Search Here

Breaking News

Bcs Preliminary : International ( Mixed)

আন্তর্জাতিকঃ

 ১।সম্প্রতি বাংলা ভাষাকে ২য় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?
=ভারতের  ঝাড়খন্ড প্রদেশ
২।ঐতিহাসিক নথুলা পাস কোন দেশ দুইটির সীমান্ত বাণিজ্যপথ?
= ভারত- চীন
৩। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কী?
=Train No G804
৪।সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর মতো নতুন গ্রহটির নাম কী?
=গ্লাইস ৪১১ বি
৫।২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকট এর নাম কি?
=জাবিভাকা
৬। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম বহুপাক্ষিক চুক্তি কোনটি?
=  TFA
৭।লুঙ্গি পরে বৃটিশ রানি এলিজাবেথের কাছ থেকে 'কুইন্স ইয়াং লিডার' award গ্রহণ করেন কোন বাংলাদেশি?
=ওসামা নূর
৮। জাতিসংঘ এখন পর্যন্ত মোট কতবার উত্তর কোরিয়ার  উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?
= ৯ বার।
৯।Fifth column কী?
=  দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যাক্তি বা সংগঠন
১০।East-1 বা ই- ওয়ান অঞ্চল কোথায় অবস্থিত?
=জেরুজালেম
১১। ফ্রেঞ্চ কমিউনিটি কি?
=ফ্রান্স থেকে স্বাধীনতা পাওয়া আফ্রিকার ১৪টি দেশ
১২। নিচের কোন রেখা বরাবর দেশগুলোর ঋতু বৈচিত্র্য হয় না?
=শূন্য ডিগ্রী অক্ষরেখা  ও সমাক্ষরেখায়
১৩।সার্কভূক্ত দেশের মধ্যে সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
=আফগানিস্তান
১৪। সম্প্রতি ইউরোপের কোন দেশে ফিলিস্তিনের দূতাবাস চালু করা হয়েছে?
=ভ্যাটিকান সিটি
১৫। "গডস্ আর্মি" গেরিলা গোষ্ঠী কোন দেশের?
=মায়ানমার
১৬। আমেরিকার "ব্যাটেল গ্রাউন্ড" স্টেট কতটি?
=০৮ টি
১৭।ভারত বিশ্বের কততম অর্থনীতির দেশ?
=০৫
১৮।বিশ্বের কতটি দেশে ইলিশ আছে?
=১১টি
১৯। বৃটেনের সহযোগিতায় তৈরি ইহুদিদের গুপ্ত বাহিনীর নাম কি?
= হাগানাহ
২০।সৌদি আরব কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কাতরকে  কয়টি শর্ত দিয়েছে?
=১৩

১. আগষ্ট বিপ্লব সংঘটিত হয় কোথায়?
- ভিয়েতনাম
২. মদিনা সনদ কত ধারা বিশিষ্ট?
- ৪৭ ধারা
৩. CPA সম্মেলন ২০১৭ কোথায় অনুষ্ঠিত হবে?
- বাংলাদেশ
৪. নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোনটি?
- সিরাজগঞ্জ ও চাঁদপুর
৫. মা ও শিশু ভাস্কর্যের স্থপতি কে?
- সৈয়দ আব্দুল্লাহ খালেদ
৬.The golden house গ্রন্থটি কার?
- সালমান রুশদি
৭. ভারতের লৌহ মানবী নামে পরিচিত কে?
- মনিপুর রাজ্যের ইরম শর্মিলা
৮. জিজিয়া কর রহিত করে কে?
- সম্রাট আকবর
৯. বরিশাল ও পটুয়াখালী কোন প্রাচীন জনপদের অংশ ছিল?
- বঙ্গ
১০. পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ধান কোনটি?
- দুমাই
১১. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বেরুবাড়ী কে ভারতের নিকট হস্তান্তর করা হয়?
- ৩য়
১২. সিসিলি দ্বীপ কোথায় অবস্থিত?
- ইতালি
১৩. বাংলাদেশের মাথাভাঙ্গা নদীর ভারতীয় নাম কি?
- চূর্ণী
১৪. বাস্তিল দূর্গের পতন হয় কবে?
- ১৪ জুলাই, ১৭৮৯
১৫. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
- ১৫২৬ সালে।

No comments