Search Here

Breaking News

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (38 th BCS)

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
১।এশিয়ায় জ্বালানি , যোগাযোগ ,ও অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে গঠিত ব্যাংকের নাম কী ?
= AIIB(সদস্য ৫৭টি)
2. সম্প্রতি কমনওয়েলথ ত্যাগ করে কোন দেশ । 
= মালদ্বীপ ।
৩.জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি কবে থেকে কার্যকর হয়?
=৪ নভেম্বর , ২০১৬
৬। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট?
= ৪৫তম
৭।বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী?
= দাদাব
৮। জাতিসংঘে "ফ্রেন্ডস অব মাইগ্রেশন' কার উদ্যোগে চালু হয়?
= বাংলাদেশ মিশন
৯।SDR এর ৫ম মুদ্রার নাম কী?
= ইউয়ান
১০।২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত " বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন' এর অপর নাম কী?
= রিও+২০
১১।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের ১ম গোল কী?
= সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ
১২।জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রীর নিচে রাখার বিষয়ে বলা হয়েছে?
= ২ ডিগ্রী সেলসিয়াস
১৩। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে ক্ষতি গ্রস্ত দেশসমূহকে কত ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে?
= ১০০ বিলিয়ন ডলার
১৪।FARC কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
= কলম্বিয়া
১৫।গ্রিন মানি বলা হয় কোনটিকে?
= মার্কিন ডলার
১৬।SDG -এর মেয়াদকাল
= ১ জানু, ২০১৬ -২০৩০
১৭। কটন রুটের প্রস্তাবর কে?
= ভারত
১৮।N-11নেক্সট ইলেভেন ধারণা দেন কে?
= জিম ওনিলেব
১৯।রাফায়েল কোন দেশের যুদ্ধ বিমান?
= ফ্রান্স
২০।এশিয়ান পোভার্টি লাইন কত?
= ১ডলার ৩৫ সেন্ট
২১।ব্রাহ্মস কী?
= পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ক্রুজ ক্ষেপনাস্ত্র
২২।মোট কতটি দেশ পারমানবিক ক্ষমতার অধিকারী?
= ৯টি
২৩।বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি?
= ভুটান
২৪। দুই ভিয়েতনাম একত্রিত হয় কবে?
= ১৯৭৬
২৫। সমাজতন্ত্রের বলয় থেকে দক্ষিণ পূর্ব এশিয়াকে মুক্ত রাখার তত্ত্বটির নাম কী?
= ডমিনো তত্ত্ব 

No comments