BCS Preliminary: ব্যাংক নিয়ে কিছু কনফিউশন প্রশ্নের উত্তর
ব্যাংক নিয়ে কিছু কনফিউশন প্রশ্নের উত্তর
১। বাংলাদেশে মোট কতটি তফসিলি ব্যাংক রয়েছে?
= ৫৭টি। সর্বশেষ : সীমান্ত ব্যাংক । ৫৭ না থাকলে ৫৬ দিবেন । কারণ অর্থনৈতিক সমীক্ষা-২০১৭ তে ৫৬ টির কথা উল্লেখ রয়েছে
২।রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি ?
= ৬টি। অগ্রনী, সোনালি, জনতা, রুপালি, বেসিক, bdbl
৩।সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কয়টি?
= ২টি। রাকাব , বাংলাদেশ কৃষি । এদুটোতেই শুধু পেনশন পাওয়া যায়
৪। বাংলাদেশের ব্যাংক ও Stock exchange সেক্টর নিয়ন্ত্রণ করে কে?
= ফাইনান্স মিনিস্ট্রি বা অর্থ মন্ত্রাণালয় ।
৫। গ্রামীণ ব্যাংক কোন ধরণের ব্যাংক?
= উন্নয়ন ব্যাংক
৬।বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?
= ১০টি। সর্বশেষ : ময়মনসিংহ
১। বাংলাদেশে মোট কতটি তফসিলি ব্যাংক রয়েছে?
= ৫৭টি। সর্বশেষ : সীমান্ত ব্যাংক । ৫৭ না থাকলে ৫৬ দিবেন । কারণ অর্থনৈতিক সমীক্ষা-২০১৭ তে ৫৬ টির কথা উল্লেখ রয়েছে
২।রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি ?
= ৬টি। অগ্রনী, সোনালি, জনতা, রুপালি, বেসিক, bdbl
৩।সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কয়টি?
= ২টি। রাকাব , বাংলাদেশ কৃষি । এদুটোতেই শুধু পেনশন পাওয়া যায়
৪। বাংলাদেশের ব্যাংক ও Stock exchange সেক্টর নিয়ন্ত্রণ করে কে?
= ফাইনান্স মিনিস্ট্রি বা অর্থ মন্ত্রাণালয় ।
৫। গ্রামীণ ব্যাংক কোন ধরণের ব্যাংক?
= উন্নয়ন ব্যাংক
৬।বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?
= ১০টি। সর্বশেষ : ময়মনসিংহ
No comments