Search Here

Breaking News

BCS Preliminary Preparation: বাংলা সাহিত্য

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
বাংলা
১।জাগ্রত বাংলাদেশ" প্রবন্ধটির রচয়িতা কে?
- আহমেদ ছফা
২।রাজনীতির কবি ( Poet of Politics) বলা হয় কাকে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
 ৩ ।বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্থের নাম কি?
- ওঙ্কার সমগ্র
৪।বঙ্গবন্ধু "কবিতাটি কার?
- অন্নদাশঙ্কর রায়
৫।বঙ্গবন্ধুর সমাধিতে" কবিতাটি কার?
- সৈয়দ শামসুল হক
৬।" শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ " গ্রন্থটি কার?
- আহমেদ ছফা
৭।বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী ' ফরাসী ভাষায় অনুবাদ করেন কে?
- প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য
৮।'অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় সর্বশেষ অনুদিত হয়েছে?
= হিন্দি। মোট ৬টি।
৯।.ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুকে কি নামে আখ্যায়িত করেছেন? 
- মার্গদর্শক
১০। "আমরা বাংলাদেশী না বাঙালি"গ্রন্থটি কার?
- আব্দুল গাফফার চৌধুরী
১১।"Of Blood of Fire"গ্রন্থটি কার?
- জাহানারা ইমাম
১২। প্রতিরোধের প্রথম প্রহর" মুক্তিযুদ্ধ ভিত্তিক এই গ্রন্থের রচয়িতা কে?
= মেজর রফিকুল ইসলাম
১৩।"সুদীপ্ত শাহিন"কোন উপন্যাসের প্রধান চরিত্র?
- রাইফেল রোটি আওরাত ( আনোয়ার পাশা)
১৪."বালকের অভিমান " স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে রচিত উপন্যাসের লেখক কে?
- ইমদাদুল হক মিলন
১৫আখতারুজ্জামান ইলিয়াসের কোন উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত?
- চিলেকোঠার সেপাই
১৬। "বিদায় দে মা ঘুরে আসি" এই গ্রন্থটির রচয়িতা কে?
- জাহানারা ইমাম
১৭।পূর্ণ  স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা নাটকটি কার?
= শওকত ওসমান

১৮.বাংলায় সর্বপ্রথম শেক্সপিয়ারের নাটক অনুবাদ করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৯।বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- শর্মিষ্ঠা ( মাইকেল মধুসূদন দত্ত)
২০।বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র‍্যাজেডি কোনটি?
- কৃষ্ণকুমারী ( মাইকেল মধুসূদন দত্ত)

২১।বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক কে?
- প্রমথ চৌধুরী
২২  বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?
- কপালকুণ্ডলা ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
২৩।আধুনিক বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে?
- কায়কোবাদ
২৪।বাংলাসাহিত্যের প্রথম প্রহসন কোনটি?
- বুড়ো শালিকের ঘাড়ে রো ( মাইকেল মধুসূদন দত্ত)
 ২৫।বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
- প্যারীচাদ মিত্র
২৬।বাংলা সাহিত্যের প্রথম মুসলিম পদাবলীর স্রষ্টা কে?
= চাঁদ কাজী
২৭।বাংলা সাহিত্যে সঙ্গীত বিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি?
= রাগমালা( শেখ ফয়জুল্লাহ)
২৮।মীর মশাররফ হোসেন তার বসন্তকুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন?
- নওয়াব আব্দুল লতিফ
২৯ কোন পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে সাহিত্যচর্চা আরম্ভ করেন?
- মোসলেম ভারত
৩০কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- সাপ্তাহিক বিজলী
৩১।নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটির কোন কবিতা নিষিদ্ধ হয়েছিল?
- রক্তাম্বরধারিণী মা
৩২।"বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে" এই বিখ্যাত উক্তিটি কোন রচনা থেকে গৃহীত হয়েছে?
- পালামৌ ( সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩ ।বিন্দুবিসর্গ "কার আত্মজীবনী
- নীলিমা ইব্রাহিম
৩৪। "তৃণাঙ্কুর"কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩৫।দৈনিক সংবাদ পত্রিকায় "দেশপ্রেমিক ও বিশ্বকর্মা " ছদ্মনামে কে লিখতেন?
- শহীদুল্লাহ কায়সার
৩৬। "দয়মন্তী"কাব্যটি কার?
- বুদ্ধদেব বসু
৩৭। "শাপমোচন" নাটকটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।বাংলাসাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
- মহাশ্মশান( কায়কোবাদ)
৩৯।মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন?
- দেশ পত্রিকা
৪০।ডেলিসিয়া হত্যা গল্পটি কার?
- বেগম রোকেয়া
৪১। শিবপ্রসাদ রায় কার ছদ্মনাম?
- রাজা রামমোহন রায়
৪২ Garments গ্রন্থের লেখক কে?
- তাহমিমা আনাম
৪৩।হরপ্রসাদ শাস্ত্রী এর প্রকৃত নাম কি?
- শরৎনাথ ভট্টাচার্য

৪৪ ।মহামহোপাধ্যায় উপাধি কার?
- হরপ্রসাদ শাস্ত্রী
 ৪৫।চর্যাপদের বাঙালি রচয়িতা কে?
- শবরপা
৪৬। চর্যাপদের কোন পদকর্তার কোন পদ পাওয়া যায়নি?
- লাড়ীডোম্বী
৪৭।চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ২৩ নং পদ

৪৮। Mystic Poetry of Bangladesh গ্রন্থটির রচয়িতা কে?
- হাসনা মওদুদ

৪৯।জয়কুম রাজার লড়াই"গ্রন্থের রচয়িতা কে?
- সৈয়দ সুলতান
৫০।রসুল বিজয় কাব্যটি কে লিখেছেন?
= জয়নুদ্দিন
৫১।সাতনামা , নীতিশাস্ত্র বার্তা কে লিখেছেন ?
= কবি মোজাম্মেল হক
৫২।আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় কাকে?
- সমর সেন
৫৩।" কবিবল্লভ " উপাধিটি কার?
- নারায়ণ দেব
৫৪।তাতারী কোন উপন্যাসের মূল চরিত্র?
- ক্রীতদাসের হাসি ( শওকত ওসমান
৫৫ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি..... উক্তিটি কার?
- নির্মলেন্দু গুন
৫৬।'দরিয়া বিবি'কোন উপন্যাসের চরিত্র ?
- জননী ( শওকত ওসমান)
৫৭।কোন গ্রন্থের জন্য শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন?
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
৫৮।"সুরজিত নন্দী"কোন নাটকের মূল চরিত্র?
- নেমেসিস ( নুরুল মোমেন)
৫৯।"বিলকিস" কোন উপন্যাসের চরিত্র?
- নিষিদ্ধ লোবান ( সৈয়দ সামসুল হক)
৬০।স্বাধীনতার সুখ" কবিতাটি কার?
- রজনীকান্ত সেন
=====
আল্লাহ সব কিছু দেখেন জানেন । আল্লাহকে ভয় করুন ।

No comments