Search Here

Breaking News

38th BCS Preliminary Preparation

#সাম্প্রতিক তথ্যঃ
(#শেয়ার করে সংগ্রহে রাখুন)
============================

১. ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশি বিচারপতির নাম কী?
উত্তর: আখলাকুর রহমান চৌধুরী।
২. বর্তমানে সুন্দরবনের কত হেক্টর অভয়ারণ্য?
উত্তর: ৩,১৭,৯৫০ হেক্টর।
৩. বর্তমানে দেশে নৌ থানা কতটি?
উত্তর: ১৭টি।
৪. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর বর্তমান ওয়ার্ড সংখ্যা কতটি?
উত্তর: ৫৪টি।
৫. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর বর্তমান ওয়ার্ড সংখ্যা কতটি?
উত্তর: ৭৫টি।
৬. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বাংলাদেশস্থ কার্যালয় বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও।
৭. জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি।
৮. বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তর: জামদানি।
৯. বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তর: ইলিশ।
১০. ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জামদানির নিবন্ধন পায় কোন সংস্থা?
উত্তর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)।
১১. ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ইলিশের নিবন্ধন পায় কোন সংস্থা?
উত্তর: মৎস অধিদপ্তর (DOF)।
১২. সাধারণত জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা ভৌগোলিক নির্দেশ পণ্যের নিবন্ধন দেয়?
উত্তর: WIPO।
১৩. WIPO বাংলাদেশের ভৌগোলিক নির্দেশ পণ্য নিবন্ধন দেয়ার এখতিয়ার দেয় কোন সংস্থাকে?
উত্তর: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)।
১৪. হাম্বানটোটা (Hambantota) গভীর সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: শ্রীলংকা।
১৫. পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে?
উত্তর: শহীদ খাকান আব্বাসি।
১৬. ভারতের ১৩তম উপ-রাষ্ট্রপতি কে?
উত্তর: ভেঙ্কাইয়া নাইডু।
১৭. BIMSTEC'র দ্বিতীয় ও বর্তমান মহাসচিব কে?
উত্তর: এম শহীদুল ইসলাম (বাংলাদেশ)।
১৮. হামফ্রেইস (Humphreys) সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
উত্তর: দক্ষিণ কোরিয়া।
১৯. পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: খাজা মোহাম্মদ আসিফ।
২০. শ্রীলংকার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: তিলাক মারাপান্না।
২১. জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: তারো কোনো।
২২. জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্রের নাম কী?
উত্তর: Shatterhand।
২৩. A Golden age, The Good Muslim ও The Bones of Grace উপন্যাসগুলোর লেকক কে?
উত্তর: তাহমিমা আনাম।
২৪. নবম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৩-৫ সেপ্টেম্বর, ২০১৭খ্রি.
২৫. নবম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
উত্তর: জিয়ামেন (চীন)।
২৬. প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১০-১১ সেপ্টেম্বর, ২০১৭খ্রি.।
২৭. প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: আস্তানা (কাজাখস্তান)।
২৮. EIU'র ২০১৭ সালের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে ভালো শহর কোনটি?
উত্তর: মেলবোর্ন (অস্ট্রেলিয়া)।
২৯. EIU'র ২০১৭ সালের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় সবচেয়ে অনুপযোগী শহর কোনটি?
উত্তর: দামেস্ক (সিরিয়া)।
৩০. EIU'র ২০১৭ সালের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকায় 'ঢাকার' অবস্থান কততম?
উত্তর: ১৩৭তম।
৩১. The Golden House' উপন্যাসের লেখক কে?
উত্তর: সালমান রুশদি।
৩২. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৩৩. আমদানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৩৪. কৃষিপণ্য আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৩৫. লোহা ও ইস্পাত রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৩৬. লোহা ও ইস্পাত আমদানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৩৭. মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: জাপান।
৩৮. মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।ৱ
৩৯. বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৪০. বস্ত্র আমদানীতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৪১. বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: পঞ্চম।
৪২. পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৪৩. পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৪৪. পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: দ্বিতীয়।
৪৫. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
উত্তর: টোকিও।
৪৬. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ২৪ জুলাই - ৯ আগস্ট ২০২০।
৪৭. ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
উত্তর: প্যারিস।
৪৮. ৩৩তম গ্রীষ্মকারীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২-১৮ আগস্ট ২০২৪।
৪৯. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
উত্তর: লস অ্যাঞ্জেলেস
৫০. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৮ সালে।

No comments