Search Here

Breaking News

BCS Preliminary Preparation

১।পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিলে "ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড" গঠন করেছে কোন দেশ?
=বাংলাদেশ
২।২০১৭-২০১৮ অর্থ বছরে "ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড" কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে ?
= ৩১০০ কোটি টাকা
৩।১০০ বছর পূর্বের গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে কত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে?
= ০.৬০ ডিগ্রি সেলসিয়াস
৪।২১শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা আরো কত বৃদ্ধি পাবে ?
= ২.৫-৫.৫  ডিগ্রি সেলসিয়াস
৫।পৃথিবী উষ্ণায়নের একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় মোট জনসমষ্টির কত শতাংশ অধিবাসী সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে ?
= ২০%
৬।জাতিসংঘের সর্তকীরণ অনুযায়ী আগামী ৫০ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী কত অংশ প্লাবিত হবে?
= ১৭%/ ফলে ৩ কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
৭।International Panel on climate change -এর তথ্য অনুযায়ী ২০৩০ সালে পর নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে ফলে  এশিয়ায় ২০৫০ সালের মধ্যে কত মানুষ কতগ্রস্ত হবে?
= প্রায় ১০০ কোটি
৮।ADB _এর সমীক্ষা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালে দ. এশিয়ার কত কোটি মানুষ পানি ও খাদ্য ঝুঁকিতে পড়বে ?
= ১৫০ কোটি
৯।২০০৯ সালে বিশ্বব্যাংক কর্তৃক চিহ্নিত ৫টি ঝাঁকিপূর্ণ দিকগুলোতে বাংলাদেশ কতটিতে শীর্ষে আছে?
= ৩টিতে। বন্যা, ঝড় , সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
১০ IPCC এর ২০০৭ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার কত ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে?
= ২ ডিগ্রি সেলসিয়াস

১১।বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব
সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে দেবে ?
= ৩০%

১২।জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা
হয়েছে ?
= ১০০বিলিয়ন (Green Climate Fund)
১৩।১৯৮২সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে
= ৩৫০ নটিক্যাল মাইল
===
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
বাংলা
১।জাগ্রত বাংলাদেশ" প্রবন্ধটির রচয়িতা কে?
- আহমেদ ছফা
২।রাজনীতির কবি ( Poet of Politics) বলা হয় কাকে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
 ৩ ।বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্থের নাম কি?
- ওঙ্কার সমগ্র
৪।বঙ্গবন্ধু "কবিতাটি কার?
- অন্নদাশঙ্কর রায়
৫।বঙ্গবন্ধুর সমাধিতে" কবিতাটি কার?
- সৈয়দ শামসুল হক
৬।" শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ " গ্রন্থটি কার?
- আহমেদ ছফা
৭।বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী ' ফরাসী ভাষায় অনুবাদ করেন কে?
- প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য
৮।'অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় সর্বশেষ অনুদিত হয়েছে?
= হিন্দি। মোট ৬টি।
৯।.ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুকে কি নামে আখ্যায়িত করেছেন? 
- মার্গদর্শক
১০। "আমরা বাংলাদেশী না বাঙালি"গ্রন্থটি কার?
- আব্দুল গাফফার চৌধুরী
১১।"Of Blood of Fire"গ্রন্থটি কার?
- জাহানারা ইমাম
১২। প্রতিরোধের প্রথম প্রহর" মুক্তিযুদ্ধ ভিত্তিক এই গ্রন্থের রচয়িতা কে?
= মেজর রফিকুল ইসলাম
১৩।"সুদীপ্ত শাহিন"কোন উপন্যাসের প্রধান চরিত্র?
- রাইফেল রোটি আওরাত ( আনোয়ার পাশা)
১৪."বালকের অভিমান " স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে রচিত উপন্যাসের লেখক কে?
- ইমদাদুল হক মিলন
১৫আখতারুজ্জামান ইলিয়াসের কোন উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত?
- চিলেকোঠার সেপাই
১৬। "বিদায় দে মা ঘুরে আসি" এই গ্রন্থটির রচয়িতা কে?
- জাহানারা ইমাম
১৭।পূর্ণ  স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা নাটকটি কার?
= শওকত ওসমান

১৮.বাংলায় সর্বপ্রথম শেক্সপিয়ারের নাটক অনুবাদ করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৯।বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
- শর্মিষ্ঠা ( মাইকেল মধুসূদন দত্ত)
২০।বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র‍্যাজেডি কোনটি?
- কৃষ্ণকুমারী ( মাইকেল মধুসূদন দত্ত)

২১।বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক কে?
- প্রমথ চৌধুরী
২২  বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?
- কপালকুণ্ডলা ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
২৩।আধুনিক বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে?
- কায়কোবাদ
২৪।বাংলাসাহিত্যের প্রথম প্রহসন কোনটি?
- বুড়ো শালিকের ঘাড়ে রো ( মাইকেল মধুসূদন দত্ত)
 ২৫।বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
- প্যারীচাদ মিত্র
২৬।বাংলা সাহিত্যের প্রথম মুসলিম পদাবলীর স্রষ্টা কে?
= চাঁদ কাজী
২৭।বাংলা সাহিত্যে সঙ্গীত বিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি?
= রাগমালা( শেখ ফয়জুল্লাহ)
২৮।মীর মশাররফ হোসেন তার বসন্তকুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন?
- নওয়াব আব্দুল লতিফ
২৯ কোন পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে সাহিত্যচর্চা আরম্ভ করেন?
- মোসলেম ভারত
৩০কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- সাপ্তাহিক বিজলী
৩১।নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটির কোন কবিতা নিষিদ্ধ হয়েছিল?
- রক্তাম্বরধারিণী মা
৩২।"বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে" এই বিখ্যাত উক্তিটি কোন রচনা থেকে গৃহীত হয়েছে?
- পালামৌ ( সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩ ।বিন্দুবিসর্গ "কার আত্মজীবনী
- নীলিমা ইব্রাহিম
৩৪। "তৃণাঙ্কুর"কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩৫।দৈনিক সংবাদ পত্রিকায় "দেশপ্রেমিক ও বিশ্বকর্মা " ছদ্মনামে কে লিখতেন?
- শহীদুল্লাহ কায়সার
৩৬। "দয়মন্তী"কাব্যটি কার?
- বুদ্ধদেব বসু
৩৭। "শাপমোচন" নাটকটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।বাংলাসাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
- মহাশ্মশান( কায়কোবাদ)
৩৯।মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন?
- দেশ পত্রিকা
৪০।ডেলিসিয়া হত্যা গল্পটি কার?
- বেগম রোকেয়া
৪১। শিবপ্রসাদ রায় কার ছদ্মনাম?
- রাজা রামমোহন রায়
৪২ Garments গ্রন্থের লেখক কে?
- তাহমিমা আনাম
৪৩।হরপ্রসাদ শাস্ত্রী এর প্রকৃত নাম কি?
- শরৎনাথ ভট্টাচার্য

৪৪ ।মহামহোপাধ্যায় উপাধি কার?
- হরপ্রসাদ শাস্ত্রী
 ৪৫।চর্যাপদের বাঙালি রচয়িতা কে?
- শবরপা
৪৬। চর্যাপদের কোন পদকর্তার কোন পদ পাওয়া যায়নি?
- লাড়ীডোম্বী
৪৭।চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ২৩ নং পদ

৪৮। Mystic Poetry of Bangladesh গ্রন্থটির রচয়িতা কে?
- হাসনা মওদুদ

৪৯।জয়কুম রাজার লড়াই"গ্রন্থের রচয়িতা কে?
- সৈয়দ সুলতান
৫০।রসুল বিজয় কাব্যটি কে লিখেছেন?
= জয়নুদ্দিন
৫১।সাতনামা , নীতিশাস্ত্র বার্তা কে লিখেছেন ?
= কবি মোজাম্মেল হক
৫২।আধুনিক যুগের নাগরিক কবি বলা হয় কাকে?
- সমর সেন
৫৩।" কবিবল্লভ " উপাধিটি কার?
- নারায়ণ দেব
৫৪।তাতারী কোন উপন্যাসের মূল চরিত্র?
- ক্রীতদাসের হাসি ( শওকত ওসমান
৫৫ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি..... উক্তিটি কার?
- নির্মলেন্দু গুন
৫৬।'দরিয়া বিবি'কোন উপন্যাসের চরিত্র ?
- জননী ( শওকত ওসমান)
৫৭।কোন গ্রন্থের জন্য শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন?
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
৫৮।"সুরজিত নন্দী"কোন নাটকের মূল চরিত্র?
- নেমেসিস ( নুরুল মোমেন)
৫৯।"বিলকিস" কোন উপন্যাসের চরিত্র?
- নিষিদ্ধ লোবান ( সৈয়দ সামসুল হক)
৬০।স্বাধীনতার সুখ" কবিতাটি কার?
- রজনীকান্ত সেন
=====
৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বাংলা সাহিত্য)

#বাংলা_সাহিত্যে_যা_কিছু_প্রথম

বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার- মাইকেল মধুসূদন দত্ত

বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা -মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার- মীর মোশাররফ হোসেন

বাংলা সাহিত্যের প্রথম গীত কবি-বিহারীলাল চক্রবর্তী

বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী -প্রমথ চৌধুরী

প্রথম বাংলা অক্ষর খোদাইকারী -পঞ্চানন কর্মকার

সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী -চালর্স উইলকিনস

প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক- শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী

প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা- বিবি তাহেরন নেছা

বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক -লায়লা সামাদ

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি -শাহ মুহম্মদ সগীর

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি- মাহমুদা খাতুন সিদ্দিকা।

ছাপার অক্ষরে প্রথম বাংলা বই -কৃপার শাস্ত্রের অর্থভেদ

বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ -কথোপকথন

বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস-আলালের ঘরের দুলাল

বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান-ইউসুফ জোলেখা

বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস-কপালকুণ্ডলা

বাংলা ভাষায় প্রথম ব্যকরণ -পর্তুগীজ বাংলা ব্যকরণ

বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ-বেদান্ত

বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক-কুলীনকুল সর্বস্ব

বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক -একেই কি বলে সভ্যতা

বাংলা ভাষায় রচিত প্রথম নাটক -ভদ্রাজুন

বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক -কৃষ্ণকুমারী

বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি -কীর্তি বিলাস

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য -পদ্মিনী উপাখ্যান

বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য- মেঘনাদবধ

বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক -স্বর্ণকুমারী দেবী
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী -দিকদর্শন

মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা -সমাচার সভারাজেন্দ্র

ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ -নীলদর্পন

ঢাকার প্রথম বাংলা ছাপাখানা- বাংলা প্রেস (আজিমপুর)

প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়- কাশিম বাজার

বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক (সম্পূর্ণ) - ভাই গিরিশচন্দ্র সেন।
#সাম্প্রতিক_দর্পন
.
১।শেখ হাসিনাকে বর্তমানে " জোয়ান অব আর্ক" হিসেবে আখ্যায়িত করেছে কে?
= শ্রীলংকার গার্ডিয়ান
২।শেখ হাসিনাকে  ‘মানবিক বিশ্বের প্রধান নেতা’ কোন সংস্থা বলেছে??
=  অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস
৩। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রবৃদ্ধিরর দিক থেকে পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে উক্তি টি-
=দৈনিক দ্য গার্ডিয়ান

৪।জাতীয় সংসদ কখন ২৫ মার্চকে 'গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
= ১১/০৩/২০১৭ ( মন্ত্রীপরিষদ দেয় ২০/০৩/২০১৭)নোট: আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
৫।মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য "মুক্তিমিত্র" কোথায় অবস্থিত
= কুষ্টিয়া
৬।"গাজী  আক্রমণ ২০১৭" কী?
=ভারতীয় সিনেমা ।  মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সাবমেরিন যুদ্ধ জাহাজ "গাজী "আক্রমণ করে ভারত। ফলে পাকিস্তান ৩/৪ ডিসেম্বর ভারত আক্রমণ করে। ফলে ভারত সক্রিয় ভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে ।
৭।কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ২০১৭ সালের স্বাধীনতা পদক লাভ করে?
 =মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
৮।বঙ্গবন্ধুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?
= মধুমতি( সূত্র : প্রথম আলো, ২৮/৯/১৭)
৯।ইন্টারপোলের বর্তমান সদস্য কত?
 = ১৯২ ( ফিলিস্তিন ও সোলেমান দ্বীপপুঞ্জ নতুন সদস্য)
১০।এসডিজি অর্জনে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ কোনটি?
=   অর্থায়নের অভাব

১১। ২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত??
=৭ম ( জনসংখ্যায় ৮ম)
১২।বাংলাদেশের   মানুষের গড় কত বছর ?
= ৭১.৬বছর ( পুরুষ ৭০.৩, নারী ৭২.৯)

১২।এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম কী?
=ওরিও
১৩।প্রথম পূর্ণাঙ্গ বাংলা কি-বোর্ড নাম কী?
= লজিটেক কে-১২০
১৪।বর্তমানে বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি??
= ৬৯। এ বছর দুটি নতুন আবিষ্কৃত হয়, আগে ছিল ৬৭
১৫।"আসগার্ডিয়া" কী?
= রাশিয়া কর্তৃক   মহাকাশে তৈরি একটি দেশের নাম।

১৬।তাইওয়ান গ্রিন' কী ?
= ভিয়েতনাম থেকে আনা একটি আমের জাত । নোট: ব্রুনাই কিং ও আমের জাত)
১৭।দেশে আবিষ্কৃত প্রথম সপ্তরথ মন্দির কোথায় অবস্থিত??
=বিরল, দিনাজপুর

১৮।International cricket council (ICC) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
= ১০৪ । টেস্ট খেলুডে-১২
১৯। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নিবে?
=  ১০ ( শীর্ষ ৮টি টেস্ট দল, ২ বাছাই পর্ব থেকে )

২০।২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কতটি দল অংশ নেবে?
= ৩২টি

২১।লালনের গান বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন কে??
=মুচকুন্দ দুবে
২২।(দেশের ৪০তম বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
= ড. বিশ্বজিৎ ঘোষ
২৩।বাংলাদেশে প্রথম গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
=সংযোগ

২৪। পর্যটন শিল্প প্রতিবছর বিশ্ব জিডিপিতে অবদান কত?
= ১০%
২৫।বাংলাদেশের সমরাস্ত্র কেনার অন্যতম প্রধান উৎস  কোন দেশ?
= চীন
২৬।পায়রা সমুদ্রবন্দর নিমার্ণে নিয়োজিত কোন দেশ?
=চীন
২৭।মাতারবাডি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে কোন দেশ
=জাপান
২৮। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
= আমেরিকা
২৯।সিলেট জেলাকে ব্র্যান্ডিং করা হচ্ছে কী নামে?
= "প্রকৃতিকন্যা ( নোট: সাগরকন্যা > পটুয়াখালি , হিমালয়ের কন্যা _ পঞ্চগড় , )
৩০।ভারতের ডাউকি নদী ও বাংলাদেশের পিয়াইন নদের মিলনস্থলে?
= সিলেটের জাফলং।
=======
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
১)আধুনিক মানুষের উদ্ভব- সেনোজোয়িক যুগে।
২)পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত সীমান্ত - স্পেন ও জিব্রাল্টার (১.৫৩কিমি) এর মধ্যে।
৩)নেদারল্যান্ড এর রাজধানীকে বিভক্ত রাজধানী বলা হয়।
৪)পয়সা বাংলাদেশ ব্যতিত ক্ষুদ্রতম মুদ্রা মিয়ানমারের।
৫)"নিঝুম সেতু"- মেঘনা মোহনা,সন্দ্বীপ, চট্টগ্রাম।
৬)মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ কৃষিজীবী- লিচেনস্ট্যাইনের(রাজধ­ানী-ভাদুজ)
৭)ঐতিহ্যগতভাবে যাযাবর- মৌরিতানিয়ার মানুষ।
৮)"কমনওয়েলথ " এর কোনো লিখিত সংবিধান নেই।
৯)মালীর পূর্বনাম ফরাসী সুদান।
১০)John Keats known as Greek Coleridge.
১১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল সংগগ্রহের মূল উদ্যোক্তা- আতাউল গনি ওসমানি।
১২)"ভেজাল " কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের।
১৩) ১৮৯৮ সালের স্পেন-আমেরিকান যুদ্ধের পর গুয়াম যুক্তরাষ্ট্রের অধীনে আসে।
১৪)১৯৭৩ সালে জাতিসংঘের মহাসচিব ড. কুর্ট ওয়ার্ল্ডহেইম গনভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত করেন।
১৫)"বিরোধী দল ছাড়া গণতন্ত্র  চলতে পারে না" উক্তিটি বঙ্গবন্ধুর।
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
→ সমসাময়িক ইনফরমেশন

# ট্রাম্প যুক্তরাষ্ট্রের - ৪৫ তম প্রেসিডেন্ট
→ ট্রাম্পের পররাষ্ট্রনীতি - "আমেরিকা ফার্স্ট"
→ পররাষ্ট্রমন্ত্রী - রক্স টিলারসন
.
# গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনে সব চেয়ে ধনী দেশ - কাতার
→ ২০২২ ফুটবল আয়োজক
→ রাজধানী - দোহা
→ মাথাপিছু আয়ে শীর্ষ দেশ
→ মাথাপিছু আয়ে গরীব দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
.
# " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিব কে দেখেছি" উক্তিটি " - ফিদেল ক্যাস্ট্র
→ কিউবার রাজধানী - হ্যাভানা
.
# বৃটিশ প্রধানমন্ত্রী - থেরেসা মে
→ Brexit - অর্থ EU থেকে বৃটেনের বের হয়ে যাওয়া
→ EU এর সদরদপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম
→ বর্তমান সদস্য - ২৮
→ ইউরো চালু - ০১/০১/১৯৯৯ ( বর্তমানে ১৯ টি দেশে ) 
→ ম্যাসট্রিট যুক্তি তে প্রতিষ্ঠিত হয় - EU
→ ইউরোমানি - লন্ডনভিত্তিক অর্থনৈতিক জার্নাল
.
# চীন - ভিয়েতনাম বিরোধপূর্ণ দ্বীপ - স্প্রাটলি দ্বীপপুঞ্জ
→ স্প্রাটলি দ্বীপপুঞ্জ - দক্ষিন চীন সাগরে
→ চীন - জাপান বিরোধপূর্ণ দ্বীপ - সেনকাকু
.
# দুই কোরিয়ার মাঝে শান্তি পল্লি - পানমুনজাম
→ উত্তর কোরিয়ার রাজধানী - পিয়ং ইয়ং
→ উত্তর কোরিয়ার মুদ্রা ওন
→ উত্তর কোরিয়া সিটিবিটি ত্যাগ করে ২০০৩ সালে
→ সম্প্রতি  ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কে আখ্যায়িত করেছেন - রকেট ম্যান হিসেবে
→ দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট - মুন যে ইন
→ দুই কোরিয়ার বিরোধ - পীত সাগর নিয়ে

.
# ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যের স্থান পালমিরা - সিরিয়ার প্রাচীন শহর
→ সিরিয়ার রাজধানী - দামেস্ক ( প্রাচীনতম রাজধানী শহর) 
→ আলেপ্পো, হোমস, রাকা,
→ বিপ্লবের রাজধানী বলা হয় হোমস শহর কে
.
# হুতি বিদ্রোহী - ইয়েমেন
.
# বোকো হারাম (জঙ্গীগোষ্ঠী - নাইজেরিয়া
→ বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ
.
# সর্বশেষ কমনওয়েলথ ত্যাগ করে - মালদ্বীপ
বর্তমান সদস্য = ৫২।
.
# OPEC এর সদস্য - ১৪ টি
→ সর্বশেষ - ইকুয়েডর গিনি
→ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া
.
# NATO এর সদস্য - ২৯
→ সর্বশেষ - মন্টিনেগ্রো 
→ সদরদপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম 
.
# আরব বসন্ত শুরু হয় - তিউনিসিয়া
.
# জাপানের নতুন সম্রাট - নারুহিতো থ্রোন, 
→ জাপানের  সম্রাটকে  মিকাডো বলে
.
# থাইল্যান্ড এ প্রচলিত আছে - চক্রি রাজ পরিবারের শাসন → থাই রাজা ভুমিবল ২০১৬ সালে মারা যান

# হিজবুল্লাহ জঙ্গীগোষ্ঠী - লেবানন

# তেহরিক ই তালেবান জঙ্গীগোষ্ঠী - পাকিস্তান

# লস্কর ই তাইয়্যেবাহ জঙ্গীগোষ্ঠী - কাশ্মীর

# তাহরির স্কয়ার - কায়রো মিশর

# ভারতের ১৪ তম রাষ্ট্রপতি - রামনাম কোবিন্দ
→ দলিত সম্প্রদায় এর

# '৮৮৮৮' হলো মিয়ানমারের গণতান্ত্রিক ছাত্র বিপ্লব
→ মিয়ানমারের সর্বশেষ সেনা শাসক - জেনারেল থিন সেইন

# ২০১৫ সালের সংবিধান মতে নেপাল - ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
→ নেপালের প্রধানমন্ত্রী - শের বাহাদুর দেউবা

# ক্রিমিয়া উপদ্বীপ - কৃষ্ণসাগরে
→ ক্রিমিয়া ইউক্রেন থেকে বিছিন্ন হয়ে বর্তমানে রাশিয়ার অংশ

→ ইউক্রেনের রাজধানী - কিয়েভ
→ অরেঞ্জ বিপ্লব হয় - ইউক্রেনে

#জনসংখ্যায় শীর্ষ দেশ চীন
→ বাংলাদেশ ৮ম

# সাম্প্রতিক গণভোটে পতাকা পরিবর্তন হয় - নিউজিল্যান্ডে
# গড় আয়ুতে শীর্ষে - জাপান
# সব থেকে,বেশি এইডস আক্রান্ত - লেসোথো
# বঙ্গবন্ধু স্ট্রিট - নিউ দিল্লি তে
# ফ্রান্সের নেপোলিয়ন খ্যাত সর্বকনিষ্ঠ ২৫ তম প্রেসিডেন্ট - ইমানুয়েল ম্যাঁখো

No comments