Search Here

Breaking News

BCS Preliminary Preparation : International Affairs

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
আন্তর্জাতিক বিষয়াবলী
১।জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় ও ধারা রয়েছে ?
= ১৯ টি অধ্যায় ও ১১১টি ধারা
২।বাংলাদেশ কত সালে UN Peace Building Commission এর ভাইস চেয়ারম্যান মনোনীত হয় ?
= ২০১৩
৩।আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে ?
= ২৯ মে
৪।জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কতটি ?
= ১৫
৫।আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন ?
= ৯
৬।৮০০ ডলারের উপরGDP যেসব দেশের সেসব দেশে ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের কোন সংস্থা ?
= IBRD
৭।IMF কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে ?
= SDR
৮।কত সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে ?
= ১৯৭২
৯।WTO সৃষ্টির ৮ বছরব্যাপী উরুগুয়ে রাউন্ড কখন হয়েছিল ?
= ১৯৮৬-১৯৯৪
১০।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য WTO এর সদস্য নয় ?
= রাশিয়া
১১। দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?
=১৯৬১ সালে।
১২।আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?
=৩ অক্টোবর, ১৯৯০।
১৩।১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?
=দ্বিতীয় ভার্সাই চুক্তি।
১৪।দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?
=নূরেমবার্গে।২০ নভেম্বর ,১৯৪৫।
১৫।ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?
=স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
১৬।কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
=বাস্তিল দূর্গ।
১৭।লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন?
=রুশো ও ভলটেয়ার।
১৮।/পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম কী?
-COMESA
১৯।দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের নাম কী ?
MERCOUSUR
২০।BCIM এর সদস্য কয়টি?
-৪
২১।অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন কোন তারিখ থেকে?
=১ জানুয়ারি ২০১৭
২২।ফিদেল ক্যাস্ত্রো মারা যান কবে?
=২৫ নভেম্বর ২০১৬
২৩।ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে ?
=১৪ শতাব্দীতে।
২৪।প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
=আনাতোলিয়া।
২৫।‘দি হলি সিটি কোনটিকে বলা হয় ?
=ভ্যাটিকান সিটি।
২৬।পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?
=আলবেনিয়া।
২৭।পান্না দ্বীপ কাকে বলা হয়?
আয়ারল্যান্ড
২৮।পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
=সুইডেন।
২৯। অর্থনীতিতে "নাজ থিওরির" প্রবর্তক কে?
=রিচার্ড থ্যালার
৩০।কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়?
=সানমেরিনো ( নোট: সম্প্রতি বাংলাদেশ সানমেরিনো সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে , এটি ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র)
৩১। কে কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?
=লেনিন, ১৭ এপ্রিল, ১৯১৭।
৩২।মুসোলিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন। ?
= ইতালির
৩৩।কুখ্যাত "ইনসেন" কারাগার কোথায়?
= মায়ানমার।
৩৪।CEDAW সনদ কার্যকর হয় কবে থেকে ?
= ১৯৮৯
৩৫।কিছু বিরোধপূর্ণ স্থান ও দ্বীপপুঞ্জ
মংডু
=বাংলাদেশ ও মায়ানমার।
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
► পেরেজিল বা লায়লা দ্বীপ---- স্পেন ও মরক্কো
►প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
ইমফাল — ভারত ও মায়ানমার
► লাদাখ — জম্মু কাশ্মীর ও চীন
স্প্রাটলি দ্বীপপুঞ্জ — ভিয়েতনাম ও চীন

No comments