Search Here

Breaking News

Daily current affairs

# ট্রাম্প যুক্তরাষ্ট্রের - ৪৫ তম প্রেসিডেন্ট
→ ট্রাম্পের পররাষ্ট্রনীতি - "আমেরিকা ফার্স্ট"
→ পররাষ্ট্রমন্ত্রী - রক্স টিলারসন
.
# গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনে সব চেয়ে ধনী দেশ - কাতার
→ ২০২২ ফুটবল আয়োজক
→ রাজধানী - দোহা
→ মাথাপিছু আয়ে শীর্ষ দেশ
→ মাথাপিছু আয়ে গরীব দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
.
# " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিব কে দেখেছি" উক্তিটি " - ফিদেল ক্যাস্ট্র
→ কিউবার রাজধানী - হ্যাভানা
.
# বৃটিশ প্রধানমন্ত্রী - থেরেসা মে
→ Brexit - অর্থ EU থেকে বৃটেনের বের হয়ে যাওয়া
→ EU এর সদরদপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম
→ বর্তমান সদস্য - ২৮
→ ইউরো চালু - ০১/০১/১৯৯৯ ( বর্তমানে ইউভুক্ত ১৯ টি দেশ ও ৬টি অন্য দেশ সহ মোট ২৫ টি দেশে )
→ ম্যাসট্রিট যুক্তি তে প্রতিষ্ঠিত হয় - EU
→ ইউরোমানি - লন্ডনভিত্তিক অর্থনৈতিক জার্নাল
.
# চীন - ভিয়েতনাম বিরোধপূর্ণ দ্বীপ - স্প্রাটলি দ্বীপপুঞ্জ
→ স্প্রাটলি দ্বীপপুঞ্জ - দক্ষিন চীন সাগরে
→ চীন - জাপান বিরোধপূর্ণ দ্বীপ - সেনকাকু
.
# দুই কোরিয়ার মাঝে শান্তি পল্লি - পানমুনজাম
→ উত্তর কোরিয়ার রাজধানী - পিয়ং ইয়ং
→ উত্তর কোরিয়ার মুদ্রা ওন
→ উত্তর কোরিয়া সিটিবিটি ত্যাগ করে ২০০৩ সালে
→ সম্প্রতি  ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কে আখ্যায়িত করেছেন - রকেট ম্যান হিসেবে
→ দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট - মুন যে ইন
→ দুই কোরিয়ার বিরোধ - পীত সাগর নিয়ে

.
# ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যের স্থান পালমিরা - সিরিয়ার প্রাচীন শহর
→ সিরিয়ার রাজধানী - দামেস্ক ( প্রাচীনতম রাজধানী শহর) 
→ আলেপ্পো, হোমস, রাকা,
→ বিপ্লবের রাজধানী বলা হয় হোমস শহর কে
.
# হুতি বিদ্রোহী - ইয়েমেন
.
# বোকো হারাম (জঙ্গীগোষ্ঠী - নাইজেরিয়া
→ বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ
.
# সর্বশেষ কমনওয়েলথ ত্যাগ করে - মালদ্বীপ
বর্তমান সদস্য = ৫২।
.
# OPEC এর সদস্য - ১৪ টি
→ সর্বশেষ - ইকুয়েডর গিনি
→ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া
.
# NATO এর সদস্য - ২৯
→ সর্বশেষ - মন্টিনেগ্রো 
→ সদরদপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম 
.
# আরব বসন্ত শুরু হয় - তিউনিসিয়া
.
# জাপানের নতুন সম্রাট - নারুহিতো থ্রোন, 
→ জাপানের  সম্রাটকে  মিকাডো বলে
.
# থাইল্যান্ড এ প্রচলিত আছে - চক্রি রাজ পরিবারের শাসন → থাই রাজা ভুমিবল ২০১৬ সালে মারা যান

# হিজবুল্লাহ জঙ্গীগোষ্ঠী - লেবানন

# তেহরিক ই তালেবান জঙ্গীগোষ্ঠী - পাকিস্তান

# লস্কর ই তাইয়্যেবাহ জঙ্গীগোষ্ঠী - কাশ্মীর

# তাহরির স্কয়ার - কায়রো মিশর

# ভারতের ১৪ তম রাষ্ট্রপতি - রামনাম কোবিন্দ
→ দলিত সম্প্রদায় এর

# '৮৮৮৮' হলো মিয়ানমারের গণতান্ত্রিক ছাত্র বিপ্লব
→ মিয়ানমারের সর্বশেষ সেনা শাসক - জেনারেল থিন সেইন

# ২০১৫ সালের সংবিধান মতে নেপাল - ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
→ নেপালের প্রধানমন্ত্রী - শের বাহাদুর দেউবা

# ক্রিমিয়া উপদ্বীপ - কৃষ্ণসাগরে
→ ক্রিমিয়া ইউক্রেন থেকে বিছিন্ন হয়ে বর্তমানে রাশিয়ার অংশ

→ ইউক্রেনের রাজধানী - কিয়েভ
→ অরেঞ্জ বিপ্লব হয় - ইউক্রেনে

#জনসংখ্যায় শীর্ষ দেশ চীন
→ বাংলাদেশ ৮ম

# সাম্প্রতিক গণভোটে পতাকা পরিবর্তন হয় - নিউজিল্যান্ডে
# গড় আয়ুতে শীর্ষে - জাপান
# সব থেকে,বেশি এইডস আক্রান্ত - লেসোথো
# বঙ্গবন্ধু স্ট্রিট - নিউ দিল্লি তে
# ফ্রান্সের নেপোলিয়ন খ্যাত সর্বকনিষ্ঠ ২৫ তম প্রেসিডেন্ট - ইমানুয়েল ম্যাক্রো

১)আধুনিক মানুষের উদ্ভব- সেনোজোয়িক যুগে।
২)পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত সীমান্ত - স্পেন ও জিব্রাল্টার (১.৫৩কিমি) এর মধ্যে।
৩)নেদারল্যান্ড এর রাজধানীকে বিভক্ত রাজধানী বলা হয়।
৪)পয়সা বাংলাদেশ ব্যতিত ক্ষুদ্রতম মুদ্রা মিয়ানমারের।
৫)"নিঝুম সেতু"- মেঘনা মোহনা,সন্দ্বীপ, চট্টগ্রাম।
৬)মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ কৃষিজীবী- লিচেনস্ট্যাইনের(রাজধ­ানী-ভাদুজ)
৭)ঐতিহ্যগতভাবে যাযাবর- মৌরিতানিয়ার মানুষ।
৮)"কমনওয়েলথ " এর কোনো লিখিত সংবিধান নেই।
৯)মালীর পূর্বনাম ফরাসী সুদান।
১০)John Keats known as Greek Coleridge.
১১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল সংগগ্রহের মূল উদ্যোক্তা- আতাউল গনি ওসমানি।
১২)"ভেজাল " কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের।
১৩) ১৮৯৮ সালের স্পেন-আমেরিকান যুদ্ধের পর গুয়াম যুক্তরাষ্ট্রের অধীনে আসে।
১৪)১৯৭৩ সালে জাতিসংঘের মহাসচিব ড. কুর্ট ওয়ার্ল্ডহেইম গনভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত করেন।
১৫)"বিরোধী দল ছাড়া গণতন্ত্র  চলতে পারে না" উক্তিটি বঙ্গবন্ধুর।

No comments