বরাত ও পুনর্বিচার, পাগলদের বিচার, বিচার প্রশাসনকে প্রভাবিত করে এমন অপরাধের মকদ্দমা, স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ, পুলিশী হাজত অথবা ব্যক্তিগত আটক অবস্থা থেকে বিনাবিচারের আটক ব্যক্তিদের মুক্তির জন্য পেশকৃত হেবিয়াস কর্পাসের ভিত্তিতে প্রদত্ত নির্দেশ, ফৌজদারি আদালতের সরকারি উকিলদের নিয়োগ কার্যাবলি, অভিযুক্তদের জামিন, সাক্ষীর জবানবন্দী গ্রহণের জন্য কমিশন নিয়োগ করা, সাক্ষ্য সংক্রান্ত বিশেষ বিধান, মুচলেকা, সম্পত্তি বিক্রয়, এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর, নিয়ম বহির্ভূত মকদ্দমা এবং স্থানীয় পরিদর্শন, বিচার বিষয়ের মীমাংসায় সঠিক সাক্ষ্য হাজিরের (সমনের) নির্দেশ দানে আদালতের ক্ষমতা অথবা আদালতে উপস্থিত যেকোন ব্যক্তির সাক্ষ্য বা জবানবন্দি গ্রহণ, আদালতের অভিমত প্রকাশের পদ্ধতি, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ইত্যাদির ন্যায় বিবিধ বিষয়।
★সরকারি কর্মকতা-কর্মচারীদের কর্তব্য কী?
উ: সংবিধানের ২১ (২) অনুচ্ছেদ অনুযায়ী, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।

★প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্র কী?
উ: যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সরাসরি জনগণ বা প্রজা কর্তৃক নির্বাচিত হয়, সেই রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে।
আর পরোক্ষভাবে নির্বাচিত হলে তাকে গণপ্রজাতন্ত্র বলে। (বাংলাদেশ গণপ্রজাতন্ত্র)

★ ফেডারেশন ও কনফেডারেশন কী?
উ: কতগুলো স্বায়ত্তশাসিত রাজ্য একত্রিত হয়ে কোন সংস্থা গঠন করলে তাকে ফেডারেশন বলে
আর, কতগুলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র একত্রিত হয়ে কোন সংস্থা গঠন করলে তাকে কনফেডারেশন বলে।

★Cadre বলতে কী বুঝেন?
উ: ক্যাডার বলতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়ে গঠিত ক্ষুদ্র দলকে বুঝায়।

★ প্রশাসন ক্যাডারকে কেন Dynamic Cadre বলা হয়?
উ: কারণ,
প্রশাসন ক্যাডার থেকে অন্যান্য ক্যাডারে প্রেষণে যাওয়ার সুযোগ রয়েছে।
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ণে মূখ্য ভুমিকা রাখা যায়।
প্রত্যক্ষভাবে জনগণের সাথে কাজ করা যায় বলে জনসেবার সুযোগ বেশি।
অন্যান্য ক্যাডারের তুলনায় মর্যাদা বেশি এবং পদোন্নতি দ্রুত হয়।
ইত্যাদি

★মোবাইল কোর্ট কী?
উ: আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রুত অপরাধ দমনের লক্ষে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তা আমলে নিয়ে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে গঠিত আদালতকে মোবাইল কোর্ট বলে।
(মোবাইল কোর্ট আইন ২০০৯)

★টাস্কফোর্স কী?
উ: কোন নির্দিষ্ট সমস্যা মোকাবিলার জন্য বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত অস্থায়ী গ্রুপ বা দলকে টাস্কফোর্স বলে।

★ডিক্রি কী?
ডিক্রি হল আদালত কর্তৃক প্রদত্ত মামলার চূড়ান্ত ফলাফল যা বিচারের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের অধিকার রক্ষা করে।

★ মাঠ পর্যায়ে প্রশাসন ক্যাডারের পদ সোপান কী?
উ:
বিভাগীয় কমিশনার
^
অতিরিক্ত বিভাগীয় কমিশনার
^
জেলা প্রশাসক
^
অতিরিক্ত জেলা প্রশাসক
^
উপজেলা/থানা নির্বাহী অফিসার
^
সহকারী কমিশনার

★মাঠ পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ ও সর্বনিম্ন পদ কী?
উ: যথাক্রমে বিভাগীয় কমিশনার ও সহকারী কমিশনার

★সহকারী কমিশনারের কাজ কী?
উ:
*CrPc এর অধীন প্রদত্ত ম্যাজি্ট্রেসি ক্ষমতা প্রয়োগ।
*অবৈধ সমাবেশ বা দাঙ্গা দমনে পুলিশ বাহিনীকে গাইড করা।
*মোবাইল কোর্ট পরিচালনা।
*VIP ব্যক্তিদের প্রটোকল অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করা
*অবৈধ দখলদারিত্ব উচ্ছেদে নেতৃত্ব দেয়া ইত্যাদি।

★ সহকারি ভূমি কমিশনারের ( AC Land) কাজ কী?
উ:
* জমির মালিকদের নামজারি।
*ভূমি উন্নয়ন কর আদায়।
*খাস জমি চিহ্নিতককরণ, রক্ষণাবেক্ষণ ও বন্দোবস্ত প্রদান।
*পরিত্যাক্ত ও অর্পিত সম্পত্তির ব্যাবস্থাপনা।
*জলমহাল, বালুমহাল ও সায়রাতমহাল ব্যাবস্থাপনা।
*জরিপ সংক্রান্ত ভুলত্রুটি সংশোধন।
*দেওয়ানী মামলায় সরকারের প্রতিনিধিত্ব করা।

★কোন উপজেলায় AC land না থাকলে কে তার দ্বায়িত্ব পালন করে?
উ: UNO

★ সহকারি কমিশনারগণ কার অধীনে দ্বায়িত্ব পালন করেন?
উ: জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের স্টাফ অফিসার হিসেবে।

★ উপজেলার প্রসাশনিক প্রধান কে?
উ: UNO

★DC ও SP এর মধ্যে পার্থক্য কী?
উ: জেলায় সচিবালয়ের প্রতিনিধি হিসেবে নির্বাহী দ্বায়িত্ব পালন করেন ডিসি.. এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করার কাজ করেন এসপি।

★সচিবালয়ে প্রশাসন ক্যাডারের পদসোপান কী?
উ:
সচিব/সিনিয়র সচিব
^
অতিরিক্ত সচিব
^
যুগ্মসচিব
^
উপসচিব
^
সিনিয়র সহকারী সচিব
^
সহকারী সচিব

★ব্রিটিশ আমলে DC Office কে কী বলা হত?
উ: Collectorate Office

★জেনেভা কনভেনশন কী?
উ: যুদ্ধ-উপদ্রুত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আন্তর্জাতিক আইন রয়েছে, তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন (জেনেভা কনভেনশনস)।
এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল রয়েছে। বস্তুত, একবচন শব্দ হিসেবে জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে। এই সন্ধিপত্রেই চতুর্থ চুক্তিটি যোগ করা হয় ও প্রথম তিনটি চুক্তির (১৮৬৪, ১৯০৬, ১৯২৯) হালনাগাদ করা হয়। চতুর্থ জেনেভা কনভেনশনের (১৯৪৯) বিভিন্ন অনুচ্ছেদে যুদ্ধকালীন সময়ে বা সামরিক সংঘাতে ধৃত ব্যক্তির মৌলিক অধিকারসমূহ নির্দিষ্টভাবে ও বিশদ ভাষায় নিরূপণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠিত হয়েছে আহতদের এবং যুদ্ধাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা। ১৯৪৯ সালের এই চুক্তিগুলোকে সম্পূর্ণরূপে অথবা রিজার্ভেশনসহ (একটি চুক্তির কার্যধারা মুলতুবি রাখার প্রক্রিয়া) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ১৯৪ টি দেশ।

★বাজেট কী?
বাজেট (সরকারি) একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের ব্যয় ও রাজস্বসমূহের একটি পূর্বাভাষ। বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে একটি অর্থবৎসর, যা একটি বৎসরের ১ জুলাই থেকে পরবর্তী বৎসরের ৩০ জুন পর্যন্ত বিস্তৃত। সরকারি বাজেটে কর ও মুদ্রাসংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে সরকারি অর্থের আহরণ, আবণ্টন ও বিতরণ করা হয়।

★ECNEC কী?
উ: এর পূর্ণরুপ Executive Committee of the National Economic Council বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। এ পরিষদ কর্তৃক প্রণীত লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে। মন্ত্রিপরিষদের সকল সদস্য এ পরিষদের সদস্য থাকেন। প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান পরিষদের সভায় সভাপতিত্ব করেন।

★NICAR কী?
উ: National Implementation Committee for Administrative Reform বা প্রশাসনিক পূণর্বিন্যাস সংকান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।
এর কাজ হল প্রশাসনিক সংস্কারের জন্য নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য সরকারের নিকট উপস্থাপন করা

★ম্যাজিস্ট্রট কাকে বলে?
উ: ১৮৯৭ সালে প্রণীত General Clauses Act-1897 অনুসারে যিনি ফৌজদারি আইন প্রয়োগ করে বিচারকার্য পরিচালনা করেন তিনিই ম্যাজিস্ট্রেট।

( ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তিন শ্রেণীতে বিভক্ত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকার বাইরে প্রত্যেক জেলায় একজন ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে, এডিশনাল ডেপুটি কমিশনার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে এবং জয়েন্ট ডেপুটি কমিশনার জয়েন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এঁরা প্রত্যেকেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ভোগ করেন। এঁদের পাশাপাশি মেট্রোপলিটন এলাকার বাইরে প্রত্যেক জেলায় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর আরও কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হন।

জেলায় নিয়োগপ্রাপ্ত অন্য সকল ম্যাজিস্ট্রেট কার্যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে থাকেন যদিও এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা প্রয়োগ করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অধীনস্থ ম্যাজিস্ট্রেটদের মধ্যে কার্যবণ্টনও করতে পারেন। একজন প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটি উপজেলা/থানার দায়িত্বে বহাল থাকেন। এধরনের একজন ম্যাজিস্ট্রেটকে উপজেলা/থানা ম্যাজিস্ট্রেট বলা হয়। তিনি ঐ থানার যেকোন অংশে সংঘটিত কোনো অপরাধ আমলে নিতে পারেন। সরকার যে-কোন ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত ক্ষমতাও প্রদান করতে পারে। মেট্রোপলিটন এলাকার মধ্যে এধরনের এলাকা বা তার যেকোন অংশে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্য সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকেন এবং তিনিই অধীনস্থ ম্যাজিস্ট্রেটদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন।)

★Civil Service কী?
সরকার বা সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানকে বলা হয় সিভিল সার্ভিস।

★সংবিধানের আলোকে পিএসসি সম্পর্কে বলুন?
১৯৭২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। সংবিধান অনুযায়ী বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র ঘোষণা করা হয়। তার ফলে কেন্দ্রীয় পর্যায়ের চাকরির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। সংবিধানে সিভিল সার্ভিস শব্দটা ব্যবহার করা হয় নি, তবে সকল শ্রেণীর সিভিল সার্ভেন্টকে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। চাকরি সংক্রান্ত প্রাসঙ্গিক অধ্যায় (১৩৬ নং অনুচ্ছেদে) অন্যান্য বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে।
প্রথম, এই অনুচ্ছেদে সিভিল সার্ভিসের সদস্যদের চাকরির শর্তাবলি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে।
দ্বিতীয়, এতে সরকারকে সিভিল সার্ভিস পুনর্গঠন করার এবং সিভিল সার্ভিস সদস্যদের অসুবিধা ঘটতে পারে চাকরির এমন শর্তাবলি পরিবর্তন করারও ক্ষমতা দেয়া হয়েছে।

★বাংলাদেশ সিভিল সার্ভিস দিবস কবে?
উ: প্রতি বছরের ১ সেপ্টেম্বর।

★সিটিজেন চার্টার কী?
উ: একটি সরকারী অফিসে জনগণ কী কী সেবা পাবে তা জনগণকে পরিষ্কারভাবে যে সনদের মাধ্যমে জানানো হয় তাই সিটিজেন চার্টার।

★ Floor Crossing বলতে কী বুঝেন?

সংবিধানের ৭০ অনুচ্ছেদ মোতাবেক কোন সংসদ সদস্য যদি
!) নিজ দলের বিপক্ষে ভোট দেন বা
!!) দল থেকে পদত্যাগ করেন তবে,
উক্ত সংসদ সদস্যের আসন শূন্য হবে। এরুপ কার্যকে Floor Crossing বলে।

★Casting Vote কী?
উ: সংসদে কোন প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান ভোট হলে স্পিকার যে ভোট দেন তাই Casting Vote.

★Rules of Procedure সম্পর্কে কী জানেন?
উ: এটি হল কিছু বিধিমালা যার মাধ্যমে কোন সংস্থা কিভাবে পরিচালিত হবে, কার্যপ্রণালী কী হবে ইত্যাদির নির্দেশনা থাকে তাকে Rules of Procedure বলে।

★Rules of Business কী?
উ: যে বিধিমালার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় এর কার্যাবলি ও দ্বায়িত্ব বন্টন করা হয় তাকে Rules of Business বলে।

★Rules of Allocation বলতে কী বুঝেন?
উ: সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে বলা হয়েছে যে, " রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করিবেন।"
এটিই Rules of Allocation.

★Administrative Tribunal বা উ: প্রসাশনিক ট্রাইব্যুনাল কী?
এটি এমন একটি ট্রাইব্যুনাল যা সরকারি কর্মকতা -কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমলে নেয়।
(জেলা জজ বা তার সমমর্যাদার কেউ এ ট্রাইব্যুনাল এর বিচারক হন।)

★প্রটোকল কী?
উ: প্রটোকল বলতে দুই বা ততোধিক কূটনৈতিক বা দেশের মধ্যে উপনীত সমঝোতাকে বুঝায়। আবার দুই বা ততোধিক দেশের সরকার প্রধানদের এবং বিদেশি ব্যক্তিবর্গের সাথে সভা, আলাপ-আলোচনা সম্পর্কিত বিভিন্ন বিধানাবলিকেও প্রটোকল বলে।

★What is Penal Code ?
যে বিধিতে ফৌজদারি অপরাধের শাস্তির বিধান উল্লেখ আছে তাই Penal Code.

No comments