google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 অর্থনৈতিক সমীক্ষা - "২০১৭"- - Job's Preparation BD

Search Here

Breaking News

অর্থনৈতিক সমীক্ষা - "২০১৭"-

অর্থনৈতিক # সমীক্ষা - "২০১৭"-
* বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
১৬০২ মার্কিন ডলার।
* বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার -
২৩.৫% এবং
অতি দারিদ্র্যের হার -১২.১%।
* জিডিপিতে প্রবৃদ্ধির হার- ৭.২৪%।
* মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের
অবস্হান- ১৩৯ তম।
* বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির
হার- ১.৩৭%।
* মোট জনসংখ্যা- ১৬.১৭ কোটি।
* বর্তমানে বাংলাদেশে শিক্ষার
হার-৬২.৭%।
* বাংলাদেশে মোট পাবলিক
বিশ্ববিদ্যালয়- ৩৮ টি।
* বর্তমানে বাংলাদেশের জনগণের
প্রত্যাশিত আয়ুষ্কাল- ৭০.৯ বছর।
* ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য
উৎপাদন- ৩৯৬.৮৮ লক্ষ মেট্রিক টন।
* দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার- ১.৮১%।
* দেশে বর্তমানে শিশু মৃত্যুহার (৫ বছরের
নিচে)- ৩৬ জন/হাজার।
* দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা- ২৬২৮
জন।
* বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল রয়েছে-
৭৬ টি, সরকারি ৫৬ টি এবং বেসরকারি ২০
টি।
* দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার-
৫.৫%।
* বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার
রিজার্ভ- ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
* বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স-
৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার।
* ২০১৬-১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয়-
২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার।
* ২০১৬-১৭ অর্থবছরে দেশে সরাসরি
বৈদেশিক বিনিয়োগ হয়েছে- ২,৩৩২
মিলিয়ন মার্কিন ডলার।
* জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট
বরাদ্দ রাখা হয়েছে- ৩,১০০ কোটি টাকা।
* বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের
অবদান- ১৪.৭৯%।
* বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের
অবদান- ৫২.৭৩%।
* বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের
অবদান- ৩২.৪৮%।
* দেশের মোট জনসংখ্যার শতকরা বিদ্যুৎ
সুবিধা পাচ্ছে- ৮০% মানুষ।
* দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
১৩,১৭৯ মেগাওয়াট।
* বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত
গ্যাসক্ষেত্র- ২৭ টি (মোবারকপুর সহ)।
* দেশে মোট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন-
১৪.৩৮ ট্রিলিয়ন ঘনফুট, উত্তোলনযোগ্য- ১২.৭৪
ট্রিলিয়ন ঘনফুট।
# বাংলাদেশের # বর্তমান # প্রশাসনিক
# কাঠামোঃ
* বিভাগঃ ৮টি, সর্বশেষ- ময়মনসিংহ।
* বৃহত্তর জেলাঃ ১৯টি।

* জেলাঃ ৬৪টি।
* সিটি কর্পোরেশনঃ ১২টি, সর্বশেষ-
ময়মনসিংহ।
* পৌরসভাঃ ৩২৭টি, সর্বশেষ- দোহাজারী,
চট্টগ্রাম।
* উপজেলাঃ ৪৯৩টি, সর্বশেষ- ডাসার,
মাদারীপুর।
* থানাঃ ৬৪০টি, সর্বশেষ- মাধবদী,
নরসিংদী।
* ইউনিয়নঃ ৪৫৬২টি।
* গ্রামঃ ৮৭,৩৭২টি (প্রায়)।
# জাতীয় # বাজেটঃ "২০১৭-১৮"
* ঘোষনা- ১ জুন'১৭
* পাশ- ২৯ জুন'১৭
* কার্যকর- ১ জুলাই'১৭
* এটি দেশের- ৪৭ তম, আওয়ামীলীগ
সরকারের- ১৭ তম এবং বর্তমান অর্থমন্ত্রীর-
১১ তম বাজেট।
* সর্বোচ্চ বাজেট ঘোষনা- প্রয়াত এম
সাইফুর রহমান (১২ বার)।
* মোট আকার- ৪,০০,২৬৬ কোটি টাকা, যা
জিডিপি এর- ১৮%।
* মোট আয়- ২,৯৩,৪৯৪ কোটি টাকা।
(রাজস্ব আয়- ২,৮৭,৯৯০ কোটি টাকা,
বৈদেশিক অনুদান - ৫,৫০৪ কোটি টাকা)।
* মোট ব্যয়- ৪,০০,২৬৬ কোটি টাকা।
* বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)- ১,৫৩,৩৩১
কোটি টাকা, যা জিডিপি এর- ৬.৯%।
* মোট জিডিপি- ২২,২৩,৬০০ কোটি টাকা।
* জিডিপির প্রবৃদ্ধি- ৭.৪%।
* ভ্যাট থেকে প্রাপ্য- ৯১,২৫৪ কোটি টাকা,
যা বাজেটের- ২২.৮%।
* বৈদেশিক ঋণ- ৪৬,৪২০ কোটি টাকা,
অভ্যন্তরীণ ঋণ- ৬০,৩৫২ কোটি টাকা।
* মাথাপিছু বরাদ্দ- ২৫,০১৬ টাকা।
* খাত অনুসারে বরাদ্দ-
শিক্ষা ও প্রযুক্তি- ১৬.৪% (সর্বোচ্চ),
জনপ্রশাসন- ১৩.৬%,
পরিবহণ ও যোগাযোগ- ১২.৫%,
প্রতিরক্ষা- ৬.৪%,
কৃষি- ৬.১%,
জ্বালানি ও বিদ্যুৎ- ৫.৩%,
স্বাস্থ্য- ৫.২%।
* করমুক্ত আয়সীমা-
সাধারণ নাগরিক- ২,৫০,০০০ টাকা,
নারী ও ৬৫ বছরোর্ধ্ব- ৩,০০,০০০ টাকা,
প্রতিবন্ধী- ৪,০০,০০০ টাকা,

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা- ৪,২৫,০০০ টাকা

No comments