বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 9)
Part – 9
*********************
তারিখঃ ২৯/০৫/২০১৭
বোর্ডঃ কামরুন্নেসা খানম ম্যাডাম
ক্রমঃ ৬/১৫
সময়ঃ ১০ মিনিট
বিষয়ঃ ইংরেজি; জাতীয় বিশ্ববিদ্যালয়
পছন্দক্রমঃ পুলিশ > সা শিক্ষা > প্রশাসন > আনসার
তারিখঃ ২৯/০৫/২০১৭
বোর্ডঃ কামরুন্নেসা খানম ম্যাডাম
ক্রমঃ ৬/১৫
সময়ঃ ১০ মিনিট
বিষয়ঃ ইংরেজি; জাতীয় বিশ্ববিদ্যালয়
পছন্দক্রমঃ পুলিশ > সা শিক্ষা > প্রশাসন > আনসার
ম্যাডামঃ
: Introduce your mother & father.
: Tell your educational results.
: Are you in any job?
: What's your first choice?
: Why ( Why বলার পর এই বাক্যটা বললেন don't mention dress, salary, social status; we know these)
: পুলিশের ইমেজ বৃদ্ধি করার জন্য আপনি কি করবেন?
-- জনসাধারণের উপকারে এগিয়ে যাবো। কমিউনিটি পুলিশিং আরো কার্যকর করার জন্য জনসাধারণকে সম্পৃক্ত করবো। সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনকল্যাণমূলক লেখালেখি করে জনগণের প্রকৃত বন্ধু হবার চেষ্টা করবো।
: ধরো, আমি (এক্সটার্নাল স্যারকে দেখিয়ে) এই কলমটা উনার অলক্ষ্যে, বিনা অনুমতিতে নিলাম। আমি কি কোন অপরাধ করলাম?
-- জ্বি, ম্যাডাম এটা একপ্রকার অপরাধ।
: কেমন অপরাধ?
-- এটা একপ্রকার চুরি।
: তাহলে আমি চোর? আচ্ছা, এখন আমার কি শাস্তি হবে?
-- স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আপনার জেল জরিমানা হতে পারে।
: কিসের ভিত্তিতে শাস্তি হবে?
-- প্রথমে CrPC বলেছিলাম।
এক্স স্যার বললেন CrPC মানে কি?
--বললাম
(ম্যাডাম ধমক দিয়ে বললেন, জানলে বল- না জানলে বানায়া বলবা না। তোমাকে আর সময় দেবো না)
পরক্ষণেই বললাম- বাংলাদেশ দন্ডবিধি অনুসারে।
: কোন ধারা?
-- সরি ম্যাডাম।
: Introduce your mother & father.
: Tell your educational results.
: Are you in any job?
: What's your first choice?
: Why ( Why বলার পর এই বাক্যটা বললেন don't mention dress, salary, social status; we know these)
: পুলিশের ইমেজ বৃদ্ধি করার জন্য আপনি কি করবেন?
-- জনসাধারণের উপকারে এগিয়ে যাবো। কমিউনিটি পুলিশিং আরো কার্যকর করার জন্য জনসাধারণকে সম্পৃক্ত করবো। সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনকল্যাণমূলক লেখালেখি করে জনগণের প্রকৃত বন্ধু হবার চেষ্টা করবো।
: ধরো, আমি (এক্সটার্নাল স্যারকে দেখিয়ে) এই কলমটা উনার অলক্ষ্যে, বিনা অনুমতিতে নিলাম। আমি কি কোন অপরাধ করলাম?
-- জ্বি, ম্যাডাম এটা একপ্রকার অপরাধ।
: কেমন অপরাধ?
-- এটা একপ্রকার চুরি।
: তাহলে আমি চোর? আচ্ছা, এখন আমার কি শাস্তি হবে?
-- স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আপনার জেল জরিমানা হতে পারে।
: কিসের ভিত্তিতে শাস্তি হবে?
-- প্রথমে CrPC বলেছিলাম।
এক্স স্যার বললেন CrPC মানে কি?
--বললাম
(ম্যাডাম ধমক দিয়ে বললেন, জানলে বল- না জানলে বানায়া বলবা না। তোমাকে আর সময় দেবো না)
পরক্ষণেই বললাম- বাংলাদেশ দন্ডবিধি অনুসারে।
: কোন ধারা?
-- সরি ম্যাডাম।
এক্স ১ঃ
: আজ কোন আন্তর্জাতিক দিবস?
-- জানিনা স্যার
(স্যার, বললেন পুলিশে আসবা আর জান না)
উনি বললেন আজ শান্তি মিশন........
: কোন পদে যোগদান করবা?
: কি কাজ করবা?
: আজ কোন আন্তর্জাতিক দিবস?
-- জানিনা স্যার
(স্যার, বললেন পুলিশে আসবা আর জান না)
উনি বললেন আজ শান্তি মিশন........
: কোন পদে যোগদান করবা?
: কি কাজ করবা?
এক্স ২ঃ
: একটি জেলায় পুলিশের কে কে থাকেন? উপর থেকে বল?
-- এখানে SP পর ASP>OC>I>SI>ASI>হাবিলদার>নায়েক>কনস্টেবল
স্যার বললেন, SP আর ASP মাঝে কেউ থাকে না?
-- সরি, স্যার। ভুল হয়েছে। আবার নিচ থেকে বলি স্যার? সম্মতি দিলেন মাঝখানে Senior ASP>Add. SP যোগ করে দিলাম।
:আর স্যার বললেন, তুমি কি সিওর OC থাকে।
--স্যার, OC থানায় থাকে এটা আমি সিওর কিন্তু জেলায় থাকে কি না ঠিক বলতে পারছি না।
: একটি জেলায় পুলিশের কে কে থাকেন? উপর থেকে বল?
-- এখানে SP পর ASP>OC>I>SI>ASI>হাবিলদার>নায়েক>কনস্টেবল
স্যার বললেন, SP আর ASP মাঝে কেউ থাকে না?
-- সরি, স্যার। ভুল হয়েছে। আবার নিচ থেকে বলি স্যার? সম্মতি দিলেন মাঝখানে Senior ASP>Add. SP যোগ করে দিলাম।
:আর স্যার বললেন, তুমি কি সিওর OC থাকে।
--স্যার, OC থানায় থাকে এটা আমি সিওর কিন্তু জেলায় থাকে কি না ঠিক বলতে পারছি না।
ম্যাডাম আমাকে ছেড়ে দিতে বলেলন।
( সন্তুষ্ট করার মতো তেমন কিছুই বলতে পারিনি। আমার ২য় শিক্ষা ছিলো। খুব করে চাচ্ছিলাম লিটারেচার থেকে প্রশ্ন করুক। প্রস্তুতি ভালোই ছিলো। তাহলে হয়ত ইম্প্রেস করতে পারতাম।)
*********************
অনেক দিনের সাধনা সাঙ্গ হলো!
৩৬ তম বিসিএস ভাইভা
তারিখ:২৯-০৫-২০১৭
বোর্ড:বিজ্ঞ মোখলেসুর রহমান স্যার
সিরিয়াল: প্রথম
বিষয়:পদার্থবিদ্যা
সময়:১০-১২ মিনিট
আমি: অনেক কষ্টে দরজা খুলে, আসতে পাড়ি স্যার?
চে: আসো
আমি:কাছে গিয়ে সালাম দিলাম
চে:বসো
আমি: বসে ধন্যবাদ দিলাম
চে:গোলাম মোস্তফা, লালমনিরহাট, পদার্থবিদ্যা, ১ম চয়েস প্রশাসন, ১১তম শিক্ষা!
আমি:জ্বী স্যার
চে: স্বাধীনতার ঘোষক কে?
আমি:,,,,,
চে:সংবিধানের কোথায় আছে?
আমি:,,,,,
চে: সংবিধান অনুসারে রাষ্ট্রীয় সীমানা কীরুপ?
আমি:,,,,
চে:আলোর প্রতিসরণ কী?
আমি:,,,,
চে:বর্ণালি কী?
আমি:,,,,
চে:পরিপুরক বর্ণ কী?
আমি:,,,,
এক্স১: আপনি রিয়্যাক্টর ফিজিক্স পড়ছেন, বলেন দেখি চেইন বিক্রয়া কী?
আমি:,,,,,,
এক্স১:উদাহরণ
আমি:
এক্স২:জেলা প্রশাসককে কি নামে ডাকা হয়?
আমি:,,,
এক্স২:কালেক্টর হিসেবে তাঁর কাজ কী?
আমি: ,,,,,
এক্স২:ভূমি রাজস্ব আদায়ের একটা সুন্দর নাম দেয়া হয়েছে, কি নাম?
আমি:,,,,
এক্স১: জাতীয় তথ্য বাতায়ন কী?
আমি:,,,,,
এক্স১:ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নাম কী?
আমি:,,,,,
এক্স১:জেলা তথ্য সেবা কেন্দ্রের নাম কী?ওখানে কী কী সেবা দেয়া হয়?ওখান থেক কি মুক্তি যুদ্ধের ইতিহাস জানা যায়?
আমি:,,,,,,
চে: If u will appointed as an Ast. commissionar, there u will have many bcs cadres, such as circle asp, agriculture officer, they r anti party, how will u continue harmonic relation with them?(স্যার এতো ধীরে বলছিলেন যে শুনতেই পাচ্ছিলাম না! )
আমি:,,,,
এক্স১:আচ্ছে, coordination এর নাম শুনেছেন?
চে:ছেড়ে দেন, ও আসুক!
এক্স১:আচ্ছা যান
চে:সার্টিফিকেট গুলো নিয়ে যাও।
আমি: কাগজগুলো নিয়ে সালাম দিয়ে বেড়িয়ে এলাম।
মাঝে 2/1 টা ছোটখাটো প্রশ্ন ছিল, বেস কিছু উত্তর পাড়ি নাই
:(
জানিনা আল্লাহ কপালে কী রাখছে, দোয়া চাই সকলের
৩৬ তম বিসিএস ভাইভা
তারিখ:২৯-০৫-২০১৭
বোর্ড:বিজ্ঞ মোখলেসুর রহমান স্যার
সিরিয়াল: প্রথম
বিষয়:পদার্থবিদ্যা
সময়:১০-১২ মিনিট
আমি: অনেক কষ্টে দরজা খুলে, আসতে পাড়ি স্যার?
চে: আসো
আমি:কাছে গিয়ে সালাম দিলাম
চে:বসো
আমি: বসে ধন্যবাদ দিলাম
চে:গোলাম মোস্তফা, লালমনিরহাট, পদার্থবিদ্যা, ১ম চয়েস প্রশাসন, ১১তম শিক্ষা!
আমি:জ্বী স্যার
চে: স্বাধীনতার ঘোষক কে?
আমি:,,,,,
চে:সংবিধানের কোথায় আছে?
আমি:,,,,,
চে: সংবিধান অনুসারে রাষ্ট্রীয় সীমানা কীরুপ?
আমি:,,,,
চে:আলোর প্রতিসরণ কী?
আমি:,,,,
চে:বর্ণালি কী?
আমি:,,,,
চে:পরিপুরক বর্ণ কী?
আমি:,,,,
এক্স১: আপনি রিয়্যাক্টর ফিজিক্স পড়ছেন, বলেন দেখি চেইন বিক্রয়া কী?
আমি:,,,,,,
এক্স১:উদাহরণ
আমি:
এক্স২:জেলা প্রশাসককে কি নামে ডাকা হয়?
আমি:,,,
এক্স২:কালেক্টর হিসেবে তাঁর কাজ কী?
আমি: ,,,,,
এক্স২:ভূমি রাজস্ব আদায়ের একটা সুন্দর নাম দেয়া হয়েছে, কি নাম?
আমি:,,,,
এক্স১: জাতীয় তথ্য বাতায়ন কী?
আমি:,,,,,
এক্স১:ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নাম কী?
আমি:,,,,,
এক্স১:জেলা তথ্য সেবা কেন্দ্রের নাম কী?ওখানে কী কী সেবা দেয়া হয়?ওখান থেক কি মুক্তি যুদ্ধের ইতিহাস জানা যায়?
আমি:,,,,,,
চে: If u will appointed as an Ast. commissionar, there u will have many bcs cadres, such as circle asp, agriculture officer, they r anti party, how will u continue harmonic relation with them?(স্যার এতো ধীরে বলছিলেন যে শুনতেই পাচ্ছিলাম না! )
আমি:,,,,
এক্স১:আচ্ছে, coordination এর নাম শুনেছেন?
চে:ছেড়ে দেন, ও আসুক!
এক্স১:আচ্ছা যান
চে:সার্টিফিকেট গুলো নিয়ে যাও।
আমি: কাগজগুলো নিয়ে সালাম দিয়ে বেড়িয়ে এলাম।
মাঝে 2/1 টা ছোটখাটো প্রশ্ন ছিল, বেস কিছু উত্তর পাড়ি নাই

জানিনা আল্লাহ কপালে কী রাখছে, দোয়া চাই সকলের
*********************
১০.৪.১৭
বোর্ড: আনোয়ারা ম্যাডাম
সময়: ১০ মিনিট
সাবজেক্ট: IR
চয়েস: প্রশাসন
বোর্ড: আনোয়ারা ম্যাডাম
সময়: ১০ মিনিট
সাবজেক্ট: IR
চয়েস: প্রশাসন
এক্সটার্নাল১: তুমি তো appered certificate দিয়ে রিটেন দিছ,, appered certificate আনছ?
আমি: হ্যা, স্যার
চেয়ারম্যান: তোমার বাড়ি রাংগুনিয়া,,,রাংগুনিয়া কেন বিখ্যাত বল
আমি: পাহাড়বেষ্টিত, দক্ষিণ এশিয়ার একমাত্র এভিয়ারি পার্ক আছে
ম্যাডাম: না, আরেকটা কারন আছে,,,কি সেটা,,কারো মাজার ছিল?
আমি: জ্বি,ম্যাডাম, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যা করে রাংগুনিয়ায় কবর দেওয়া হয়,,,, কবর দেওয়ার সময় একজন দেখেছিল বাট কাকে কবর দিচ্ছে সেটা সে জানেনা,,,
ম্যাডাম: লোকটার নামি কি?
আমি: আব্দুর রহমান
ম্যাডাম: উনি কে ছিলেন?
আমি: সাধারন পাবলিক
ম্যাডাম: তারপর কি করছে জিয়াউর রহমানকে?
আমি: মানুষ টা সকাল ৯ টায় রাংগুনিয়া থানায় খবর দিলে পুলিশ এসে কবর খনন করে দেখে সেটা জিয়াউর রহমান
ম্যাডাম: পুলিশ তখন কি করে?
আমি: উর্দ্ধতন কর্তৃপক্ষকে খবর দেয় এবং লাশ ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
এক্স: তখন ক্ষমতায় কে ছিল?
আমি: জিয়া
ম্যাডাম: কোন দল?
আমি: বিএনপি
এক্স: জিয়াকে ঢাকায় কোথায় কবর দেওয়া হয়?
আমি: সংসদ ভবনের সামনে
এক্স: সংসদ ভবনের স্থপতি কে?
আমি: স্তপতি লুই আই কান
এক্স: উনার পরিকল্পনায় জিয়ার কবর ছিল এ এরিয়ায়
আমি: না,ছিলনা
এক্স: তাইলে কি কবর সরিয়ে ফেলা উচিত?
আমি: জ্বি,স্যার
এক্স: কিন্তু উনি তো দেশের প্রেসিডেন্ট ছিল?
আমি: প্রেসিডেন্ট থাকলেই যে ওখানে কবর দিতে হবেবে, এরকম কিছু নাই স্যার
এক্স: উনার পাশে আরো দুজনের কবর আছে, নাম কি তাদের?
আমি: জানিনা স্যার
এক্স: তাদের কবরও সরিয়ে ফেলা উচিত?
আমি: জ্বি,স্যার
এক্স: স্যার তখন হাসছেন,((মনে হল ভুল আন্সার দিছি))
এক্স: তুমি এক্সট্রা কি কর?
আমি: ক্রিকেট খেলি
এক্স: কই খেল?
আমি: গ্রামের বিভিন্ন টুর্ণামেন্টে
এক্স: আইপিএল দেখ?
আমি: দেখি তবে এবার একটা ম্যাচও দেখিনি এখনো
এক্স: দ্যা ফিজ কে কোন টিমে খেলছে?
আমি: সানরাইজার্স হায়দ্রাবাদ
এক্স: আর অন্যজন?
আমি: সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে
ম্যাডাম: আচ্ছা, তুমি তো IR এর স্টুডেন্ট,,, International Law এর source বল
আমি: আন্তর্জাতিক কনভেনশন, বিভিন্ন দেশের মধ্যকার চুক্তি.....
ম্যাডাম: বাফার স্টেট কি?
আমি: দুইটি অপেক্ষাকৃত শক্তিশালী দেশের মধ্যকার ছোট ও অপেক্ষাকৃত কম শক্তিশালী রাস্ট্র যা দুই দেশের বৈরী সম্পর্ক কমাতে পারে
ম্যাডাম: উদাহরন
আমি: জার্মানী ও ফ্রান্সের মধ্যকার বেলজিয়াম
ম্যাডাম: তাদের মধ্যে যুদ্ধ কখন হয়েছিল?
আমি: অষ্টাদশ শতাব্দির প্রায় সময়।
ম্যাডাম এক্স কে বললেন, আপনি কিছু জিজ্ঞেস করবেন? উনি বললেন, না।
ম্যাডাম: যাও, তাইলে
আমি: হ্যা, স্যার
চেয়ারম্যান: তোমার বাড়ি রাংগুনিয়া,,,রাংগুনিয়া কেন বিখ্যাত বল
আমি: পাহাড়বেষ্টিত, দক্ষিণ এশিয়ার একমাত্র এভিয়ারি পার্ক আছে
ম্যাডাম: না, আরেকটা কারন আছে,,,কি সেটা,,কারো মাজার ছিল?
আমি: জ্বি,ম্যাডাম, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যা করে রাংগুনিয়ায় কবর দেওয়া হয়,,,, কবর দেওয়ার সময় একজন দেখেছিল বাট কাকে কবর দিচ্ছে সেটা সে জানেনা,,,
ম্যাডাম: লোকটার নামি কি?
আমি: আব্দুর রহমান
ম্যাডাম: উনি কে ছিলেন?
আমি: সাধারন পাবলিক
ম্যাডাম: তারপর কি করছে জিয়াউর রহমানকে?
আমি: মানুষ টা সকাল ৯ টায় রাংগুনিয়া থানায় খবর দিলে পুলিশ এসে কবর খনন করে দেখে সেটা জিয়াউর রহমান
ম্যাডাম: পুলিশ তখন কি করে?
আমি: উর্দ্ধতন কর্তৃপক্ষকে খবর দেয় এবং লাশ ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
এক্স: তখন ক্ষমতায় কে ছিল?
আমি: জিয়া
ম্যাডাম: কোন দল?
আমি: বিএনপি
এক্স: জিয়াকে ঢাকায় কোথায় কবর দেওয়া হয়?
আমি: সংসদ ভবনের সামনে
এক্স: সংসদ ভবনের স্থপতি কে?
আমি: স্তপতি লুই আই কান
এক্স: উনার পরিকল্পনায় জিয়ার কবর ছিল এ এরিয়ায়
আমি: না,ছিলনা
এক্স: তাইলে কি কবর সরিয়ে ফেলা উচিত?
আমি: জ্বি,স্যার
এক্স: কিন্তু উনি তো দেশের প্রেসিডেন্ট ছিল?
আমি: প্রেসিডেন্ট থাকলেই যে ওখানে কবর দিতে হবেবে, এরকম কিছু নাই স্যার
এক্স: উনার পাশে আরো দুজনের কবর আছে, নাম কি তাদের?
আমি: জানিনা স্যার
এক্স: তাদের কবরও সরিয়ে ফেলা উচিত?
আমি: জ্বি,স্যার
এক্স: স্যার তখন হাসছেন,((মনে হল ভুল আন্সার দিছি))
এক্স: তুমি এক্সট্রা কি কর?
আমি: ক্রিকেট খেলি
এক্স: কই খেল?
আমি: গ্রামের বিভিন্ন টুর্ণামেন্টে
এক্স: আইপিএল দেখ?
আমি: দেখি তবে এবার একটা ম্যাচও দেখিনি এখনো
এক্স: দ্যা ফিজ কে কোন টিমে খেলছে?
আমি: সানরাইজার্স হায়দ্রাবাদ
এক্স: আর অন্যজন?
আমি: সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে
ম্যাডাম: আচ্ছা, তুমি তো IR এর স্টুডেন্ট,,, International Law এর source বল
আমি: আন্তর্জাতিক কনভেনশন, বিভিন্ন দেশের মধ্যকার চুক্তি.....
ম্যাডাম: বাফার স্টেট কি?
আমি: দুইটি অপেক্ষাকৃত শক্তিশালী দেশের মধ্যকার ছোট ও অপেক্ষাকৃত কম শক্তিশালী রাস্ট্র যা দুই দেশের বৈরী সম্পর্ক কমাতে পারে
ম্যাডাম: উদাহরন
আমি: জার্মানী ও ফ্রান্সের মধ্যকার বেলজিয়াম
ম্যাডাম: তাদের মধ্যে যুদ্ধ কখন হয়েছিল?
আমি: অষ্টাদশ শতাব্দির প্রায় সময়।
ম্যাডাম এক্স কে বললেন, আপনি কিছু জিজ্ঞেস করবেন? উনি বললেন, না।
ম্যাডাম: যাও, তাইলে
আল্লাহু খায়রুর রাজেকিন
Post Comment
No comments