Search Here

Breaking News

English to Bangla Translation

September 25, 2017
The Daily Star (Front Page) গুরুত্বপূর্ণ শব্দার্থসহ বঙ্গানুবাদ
======================================
3 Bangladeshi peacekeepers killed in Mali-মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
======================================
Three Bangladeshi UN peacekeepers were killed in an explosion during a battle with criminals in Mali yesterday, said Inter Services Public Relations. আইএসপিআর জানিয়েছেন, গতকাল মালিতে সন্ত্রাসীদের আক্রমণের সময় এক বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

#শব্দার্থ: Three Bangladeshi UN peacekeepers were killed-জাতিসংঘ শান্তিরক্ষী ৩ বাংলাদেশি নিহত হয়েছেন; in an explosion-একটি বিস্ফোরণে; a battle with criminals-সন্ত্রাসীদের সাথে একটি সংঘর্ষে; in Mali-মালিতে(পশ্চিম আফ্রিকার একটি দেশ); yesterday-গতকাল; said Inter Services Public Relations-আইএসপিআর জানিয়েছে;

The explosion also left four other Bangladeshi peacekeepers injured. বিস্ফোরণে আরো ৪ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

The deceased are Sergeant Altaf of the Electrical and Mechanical Engineering Corps in Dinajpur, Lance Corporal Zakirul of Artillery in Netrakona and soldier Monwar of East Bengal in Barisal, said the ISPR. আইএসপিআর এর সূত্র মতে, নিহতরা হলেন-সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা) এবং সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

The injured are Maj Zahid, Corporal Mahim, soldiers Sabuj and Sarwar. They were taken to Gao city for better treatment. আহতরা হলেন মেজর জাদিদ, কর্পোরাল মহিম, সৈনিক সবুজ, এবং সৈনিক। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য গাও শহরে নেয়া হয়েছে।

According to an ISPR press release uploaded on their website, Bangladeshi peacekeepers were locked in clashes with criminals in the troubled-torn West African country on Saturday and fended off them successfully. আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ওয়েবসাইটে আপলোডকৃত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার পশ্চিম আফ্রিকার দেশে (মালি) বাংলাদেশি শান্তিরক্ষীরা বিক্ষিপ্ত ঝামেলার মধ্যে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে আটকা পড়েন এবং তারা সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেন।

#শব্দার্থ: locked in clashes –সংঘর্ষের মধ্যে আটকে পড়লো; with criminals –সন্ত্রাসীদের সাথে; in the troubled-অসুবিধার মধ্যে পতিত হওয়া; torn-ছিন্ন; fend off-আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলা;

"While returning to the camp after discharging their duty, they [Bangladeshi peacekeepers] were ambushed by criminals again yesterday. Again they foiled their offensive successfully and courageously," read the release. বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে, তারা (বাংলাদেশি শান্তিরক্ষিরা) গতকাল আবার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। সাহসিকতা ও সফলতার সঙ্গে তারা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করেন।

"At one stage of the fight, an improvised explosive device went off, leaving three peacekeepers dead and four wounded." “সংঘর্ষের এক পর্যায়ে, সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিনজন শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন।

Director of the ISPR Lt Col Muhammad Rashidul Hasan said they were trying to collect details about the incident and the victim peacekeepers. আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, তারা ঘটনার বিবরণ এবং ক্ষতিগ্রস্থ শান্তিরক্ষীদের তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

Some 1,418 Bangladeshis are now working in the UN peacekeeping mission in Mali. মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রায় ১,৪১৮ জন বাংলাদেশি (শান্তিরক্ষী) বর্তমান কর্মরত আছেন।
-----------------------------------------

No comments