Search Here

Breaking News

বাংলাদেশ ও সাম্প্রতিক

1.       বাংলাদেশ কবে শ্রীলংকার বিরুদ্ধে শততম টেস্ট ম্যাচ খেলে?
----- ১৫-১৯ মার্চ, ২০১৭।
2.       ভারতের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ পেশায় কী ছিলেন?
----- আইনজীবী।
3.       ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'কালোদিবস' কবে?
----২৩ আগস্ট।
4.       জি-২০ এর ১২তম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
-----জামার্নির হামবুর্গে, - জুলাই,২০১৭।
5.       'ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার' কত বছর পর পর দেওয়া হয়?
---- দু-বছর পরপর।
6.       চীনের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করা হয় কোন দেশে ?
-------'জিবুতি'তে।
7.       কত জন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ গঠিত হয়?
---- ১১ জন। ( সূত্র - প্রথম আলো )
8.       সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয় কোন স্থান কে?
----বগুড়ার মহাস্থানগড়কে।
9.       'মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬' অনুযায়ী বিশ্বের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
-----জাপান।
10.   'ভার্চুয়াল গ্যালারি' বাংলাদেশের কোথায় অবস্থিত?
----জাতীয় জাদুঘরে।
11.   ঢাকা মহানগরের মোট আয়তন ২৬৯. ৯৬ বর্গ কি.মি.
12.   উওর সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড ৫৪ টি। মোট আয়তন ১৬০.৭৭ বর্গ কি.মি.
13.   দক্ষিন সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড ৭৫ টি। আয়তন ১০৯. ১৯ বর্গ কি.মি.
14.   সুন্দরবনের ভুমির আয়তন ৪১৪৩ বর্গ কি.মি. আর সুন্দরবনের ভিতরের নদী, খাল, খাঁড়ির আয়তন ১৮৭৪ বর্গ কি.মি. মোট আয়তন দাঁড়ায় ৬০১৭। যা আমাদের দেশের মাঝে রয়েছে।
15.   সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যের পরিমান ৩১২৮ বর্গ কি.মি.
16.   সুন্দরবন বাংলাদেশ এর মোট আয়তনের .১৩% আর মোট বনভুমির ৩৮.১২%
17.   ২০১৭ সালে গুসি শান্তি পুরস্কার লাভ করেন আসিফ চৌধুরী (বাংলাদেশে চিলির অনারারি কন্সাল আমাদের দেশের বরেণ্য ব্যাবসায়ী)
18.   বিমসটেক এর বর্তমান মহাসচিব এম শহীদুল ইসলাম ( উনি বর্তমানে ফ্রান্সে বাংলাদেশ এর রাষ্ট্রদূত হিসেবে আছেন)
19.   ব্রিটিশ হাইকোর্টে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বিচারপতি আখলাকুর রহমান চৌধুরী।

20.   ২০১৭ তে সার্ক আউটস্ট্যান্ডিং লিডার সম্মাননা পান লতিফুর রহমান (ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান)

No comments