Search Here

Breaking News

BCS Preliminary Preparation: আপনি জানেন কি????

১.'বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক' সুপ্রিম কোর্ট এই রায় প্রকাশ করে ?
--২১ জুন ২০০৯ সালে।
 ২।পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয় কবে?
- 1969 5 dec
 ৩।২৬ মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে থেকে?
 --1980
৪। বঙ্গবন্ধু কত সালে গণপরিষদের অধিবেশন আহ্বান করেন ?
 - ১০ এপ্রিল ১৯৭২। গণপরিষদের মোট আসন ছিল ৪০৩টি। এই অধিবেশনেই ড. কামাল কে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা । যার একমাত্র মহিলা সদস্য রাজিয়া খাতুন।
 ৫।মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণা পত্র পাঠ করেন?
 -- অধ্যাপক ইউসুফ আলী।
৬।মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
 --মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
৭।জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
 -- ১৮ এপ্রিল, ১৯৭১।
৮।বাংদেশে প্রথম কোন দেশে পোশাক রপ্তানি করে ?
 - ফ্রান্সে (বর্তমানে যুক্তরাষ্ট্রে বেশি। রপ্তানিতে ২য় । প্রথম চীন )
৯। বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ?
 - জাগো হুয়া সাভেরা (পদ্মা নদীর মাঝি )
 ১০। বাংলাদেশের সর্ববৃহত্ প্রকল্প / স্থাপনা কোনটি ?
- মাতারবাড়ির কয়লাভিত্তিক প্রকল্প। যেখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুত উত্পন্ন হবো।
১১ । সম্প্রতি বাংলাদেশের কোন জিনিস টি বিশ্ব ঐতিহ্য এর অন্তর্ভূক্ত হয়েছে?
-ইলিশ
১২। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুত কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র যা ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় তার উত্পাদন ক্ষমতা কত ?
- ২৩০ মেগাওয়াট
১৩ । বাংলাদেশের সাইবার সিটি কোনটি ?
 - সিলেট
১৪। বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় ?
 - নরসিংদিতে
১৫।বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুত কেন্দ্র কোথায় ?
- কক্সবাজারের কুতুবদিয়ায়
১৬। সুন্দরবনের অপর নাম - বাদাবন ( ৫টি জেলায় > টেকনিক > সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু(সাতক্ষিরা, খুলনা, বাঘের হাট, বরগুনা,পটুয়াখালি)
১৭। বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামার ?
- ময়মনসিংহে।
 ১৮। লোকে বলে বলে রে , সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, গানগুলোর গীতিকার কে?
 - মরমী হাসন রাজা
১৮। চরদখল , হত্যাযজ্ঞ, মাছধরা কার বিখ্যাত চিত্র ?
 - এসএম সুলতানের ( শিশু স্বর্গ, চারুপীট তার শিশু চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র যা নড়াইলে অবস্থিত ।
১৯। শেরে বাংলার জন্ম দিন ?
- ২৬ অক্টোবর , ১৮৭৩।
২০। বাংলাদেশের মোট কাগুজে নোট কয়টি ?
 -৯টি। ৭টি ব্যাংক নোট । ২টি(২,৫টাকার ) সরকারী)

No comments