Search Here

Breaking News

BCS Preliminary Preparation

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
১.মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি-----ভারতচন্দ্র রায়গুনাকর।
২.বাংলা সাহিত্যে চতুর্দশ শতকের শ্রেষ্ঠ কবি-------বড়ু চন্ডীদাস।
৩.পনের শতকের শ্রেষ্ঠ কবি-------কবি কৃত্তিবাস।
৪.ষোড়শ শতকের শ্রেষ্ঠ কবি-------কবি মুকুন্দরাম চক্রবর্তী।
৫.সতের শতকের শ্রেষ্ঠ কবি---------মহাকবি আলাওল।
৬.অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি---------ভারতচন্দ্র রায়গুনাকর।
৭.সর্বজন স্বীকৃত খাটি বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ ---------শ্রীকৃষ্ণকীর্তন।
৯.চর্যাপদের ভাষায় কয়টি ভাষার মিশ্রণ রয়েছে-------৫টি।
১০। চর্যাপদের আদি কবি / বাংলা সাহিত্যের  প্রাচীন কবি --- লুইপা
১১। চর্যাপদের কোন কবিকে পূর্ববঙ্গের মনে করা হয় - ভুসুকা পা
১২।  চর্যাপদের কোন কবিকে বাংলা দেশের  মনে করা হয় -শবর পা
১৩। বাংলা সাহিত্যের আধুনিক কবি  ও ১ম বিদ্রোহী কে? - মাইকেল মধুসূদন দত্ত
১৪। বাংলা সাহিত্যের সাংবাদিক কবি ও খাঁটি বাঙালি কবি কে? - ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৫। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ? = কায়কোবাদ
১৬।আধুনিক যুগের স্বভাব কবি ও পাঁচালিকার--------দাশুরুথি
///
আল্লাহ সব কিছু দেখেন জানেন । আল্লাহকে ভয় করুন ।

No comments