Search Here

Breaking News

BCS Preliminary Preparation: Current affairs ( October/ 10)

সাম্প্রতিকঃ

➲ অর্থনৈতিক আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন?
= মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার
➲এবার (২০১৭) বিভিন্ন ক্ষেত্রে মার্কিন গবেষকরা নোবেল পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছেন?
= মোট আটজন
➲ অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার 'নাজিং’ শব্দটি প্রথম ব্যবহার করেন?
= তাঁর লেখা 'নাজ' নামক বইয়ে
➲ 'নাজিং’ যার আভিধানিক অর্থ হচ্ছে?
= আলতো ছোঁয়া
➲ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বহুল আলোচিত গেম?
= ব্লু হোয়েল
➲ সবাই মিলে লাগাই বৃক্ষ, এক দিনেই আড়াই লক্ষ’ স্লোগান নিয়ে আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো?
= টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাতে
➲ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু স্বাভাবিক রাখতে বেশি থাকা প্রয়োজন?
= গাছ
➲ বজ্রপাতরোধে বিশেষ ভূমিকা রাখে?
= তালগাছ
➲ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ?
= মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন
➲ দেশের আইনে দণ্ডনীয় অপরাধ?
= গর্ভপাত
➲ শুধু মায়েরজীবন রক্ষার প্রয়োজনে গর্ভপাত করানো যেতে পারে, বলা আছ__
= দণ্ডবিধিতে (ধারা ৩১২-৩১৬)
➲ স্বপ্রণোদিত গর্ভপাতকে বলা হয়?
= ইনডিউসড অ্যাবোরশন
➲ দেশে বছরে স্বপ্রণোদিত গর্ভপাতের ঘটনা ঘটে?
= ১১ লাখ ৯৪ হাজার; সর্বশেষ জরিপ (২০১৪)
➲ দৈনিক গড়ে এ ধরনের গর্ভপাতের সংখ্যা?
= ৩ হাজার ২৭১টি
➲ ২০১৪ সালে এই জরিপ কার্যক্রমটি করেছিল?
= যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুতম্যাকার ইনস্টিটিউট
➲ জরিপে অনুযায়ী, বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১ হাজার নারীর মধ্যে স্বপ্রণোদিত গর্ভপাত করান?
= ২৯ জন
➲ এ ধরনের গর্ভপাতের হার সবচেয়ে বেশি?
= খুলনা বিভাগে ; সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে
➲ গর্ভপাত করার পর গর্ভপাতজনিত স্বাস্থ্য জটিলতার শিকার হন?
= প্রতি তিনজনের মধ্যে একজন নারী
➲ জিন প্রকৌশলের মাধ্যমে বিশেষভাবে তৈরি মুরগির ডিম দিয়ে ক্যানসারের ওষুধ বানানোর চেষ্টা করছেন কোন দেশের বিজ্ঞানীরা?
= জাপানের
➲ মুরগির ডিমে ‘ইন্টারফেরন বেটা’ নামের একটি আমিষজাতীয় পদার্থ (প্রোটিন) তৈরির চেষ্টা করছেন?
= জাপানের বিজ্ঞানীরা
➲ সাধারণত এই প্রোটিন ব্যবহৃত হয়?
= স্নায়ুতন্ত্রের রোগ ও হেপাটাইটিসের চিকিৎসায়
➲ বর্তমানে ইন্টারফেরন বেটা–সমৃদ্ধ ডিম দিতে পারে, এমন মুরগি জন্মানো গেছে?
= তিনটি (এগুলো প্রায় প্রতিদিনই ডিম পাড়ছে)
➲ ভারতে বিধবা বিয়ে আইনিভাবে বৈধ ঘোষণা করা হয়?
= ১৮৫৬ সালে
➲ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া'র রাজধানী?
= বার্সেলোনা
➲ গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দেয় কাতালনবাসী__
= ১ অক্টোবর
➲ স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী?
= মারিয়ানো রাজয়
➲ ইইউ মিয়ানমারের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
= ২০১২ সালে
➲ পোল্যান্ডের রাজধানী?
= ওয়ারশত
➲ :মিস হুইলচেয়ার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়?
= পোল্যান্ডে
➲ 'মিস হুইলচেয়ার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন?
= বেলারুশের মনস্তত্ত্ব ও সামাজিক বিদ্যার শিক্ষার্থী আলেকসান্দ্রা শিশিকোভা
➲ আসিয়ান-এর বর্তমান চেয়ারম্যান?
= অ্যালান পিটার গায়েতানো (ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী)
➲ একটি দেশের শিক্ষা খাতে মোট জাতীয় আয়ের (জিডিপি) কত শতাংশ বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডে আদর্শ হিসেবে বিবেচিত?
= ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ
➲ বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ___
= জাতীয় আয়ের ২ শতাংশের একটু বেশি
➲ জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতা থেকে উৎখাত করে?
= ২০১৩ সালে
➲ সাম্প্রতিক সময়ে পোলট্রি শিল্প বা বাণিজ্যিক ভিত্তিতে হাঁস-মুরগি পালন শিল্পের প্রবৃদ্ধি ঘটছে?
= বছরে ১৫-২০ শতাংশ হারে।

No comments