Search Here

Breaking News

মনে রাখার টেকনিক:

কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ
মনে রাখার টেকনিক:
BaP J VC
ব্যাখা: বিষের বাঁশি, প্রলয় শিখা, যুগবানী
ভাঙ্গার গান, চন্দ্রবিন্দু।
,
আবুল মনসুর আহমেদের উপন্যাস মনে
রাখার টেকনিক:
জীবনে সত্য কথা বললে হায়াত বাড়ে।
ব্যাখা: জীবনক্ষুধা, সত্যমিথ্যা, আবে
হায়াত।
,
আবুল মনসুর আহমেদের গল্প মনে রাখার
টেকনিক:
মনসুর এবং আসমানী আয়না দেখে ফুড খায়।
ব্যাখা: আসমানী পর্দা, আয়না, ফুড কনফারেন্স।
,
কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে
রাখার টেকনিক:
কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল।
ব্যাখা: কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা।
,
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ মনে
রাখার টেকনিক:
শিউলিমালা ব্যাথা পেয়ে রক্তাক্ত হল।
ব্যাখা: শিউলিমালা, ব্যাথার দান,
রিক্তের বেদন।
,
কাজী নজরুল ইসলামের নাটক মনে
রাখার টেকনিক:
আলেয়া মধুমালার  পুতুলের বিয়েতে
ঝিলিমিলি রঙ্গের শাড়ী পড়েছে।
ব্যাখা: আলেয়া, ঝিলিমিলি,
মধুমালা, পুতুলের বিয়ে।

No comments