Search Here

Breaking News

BCS Preliminary Preparation: সাম্প্রতিক তথ্য

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি
. সাম্প্রতিক তথ্য

১। কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে?
=যুক্তরাজ্য
২।সর্বশেষ গেজেটে  তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
=প্রায় ২ লাখ ১৫ হাজার।
৩ বাংলাদেশের  সবচেয়ে বড়  ম্যুরাল "বঙ্গবন্ধু" ম্যুরাল এর উচ্চতা কত?
=৪২ ফুট
৪।বঙ্গবন্ধু স্কয়ার কোথায় অবস্থিত ?
= ফ্র্যান্স
৫।'দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার কে?
= জোয়ান বায়েজ
৬। ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক কে?
=শ্রীনাথ রাঘভন।

৭।ই-নাইন আন্তর্জাতিক সম্মেলন-২০১৭’ কোথায় অনুষ্ঠিত হয়?
=  ঢাকা, বাংলাদেশ
 ৮।প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে?
=চামড়াকে।

৯।বাংলাদেশের কোন পণ্য ১ম বারের মতো ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানির সুযোগ পেয়েছে?
=আম।
 ১০।স্বাধীনতা পুরস্কার -২০১৭ দেওয়া কতজনকে?
=১৫ জন। নোট :একুশে পদক দেয়া হয় ১৭ জনকে।
১১।২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
=বাংলাদেশ বিমানবাহিনীকে

১২। বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি কার?
= সাকিব আল হাসানের।  ২১৭ রান(নিউজিল্যান্ডের বিপক্ষে)। এখন পর্যন্ত বাংলাদেশের ৩ জন ব্যাটসম্যান ডাবল সেন্চুরি করেছে।
১৩।বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের নাম কী?
=রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।রাশিয়া ঋণ দিয়েছে।
১৪।  ' জন্মান্ধ রমজান '  সর্বশেষ গল্পগ্রন্থটি কার?
= সৈয়দ শামসুল হকের
১৫। ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যের স্থপতি কে?
= মৃণাল হক

১৬।২০১৭ সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক খেতাব "লিজিয়ন অব অনার" এ  সম্মানিত করা হয় কোন বাঙালী কে?
=অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে
১৭।বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
=রাজধানীর রাজারবাগে
১৮।বাংলাদেশের  প্রথম নারী নির্বাচন কমিশনারের নাম কী?
=কবিতা খানম
১৯। জিডিপির ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত ?
= ৪৪

#আন্তর্জাতিক
.
১। জাতিসংঘের ৯ম  মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন?
=১ জানুয়ারি, ২০১৭
২।যুক্তরাজ্যে সরকার গঠনের জন্য কতটি আসন প্রয়োজন হয় ?
=৩২৬ টি।
৩।সম্প্রতি আবিষ্কৃত " জিল্যান্ডয়া " মহাদেশ কোন মহাসাগরে অবস্থিত?
=প্রশান্ত মহাসাগর
 ৪।আফ্রিকান ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কতটি?
=৫৫টি (নোট: ৩০ জানুয়ারি ২০১৭ , মরক্কো পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে)

৫। ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?
=হংকং। বাংলাদেশ ১২৮ তম ।
৬। ‘হেরোরো’ ও ‘নামা’ আদি জনগোষ্ঠী কোথায় বাস করে?
=নামিবিয়ার
৭।সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?
= ফিলিস্তিন
৮। রোহিঙ্গা ইস্যুতে কোন দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে?
= ইন্দোনেশিয়া
৯। স্থলমাইন নিষিদ্ধকরণ’ সংক্রান্ত  আন্তর্জাতিক সনদে সই করেনি কোন দেশ?
= মিয়ানমার

No comments