Search Here

Breaking News

BcS Preliminary Preparation : Current Affairs 2017 ( New)

১। সম্প্রতি চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে ?
= হাসনা জসীমউদ্দীন মওদুদ । মার্চ , ২০১৭
২। হাসনা জসীমউদ্দীন মওদুদ কর্তৃক ইংরেজিতে
অনূদিত চর্যাপদের নাম কী ?
=মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ
৩। সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে
বাংলাদেশের অবস্থান কততম?
=১৪৬ । শীর্ষ > নরওয়ে
৪। দক্ষিণ এশীয় উপগ্রহ কোন দেশ উৎক্ষেপন করে?
= ভারত । মে , ২০১৭ ।
৫। বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে
কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ?
= সান ম্যারিনো
৬ । হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বাংলাদেশের
সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে
রায় দেয় কবে ?
= ৫মে , ২০১৬ ।
৭। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৭ অনুযায়ী
বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ করা
হয়েছে ?
= টেলিকমিনিউকেশন
৮। বর্তমান বিশ্বের জিরো পপুলেশনের একমাত্র
মুসলিম দেশ কোনটি ?
= আলবেনিয়া
৯ । সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট রামনাথ
কোবিন্দ ভারতের কততম প্রেসিডেন্ট ?
=১৪তম
১০ । বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে এখন
পর্যন্ত কতজনের ফাঁসি কার্যকর হয়েছে ?=৬
( কাদের মোল্লা, কামারুজ্জামান, সাকা ও
মুজাহিদ ,মতিউর রহমান নিজামীর , মীর কাশেম
আলীর সর্বশেষ সেপ্ট, ২০১৬ ।
১১। বাংলাদেশের বর্তমান দারিদ্র্যের হার কত ?
= ২৩.৫%(অর্থনৈতিক সমীক্ষা -২০১৭)
১২। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়
কবে ?
= ১৯৬০ সালে
১৩। বাংলাদেশ প্রথম কবে তৈরি পোষাক শিল্প
রপ্তানি করে ?
= ১৯৭৭ সালে
১৪। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের
বর্তমান অবস্থান কত ?
= ২য়
১৫। বাংলাদেশের তৈরি পোষাক শিল্পের অগ্রপথিক
বা জনক কে ?
= মোহাম্মদ নূরুল কাদের খান
১৬। অর্থনৈতিক সমীক্ষা -২০১৭ অনুযায়ী
বাংলাদেশের বর্তমান জনসংখ্যার বৃদ্ধির হার কত?
= ১.৩৭%
১৭। বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে
কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ?
= স্যান ম্যারিনো
১৮। বাংলাদেশের পদমর্যাদার দিক থেকে স্পিকারের অবস্থান কত?
= ৩য়
১৯। বন্ধুত্বকে এগিয়ে নিতে চীন ও বাংলাদেশ ২০১৭
সালকে কি হিসেবে অভিহিত করেছে?
= ’বিনিময় ও বন্ধুতার ‘ বছর
২০। বাংলাদেশ ও ভারত অচিহ্নিত স্থান কতটি ?
= ৩টি
২১। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট
ফান্ড এর সদর দপ্তর কোথায় ?
= ইনচিয়ন , দক্ষিণ কোরিয়া
২২। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা ?
= IPCC
২৩। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ র
পরিচালক কে ?
= ফাকরুল আরেফীন খান
২৪। জাতীয় গণহত্যা দিবস কবে পালিত হয় ?
= ২৫ মার্চ
২৫। বান্টু জাতি কোথায় বাস করে ?
= দক্ষিণ আফ্রিকায় ( কৃষ্ণাজ্ঞ)
২৬। হেইট ক্রাইম কী ?
= ইংল্যান্ডে বর্ণবাদ বিষয়ক অপরাধকে হেইট ক্রাইম
বলা হয় ।
২৭। বাংলাদেশে নির্মিত সর্ববৃহৎ জাহাজটির নাম
কী ?
= জেএসডব্লিউ ।
২৮। বাংলা একাডেমি প্রবর্তিত ২০১৭ সালের
বরীন্দ্র পুরস্কার লাভ করেন কে ?
= অধ্যাপক হায়াৎ মামুদ ও শিল্পী মিতা হক
২৯। Surrender at Dhaka গ্রন্থটির রচয়িতা কে ?
= ভারতীয় সেনা কর্মকর্তা জেনারেল জে. এফ. আর. জ্যা কব।

No comments