Search Here

Breaking News

৩৮তম বিসিএস(BCS) প্রিলি প্রস্তুতি

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
১।বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
= কুস্টিয়া গ্রেড
২। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে? 
= রপ্তানি জাত চিংড়ি কে
৩। বাংলাদেশের ব্ল্যাক গোল্ড বলা হয় কোনটিকে?
= সমুদ্র সৈকতের বালুতে পাওয়া জিরকন, ইলমোনাইট, মোনাজাইট কে
৪।বাংলাদেশ জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
=৪০টি দেশের ৫৪টি মিশনে ৷
৫।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
=অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ
৬।হাওরাঞ্চলে বন্যায় বিপুল পরিমাণ মাছ ও হাঁস মরে যাওয়ার নেপথ্যে ছিল--
=নীল-সবুজ শৈবাল যার বৈজ্ঞানিক নাম সায়ানোব্যাকটেরিয়া
৭।২০১৭সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে শীর্ষ দেশ--
=হন্ডুরাস, বাংলাদেশ ৬ষ্ঠ
৮।"রুপসা নদীর বাঁকে" চলচ্চিত্রটির পরিচালক কে?
=তানভীর মোকাম্মেল
৯। পাহারধসের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় কোন জেলা?
=রাঙামাটি
১০।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত "বঙ্গবন্ধু দ্বীপ" টির আয়তন
= ৭.৮৪ কিমি ৷
১১।বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের বয়স কত ?
= ৬৫ ঊর্ধ্ব
১২।বাংলাদেশে বর্তমানে মূল্য সংযোজন কর বা ভ্যাটের হার কত?
= ১৫%
১৩। মুক্তিযুদ্ধ দিবস কবে?
= ১ ডিসেম্বর
১৪।তাঁত গবেষণা বোর্ড কোথায় অবস্থিত?
= নরসিংদি
১৫। হরিণ গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
= শরণখোলা, বাগেরহাট
১৬।বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয়তার কথা উল্লেখ রয়েছে?
= ৬(২)
১৭।কোন বিষয়ে অবদানের জন্য শেখ হাসিনা 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ ' পুরস্কার পেয়েছিলেন?
= পরিবেশ বিষয়ক অবদানের জন্য
১৮। কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পেয়েছিল?
= শিশুমৃত্যুহার হ্রাস
১৯।বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় উদ্যান কতটি?
= ১৭টি
২০। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধান রয়েছে?
= ১৮(ক)
২১।'বাংলাদেশ ও বঙ্গবন্ধু ' গ্রন্থটির রচয়িতা কে?
= মোনায়েম সরকার
২২। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিষয়ে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে?
= ৪(ক)
২৩।বঙ্গবন্ধু কোন স্কুলে প্রথম পাঠ শুরু করেন ?
= গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে
২৪। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত আছে?
= রাঙ্গামাটি
২৫।বাংলাদেশের কোন জেলার ২য় বিশ্বযুদ্ধের সমাধি সৌধ আছে?
= কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়

No comments