Search Here

Breaking News

বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 9)

Part – 2
*********************
তারিখ : //১৭
বোর্ড : বিজ্ঞ সমর চন্দ্র পাল স্যার
বিষয়: বাংলা (ঢাবি)
১৪ জনের সিরিয়ালে ৮ম
১৫ মিনিট
অনুমতি+ সালাম + ধন্যবাদ জানালাম
চে. স্যার: পড়েছ বুলবু্ল কলেজে। তিনি কে ছিলেন? (পেরেছি)
তার বাড়ি পাবনার কোথায়? (পারি নাই)
.
চে. সুজানগরে আমাকে কী দেখতে আমন্ত্রণ জানাবে? 
আমি: পদ্মা নদী, মানসিক হাসপাতাল বলতেই চে. স্যার বললেন আমাকে হাসপাতালে ভর্তি করে দেবে নাকি? (হাসাহাসি সকলে)...
জোড় বাংলা মন্দির, হিন্দু মেলা বলতেই চে. স্যার ধরে বসলেন। হিন্দু মেলা তো ব্রিটিশ আমলে হত। 
আমি বেলতলার দুর্গা পূজা বলতেই স্যার বললেন ওটা তো সার্বজনীন। (তাল মেলালাম আমি)
এক্স মেম : পড়েছ তো ঢাবিতে। আধুনিক কোন কোন কবির কবিতা পড়েছ? (উত্তর দিলাম)
তাদেরকে কী বলা হয়? (ত্রিশোত্তর কবি/ পঞ্চপাণ্ডব বললাম)
তারা কী করতে চেয়েছিলেন? পেরেছেন কি- না?( না। বললাম)
মেম: রবীন্দ্রনাথের কোন গ্রন্থে এর বিরুদ্ধে প্রতিবাদ আছে?(পুনশ্চ/ শেষের কবিতা বললাম)
মেম: "শেষের কবিতা" তো একটা বড় কবিতা তাই না? (আমি হাসি দিয়ে উত্তর দিলাম) 
-
শেষের কবিতাটা আবৃত্তি কর.. (একটু একটু বললাম)
শেষ দুই লাইন বলতে বললেন।( বললাম)
চে. স্যার বললেন এর একটা জনপ্রিয় আবৃত্তি ভিডিও ক্লিপ আছে। সেটা কার?( কাজী সব্যসাচী বলেছি। নেননি উত্তর)
এক্স : বাউলদের বৈশিষ্ট্য কী?(বললাম)
চর্যাপদের সাধকদের সাথে কী মিল আছে?(বলেছি)
সুফিবাদ কী? (বলেছি)
সুফি মতবাদের ৩টা গ্রন্থের নাম বল..( টা পেরেছি তবে রোমান্টিক পণয়োপাখ্যান বলে ধামাচাপা দিয়েছি)
আশেক- মাসুক তত্ত্ব কী? (পেরেছি)
শরিয়ত মারেফত কী?? ( পেরেছি)
(বি.দ্র. এক্স স্যার, আমাকে কাঠমোল্লা ভেবে বসেছে সম্ভবত)
চে. প্রমথ চৌধুরীর বাড়ি কোথায়?(বললাম)
-
এলাকার নাম?তার বাবার নাম? বাবা কী করতেন (পারি নাই) স্যার মায়ের নাম নিজেই বললেন... রবীন্দ্রনাথের পরিবারের সাথে সম্পর্ক চে. স্যার নিজেই বললেন..
এক্স মেম : শাহজাদপুরে গেছো? কুঠিবাড়ি ইত্যাদি...
বাপ্পী লাহিড়ির বাড়ি কোন এলাকায়?
এক্স মেম: একজন অভিনেত্রী আছেন? নাম?( সুচিত্রা সেন বললাম)
চে. খালি তাবলীগে যাও? ৪৫ দিন তাবলিগে থাকলে কলেজ চলবে কীভাবে?(আমি ইতিবাচক ব্যাখ্যা দিতে চেষ্টা করলাম যে, সুযোগ পেলে কখনো কখনো যাই। আর কলেজে তো অনেক ছুটি থাকে।)
চে. কোথায় কোথায় গেছ? 
আমি অনেক গুলো জেলার নাম বললাম।
চে. তুমি তো দেখছি কেরামত আলী। 
চেনো তাকে? (পারি নাই) স্যার তার জন্ম- মৃত্যু সব বললেন।
চে. পড়াতে পারবে তো?
আমি বললাম স্যার আমি বগুড়া ক্যান্ট. পাবলিকে আছি...
চে. তোমার কলেজ তো অনেক ভালো। বিসিএসেও তো শিক্ষকতাই। কেন আসবে?( বিসিএসের গুনগান মুখস্থ বললাম)
তাছাড়া বিসিএসে দূরে পোস্টিং দেবে...
আমি বললাম ভালোই হবে স্যার। দেশ ভ্রমণ করা হবে...
এক্স মেম: মেয়েদের হিজাব পড়তে বাধ্য করবে নাতো?
আমি : ক্যান্ট. পাবলিকের মেয়েদের আধুনিকতার কথা বললাম। বললাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক না....
চে. স্যার বেড়া ( পাবনার) আরো দুই জনের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেন। চিনি কি না?(পারি নাই)
সমর স্যারের বাড়ি কি পাবনা??
কেউ জানেন কি?
আমাকে মূলত পাবনার নাড়ি নক্ষত্র ধরেছে। বুঝলাম স্যার যেকোন কারণেই পাবনা নিয়ে জেনেছে...
চে. স্যার অবশেষে বিদায় জানালেন। আর বললেন, আগে নিজ জেলাকে ভালো করে জানতে হয়। তারপর অন্যকিছু...
আমি ধন্যবাদ সালাম জানিয়ে বিদায় নিলাম।
ক্যাডার পাই বা না পাই বোর্ডটাকে ভালো লেগেছে।
বোর্ড হাসিখুশি ইতিবাচক মনোভাবাপন্ন ছিল।
সবার প্রতি দোয়ার আবেদন রইলো।
রমজান মাস তো... 
ইতিবাচক ফল আসতেই পারে...

*********************
36th bcs viva experience
date: 04-06-2017
Board: Moklesur Rahman sir
Duration: 21 min(board a highest
https://www.facebook.com/images/emoji.php/v9/f40/1/16/1f62d.png😭)
Sub: Philosophy (subjective)
First a permission niye dhuke salam dilam.
boste bolle boslam.
chairman sir: your name?
2.shadhinotar ghosok k?....answered.
3.ata songbidhaner kothay ache?... bollam 150(2)...6 no.tofsil... but onk pecaichen.
4.songbidhan songsodhon kora jabena ata kothay ache?.... bollam 7 no.a......answer nilona. Bollam 142 a.bollen akhane kora jabe likha ache.
5.bongobhaboner samner statue er name ki?
Sthopoti k?.......bollam janina sir.
6.primeminister er office er samner statue dekhsi kina?
Name ki?
Sthipoti k?........bollam sorry sir.
7.subcontinent er first mohila speaker er name?........ sorry bolechi.
8.Bangladesh er present speaker?....... answered but doctor na bolate sir lojja dilen.
9. Kototomo speaker?... jana sotteo nervous hoye bolsi 20th....!!!!
10.admin to tmr first choice na? Ok then tell me if we appointed u as asst commissioner how will u maintain commuinal harmony with a asst police super as ur same rank?
(Akash theke porlam.https://www.facebook.com/images/emoji.php/v9/fab/1/16/1f630.png
😰... amta amta kore kichu bolar por sir onno question a cole galen)
11.administration koto prokar?.... answered.
12.field administration details..... answered
13.central administration er prokar.,,ki ki ase?....answered.
13.odhidoptor koyta? Socibaloy koyta?
Sobgular name bolo?...... number bolechi but name bolte parini. Sorry bole disi...
Ai ber external 1 mam.......subjective start korlen.
14.existensialism ki?
15.koyek jon Ai type er philosopher er name bolo....?
16.tara kon dharar?.....
17.akjon astik ostithobadir name bolo?
18.osthitto sersottar purbogami k bolse?
19.osthitto ki? Sersotta ki? Konta age?
Keno agge? Explain koro?
20.Jean Paul sartre er akti book er name bolo?
21."be a man " k bolse?
Aiber external2 mam start korlen.....
22.theory of evolution er motobad somuho ki ki?
22.mechanical and teleological theory er modde differences ki ki?
23.kant er ethics details.......
24.kant er book somoho name bolo?
25.critique of practical reason er subject matters?
26.kant er universal law gula?
27.kant er law ki tmkeo include korbe?
28.about freedom of will???
Subjective 2ta chara baki sob perechi but first er dike chairman sir er part tuku valo hoyni.
janina Allah kopale ki rakhsen..
mon khub kharap... admin theke keno ask korbe?
Janina ei experience karo kaje asbe kina but group er proti kritoggota niye post korlam.
pass korbo kina experienced ra motamot diben.
Sobai doaa korben.
Allah amader sober moner asha puron korun.


*********************
ভাইভা অভিজ্ঞতা (sorry for late)
বোর্ড : কামরুেন্নেছা খানম
সময় : আমার কাছে মনে হইছে মিনিট (বেশি হতে পারে)
সাবজেক্ট : সমাজকল্যাণ
আমি : আসতে পারি
চে : বস,সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে বসলাম।
চে : তুমি তো অমুক, বাড়ি কোথায়?
চে : Express your Academic Background in English?
চে : আচ্ছা মুজিব নগর সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন?
আমি : লে. কর্নেল আব্দুর রব বললাম, ম্যাডাম উত্তর নেননি, পরে এমএজি ওসমানী বলাতে উত্তর নিলেন।
চে : আচ্ছা মুিজবনগর সরকারের প্রথম বার যে গার্ড অব অনার প্রদান করা হয়েছে সে সম্পর্কে আমরা সবাই জানি, দ্বিতীয়বার গার্ড অব অনার প্রদান করা হয় কার নেতৃত্বে?
আমি : সরি ম্যাডাম, প্রথমবারের টা পারি। দ্বিতীয়বারের টা পারি না।
চে : প্রথমবারের কথা তো সবার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে আসছ? দ্বিতীয়বারের টা বল?
আমি : সরি ম্যাডাম।
এক্সটার্নাল : আচ্ছা তুমি কি রাজনীতি কর? তোমার বাড়ি কানাইঘাট? কানাইঘাট কী (একটি রাস্তার নাম বলে) ওই রাস্তা দিয়ে যেতে হয়? 
আমি : এখানে কতক্ষণ প্রাণ খুলে গল্প হলো? ম্যাডামও সেই গল্পে শরীক হলেন? কিছুক্ষণ বিছনাকান্দি, জাফলং, রাতারগুল জলাবন, লোভামুখ ইত্যাদি নিয়ে গল্প চললো?
অতপর এক্সটার্নাাল মিলে কিছুক্ষণ সাবজেক্ট থেকে প্রশ্ন করলেন। কিছু পারছি, কিছু জায়গায় সরি বলছি।
এইবার ম্যাডাম বললেন, ছেলেটা চেষ্টা করছে, এবার ছেড়ে দেন। অতপর ধন্যবাদ সালাম জানিয়ে প্রস্থান।
(নোট : সবাই বলে ম্যাডাম নাকি ঝাড়ি দেন। তবে অনেক কিছু না পারার পরও কোনো ঝাড়ি খাইনি। সরাসরি সরি বলেছি, আমতা আমতা করিনি)


No comments