Search Here

Breaking News

UNESCO and 7th March ( UNESCO এবং ৭ ই মার্চ)

#সাম্প্রতিক_দর্পণ
UNESCO এবং বাংলাদেশ :
-----------------------------------------------
১. সম্প্রতি ইউনেস্কোর International Memory of The World Register হিসেবে স্বীকৃতি পায় = Historic 7th march speech.
2. স্বীকৃতি দেয়া হয় = ৩০ অক্টোবর, ২০১৭.(৭৭তম, তালিকায়)
৩. এর স্বীকৃতি পায় মোট ৪২৭টি ডকুমেন্টস।
৪. এই স্বীকৃতি দেয়া হয় ইউনেস্কোর International Advisory Committee [IAC] কর্তৃক।
৫. Memory of the World চালু হয় ১৯৯২ সাল থেকে।
৬. The vision of that is that "World's documentary heritage belongs to all, should be fully preserved and protected for all and should be permanently accessible to all without hindrance ".
৭. ৭ই march এর ভাষণ ছিল ১৮ মিনিট, যার মূল বক্তব্য ছিল ৪ দফা ভিত্তিক ; তখন চলছিল অসহযোগ আন্দোলন।
৯. ইউনেস্কোরর প্রধান -ইরিনা বোকোভা(বুলগেরিয়া), ৭ম।
১০. ইউনেস্কো প্রতিষ্ঠা পায় -১৯৪৫ সালের ১৬ নভেম্বর।
১১.এর সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স
১২. ইউনেস্কোর সদস্য দেশ -১৯৫ টি, সহযোগী দেশ-১০টি।
১৩. ইউনেস্কোর cultural Heritage এ বাংলাদেশের ২ টি।
১৪. ষাট গম্ভুজ মসজিদ এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার এই স্বীকৃতি পায় -১৯৮৫ সালে।
১৫. সুন্দরবন Natural Heritage এর স্বীকৃতি পায় -১৯৯৭ সালে(৭৯৮তম হিসেবে)
১৬. Intangible Heritage হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পায় - মঙ্গল শোভাযাত্রা, ২০১৬সালে
১৭. 7th march ভাষণ অনুদিত হয় -১২ ভাষায়।

No comments