google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বাংলাদেশ_বিষয়াবলীঃ কৃষিজ, বনজ, প্রাণিজ - Job's Preparation BD

Search Here

বাংলাদেশ_বিষয়াবলীঃ কৃষিজ, বনজ, প্রাণিজ

বাংলাদেশ_বিষয়াবলীঃ কৃষিজ, বনজ, প্রাণিজ

১। বাংলাদেশের জাতীয় শতকরা কত ভাগ আসে কৃষি থেকে?

উত্তরঃ ৩০ শতাংশ।

২। বাংলাদেশের কত শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত?

উত্তরঃ ৭৫ শতাংশ।

৩। বাংলাদেশের মোট আবাদী জমির পরিমাণ কত?

উত্তরঃ ২ কোটি ১ লক্ষ ৫৭ হাজার একর।

৪। মাথাপিছু আবাদী জমির পরিমাণ কত?

উত্তরঃ ০.২৮ একর ।

৫। কৃষক প্রতি আবাদী জমির পরিমাণ কত?

উত্তরঃ একর ।

৬। সেচের আওতায় জমির পরিমাণ কত?

উত্তরঃ ১২ লাখ একর।

৭। চাষাবাদে সুবিধার্তে বাংলাদেশের ঋতুকে কত ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?

উত্তরঃ ২ ভাগে। ক) রবি ঋতু (শীতকালীন শষ্য; অক্টোবর- মার্চ), খ) খরিপ ঋতু (গ্রীষ্মকালীন শস্য; মার্চ-আগস্ট)

৮। কৃষি দিবস কবে?

উত্তরঃ ১লা অগ্রহায়ন।

৯। কৃষিশুমারি কতবার হয়?

উত্তরঃ ৪ বার। ১৯৭৭, ১৯৮৬, ১৯৯৭, ২০০৮ (পূর্ণাঙ্গ)

১০। দেশের বৃহত্তম কৃষি খামার কোথায়?

উত্তরঃ দত্তনগর কৃষি খামার (মহেশপুর, ঝিনাইদহ)

১১। BARI- Bangladesh Rice Research Institute কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭২ সালে গাজীপুরের জয়দেবপুরে।

১২। BINA- Bangladesh Institute of Nuclear Agriculture কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে এটি প্রতিষ্ঠিত হয়।

১৩। SAIC- SAARC Agricultural Information Centreকোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮৯ সালে ফার্মগেটে।

১৪। জাতীয় বীজ পরীক্ষকেন্দ্র কোথায়?

উত্তরঃ গাজীপুর।

১৫। আঞ্চলিক বীজ পরীক্ষকেন্দ্র কোথায়?

উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।

১৬। BADC কোথায়?

উত্তরঃ কাসিমপুর, গাজীপুর।

১৭। রাবার জোন কোথায়?

উত্তরঃ বাইশারি, গাজীপুর।

১৮। স্বর্ণা সার কে উদ্ভাবন করেন?

উত্তরঃ ড. আব্দুল খালেক (১৯৮৭ সালে)

১৯। হরিধান কে উদ্ভাবন করেন?

উত্তরঃ ঝিনাইদহের হরপিদ কাপালী।

২০। ফরমালিন পরীক্ষা কে করেন?

উত্তরঃ কৃষি বিজ্ঞানী ফারুক বিন হোসেন।

.
#ধান
২১। ধান উতপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ৪র্থ । প্রথম চীন।

২২। বাংলাদেশের সবচেয়ে বেশী ধান হয় কোথায়?

উত্তরঃ ময়মনসিংহ।

২৩। সর্বপ্রথম উফশী ধান কোনটি?

উত্তরঃ ইরি-৮।

২৪। মঙ্গার ধান কোনটিকে বলা হয়?

উত্তরঃ ব্রি-৩৩।

২৫। খরা সহিষ্ণু ধান কোনটিকে বলা হয়?

উত্তরঃ নারিকা-১।

২৬। ব্রাক কর্তৃক ভারত থেকে বাংলাদেশে আমদানীকৃত ধানের নাম কী?

উত্তরঃ আলোক-৬২০১।

২৭। সবচেয়ে বেশী ধানকল কোন জেলায়?

উত্তরঃ নওগাঁয়া।

২৮। কাটারিভোগ ধান পাওয়া যায় কোন জেলায়?

উত্তরঃ দিনাজপুর।

২৯। চাল ভেজালেই ভাত পাওয়া যায়?

উত্তরঃ অঘনিবোরা ধান।

৩০। আমন ধান কাটা হয় কবে?

উত্তরঃ জুলাই-আগস্ট । কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে(অগ্রহায়ণ-পৌষ মাসে) ।

#পাট

৩১। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল বলা হয় কোনটিকে?

উত্তরঃ পাট (সোনালী আঁশ বলা হয়)।

৩২। পাট রপ্তানীতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ প্রথম ।

৩৩। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কে?

উত্তরঃ ড. মাকুসুদুল আলম।

৩৪। বাংলাদেশের সবচেয়ে বেশী পাট উতপন্ন হয় কোন জেলায়?

উত্তরঃ ফরিদপুর।

৩৫। IJSG- International Jute Study Group কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ঢাকার ফার্মগেটে ২০০২ সালে।

৩৬। আদমজী পাটকল কবে চালু হয়?

উত্তরঃ ৩০ জুন, ১৯৫১ সালে।

৩৭। আদমজী পাটকল কবে বন্ধ হয়?

উত্তরঃ ৩০ জুন, ২০০২ সালে।

#চা

৩৮। বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায়?

উত্তরঃ সিলেটের মালনীপাড়ায়।

৩৯। বাংলাদেশে কত প্রকার চা উতপন্ন হয়?

উত্তরঃ ২ প্রকার । ক) কালো চা, খ) সবুজ চা।

৪০। চা বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৭৭ সালে।

৪১। চা গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৫৭ সালে।

৪২। বাংলাদেশে মোট চা বাগান কতটি?

উত্তরঃ ১৬৩ টি। সর্বাধিক ৯০ টি মৌলভীবাজারে।

৪৩। চা যাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

৪৪। বিশ্বের ১ম চা নিলামকেন্দ্র কোথায়?

উত্তরঃ আগ্রাবাদ, চট্টগ্রাম ।

৪৫। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায়?

উত্তরঃ শ্রীমঙ্গল।

৪৬। প্রথম অর্গানিক চা কোনটি?

উত্তরঃ মীনা চা (পঞ্চগড়)

#কিছু_উন্নত_ফসলের_জাত

৪৭। ধানঃ সোনার বাংলা-১, সুপার রাইস, হীরা, ময়না, ইরাটম, ত্রিশাইল, আশা, প্রগতি, হরি।

৪৮। গমঃ দোয়েল, বলাকা, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।

৪৯। টমেটোঃ মিন্টু, বাহার, মানিক, রতন, সিদুর, শ্রাবণী।

৫০। ভূট্টাঃ উত্তরন (ব্রাক), বর্ণালী, শুভ্রা।

৫১। সরিষাঃ অগ্রনী, সোনালী, সম্বল, দৌলত।

৫২। তামাকঃ সুমাত্রা, ম্যানিলা।

৫৩। তুলাঃ রূপালি, ডেলফাজ।

৫৪। মরিচঃ যমুনা।

৫৫। পুঁইশাকঃ সবুজ, চিত্রা।

৫৬। আলুঃ ডায়মন্ড, কার্ডনাল, সিন্দুরী।

৫৭। বাঁধাকপিঃ ড্রামহেড, গোল্ডেন ক্রস, গ্রীন এক্সপ্রেস।

৫৮। তরমুজঃ পদ্মা।

৫৯। বেগুনঃ ইওরা, শুকতারা, তারপুরী।

৬০। কলাঃ আগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীটজবা,অমৃতসাগর, চিনিচম্পা।

.
#বনজ_সম্পদঃ

৬১। বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?

উত্তরঃ ২.৫২ মিলিয়ন হেক্টর/২৫,০০০ বর্গকিলোমিটার।

৬২। বাংলাদেশের মোট আয়তনের তুলনায় বনের পরিমাণ কত শতাংশ?

উত্তরঃ সরকারি হিসেবে ১৭.৫০% এবং FAO এর হিসেবে ১০%।

৬৩। দেশের ভারসাম্য রক্ষায় বনের প্রয়োজন কত শতাংশ?

উত্তরঃ ২৫ শতাংশ।

৬৪। সবচেয়ে বেশী বনভূমি কোন বিভাগে?

উত্তরঃ চট্টগ্রাম বিভাগে (৪৩%), বাগেরহাট জেলায় জেলার হিসেবে।

৬৫। সবচেয়ে কম বনভূমি কোন বিভাগে?

উত্তরঃ রাজশাহী বিভাগে (২%)

৬৬। দেশের বৃহত্তম বনভূমি অঞ্চল -

উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।

৬৭। কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নাই?

উত্তরঃ ২৮ টি জেলায়।

৬৮। উপকূলীয় সবুজ বেষ্টনী দিয়ে বনাঞ্চল করা হয়েছে কতটি জেলায়?

উত্তরঃ ১০ টি জেলায়।

৬৯। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় বনভূমি রয়েছে কতটি জেলায়?

উত্তরঃ ০৭ টি জেলায়।

৭০। বাংলাদেশ অভয়ারণ্য কতটি রয়েছে?

উত্তরঃ ১৪ টি।

৭১। বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত?

উত্তরঃ ০.০২ হেক্টর।

৭২। বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৫৫ সালে।

৭৩। ফরেস্ট একাডেমী কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৬৪ সালে চট্টগ্রামে।

৭৪। জাতীয় বৃক্ষরোপন অভিযান এবং জাতীয় বন নীতি গৃহীত হয় কত সালে ?

উত্তরঃ গৃহীত হয় ১৯৭২ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।

৭৫। বাংলাদেশের প্রথম সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় কোথায়?

উত্তরঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় (১৯৮১)।

৭৬। বন সংরক্ষণ আইন প্রণীত হয় কবে?

উত্তরঃ বন আইন-১৯৯০ এবং বন আইন-২০০২।

৭৭। বাংলাদেশ পরিবেশনীতি ঘোষিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৯২ সালে।

৭৮। বৃক্ষ রোপনে সর্বোচ্চ পুরষ্কার কী?

উত্তরঃ প্রধানমন্ত্রী জাতীয় পুরষ্কার -১৯৯৩।

৭৯। BELA এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Bangladesh Environment Lawyers Association.

৮০। বাংলদেশের পরিবেশ আদালত কতটি এবং কী কী?

উত্তরঃ ৩ (তিন) টি। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

৮১। O3(ওজন) এর রং কী?

উত্তরঃ গাঢ় নীল।

৮২। বিশ্ব পরিবেশ দিবস কবে?

উত্তরঃ ৫ ই জুন।

৮৩। দেশে ব্যবহৃত কাঠের কত শতাংশ আসে সুন্দরবন থেকে?

উত্তরঃ ৬০% ।

৮৪। বাংলাদেশের উচ্চতম বৃক্ষের নাম কী এবং কোথায় পাওয়া যায়?

উত্তরঃ বৈলাম বৃক্ষ (২৪০ ফুট/৭৩.১৫ মিটার), সুন্দরবনে পাওয়া যায়।

৮৫। লুকিং গ্যাস ট্রি বলা হয় ?

উত্তরঃ সুন্দরী গাছ।

৮৬। সূর্যকন্যা বলা হয় কোন গাছকে?

উত্তরঃ তুলা গাছ (শিমুল গাছ)।

৮৭। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস কী/

উত্তরঃ বাঁশ।

#সুন্দরবন

৮৮। সুন্দরবনের মোট আয়তন কত?

উত্তরঃ ১০,০০০ বর্গকিলোমিটার (বাংলাদেশ + ইন্ডিয়া)।

৮৯। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

উত্তরঃ ২৪০০ বর্গমাইল বা ৬৪০০ বর্গকিলোমিটার (৬২%)।

৯০। সুন্দরবন কতটি জেলায় অবস্থিত ?

উত্তরঃ ০৫ (পাঁচ) টি জেলায়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,পটুয়াখালী, বরগুনা। মনে রাখার উপায়ঃ সাতক্ষীরা খুব বাগপটু।

৯১। সুন্দরবনের অন্যান্য নামগুলো কী কী?

উত্তরঃ বাদাবন/গরান বনভূমি/ম্যানগ্রোভ বন/টাইডাল বন/স্রোতজ বনভূমি/উপকূলীয় বন।

৯২। ইউনেস্কো সুন্দরবনকে কবে এবং কত বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?

উত্তরঃ ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

৯৩। বর্তমানে প্রাকৃতিক সপ্তাচার্যের তালিকায় সুন্দরবনের অবস্থান কততম?

উত্তরঃ ১৪ তম।

৯৪। সুন্দরবন দিবস কবে?

উত্তরঃ ১৪ ই ফেব্রুয়ারি।

৯৫। সুন্দরবনে অভয়ারণ্য কতটি?

উত্তরঃ ০৩ (তিন) টি। হিরণ পয়েন্ট, কটকা, আলক দ্বীপ।

৯৬। ০৭স (সাত) জন বীরশ্রেষ্ঠর নামে সাতটি পুকুর খনন করা হয় কোথায়/

উত্তরঃ সুন্দরবন। ত্

৯৭। সুন্দরবনের পশ্চিমদিক দিয়ে প্রবাহিত নদীর নাম কী?

উত্তরঃ রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা।

৯৮। সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে?

উত্তরঃ পাগমার্ক ও ক্যামেরা পদ্ধতিতে।

৯৯। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়/

উত্তরঃ চকোরিয়া, কক্সবাজার।

.
#বাংলাদেশের_মৎস্য ও প্রাণি সম্পদ

১০০। BLRI- Bangladesh Livestock Research Instituteকত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮৪ সালে ঢাকার সাভারে।

১০১। প্রজাপতি পার্ক কোথায়?

উত্তরঃ পতেঙ্গা, চট্টগ্রাম।

১০২। সরকারি মহিষ প্রজনন কেন্দ্র কোথায়?

উত্তরঃ ফকিরহাট, বাগেরহাট।

১০৩। ছাগল প্রজনন কেন্দ্র কোথায়?

উত্তরঃ টিলাগড়, সিলেট।

১০৪। গো-প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার কোথায়?

উত্তরঃ সাভার, ঢাকা।

১০৫। দেশের প্রথম গাধা প্রজনন কেন্দ্র কোথায়?

উত্তরঃ রাঙ্গামাটি।

১০৬। হরিণ প্রজনন কেন্দ্র কোথায়?

উত্তরঃ চকোরিয়া কক্সবাজার।

১০৭। সরকারি কুমির প্রজনন কেন্দ্র কোথায়?

উত্তরঃ করমজল, সুন্দরবন (২০০২)।

১০৮। বেসরকারি কুমির খামার কোথায়?

উত্তরঃ ভালুকা, ময়মনসিংহ।

.
মোঃ ফারুক হোসেন, Md Zakir Hossain

No comments