google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 6) - Job's Preparation BD

Search Here

Breaking News

বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 6)

Part – 6
*********************
Board :Abul Kalam Azad Sir
সব প্রশ্ন English ছিল।
বিষয়ঃকৃষি
1.height inch
কত
. ইন্চি= how many cm
.your height in cm
introduce yourself
4.tell about pen culture
external 1
1.what is soil?
2.components of soil
3.function of soil air
external 2
1.
এক কথায় aeo এর কাজ
.কি কি method use করে farmer এর কাছে technology transmit করবে
এরপর চলে আসতে বলল।
অর্ধেক পথ আসার পরে এক স্যার বলল captain সম্পর্কে তো ধরা হল না।পরে chairman sir বললেন থাক রমজান মাস নামাজ পরতে জেতে হবে।আর ওর নামের সাথে যখন তার মেয়ের নামের মিল আছে এমনিতেই পারবে।
তারপর সালাম দিয়ে বের হয়ে আসলাম।
*********************

5-6-2017
সমর চন্দ্র পাল
প্রফেশনা বাংলা
আমি ঢাকা জেলার দেখে জিজ্ঞেস করছে অামার চৌদ্দপুরুষ ঢাকার কিনা? এলাকার আগেকার অবস্থা কেমন দেখেছি।
আমার হল সূর্যসেন বলে, উনি কে? উনার সাথে জন মেয়ের নাম বল।
ইলা মিত্র কে, উনি কোন অঞ্চলের, তেভাগা আন্দোলন কি
প্রীতিলতার জন্মস্থান
বুদ্ধদেব বসু কে, তিরিশের কবি কারা, তিনি কালিদাসের কোন কাব্য অনুবাদ করেছের
কালিদাসের প্রধান কাব্যের নাম, অলকায় কে থাকে, নায়ক কে, কত বছরের জেল হয়, বউয়ের নাম
ব্যাকরণ কেন পড়ি
প্রমিত ভাষা কি
চলিত ভাষার পত্রিকার নাম, লেখক
১০ আগষ্ট মাসের দুই ঘটনা
১১ বঙ্গভবনে কে থাকে গণভবনে কে থাকে
১২ রাষ্ট্রপতির আগে কি বলতে হয়
১৪ বঙ্কিমের উপন্যাসের নাম
১৩ কপাল কুণ্ডলার নায়িকা কে, এই উপন্যাসের একটি কথিত উক্তি
১৪ রবি শব্দের প্রতিশব্দ
১৫ কবিতার লাইন বলে নাম বলতে বলেছে
১৬ মোহররম কবিতার দুই লাইন
১৭ আফতাব কোন ভাষার শব্দ
বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল

*********************
৩৬ তম ভাইভা অভিজ্ঞতা
তারিখ: ০১.০৬.১৭
বোর্ড : আনোয়ারা স্যার
বিষয় : কৃষি
সময় : - মিনিট
সিরিয়াল: ১৫ তম ( last man)
বসার অনুমতি দিয়েই সদস্যারা নাম নিয়ে জিজ্ঞেস করলেন 
আমি : বললাম জি
চে: আমার বোর্ড এর আগে ভাইভা দিছো
আমি : না
চে: আচ্ছা last man তো একটা প্রশ্ন করেই ছেড়ে দিব তোমার জন্ম তো এপ্রিল মাসে
এপ্রিল মাসের কিছু ঘটনাবলি বল
আমি: ১০ ১৭ এপ্রিল এর কথা বললাম। আর কিছু মনে আসতেছিল না। বললাম ম্যাডাম আর মনে পরছে না।
চে: মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল। 
আমি: মেহেরপুর বলার সাথে সাথেই বলল বাংলাদেশে হয়েছিল। সরি বলে বললাম ইন্ডিয়া তে। 
চে: ইডিয়ার কোথায়
আমি: অনেকক্ষন চিন্তা করে সরি বললাম ম্যাডাম বললেন ত্রিপুরা কি। বললাম হ্যা, সাথে সাথে ঠিক করে বলবা, আগপাছ চিন্তা না কইরা সরি বইল্যা দিছি যদি টোপ হয়। যদিওবা ans অইটাই তাও confuse হয়ে গেছিলাম।
চে: বাবা কি করে
আমি: জীবিত নাই
চে: আগে কি করতেন
আমি: answerd
তারপর family related আরো অনেক question korse চেয়ারম্যান এবং external রা।
এক্স: gmo কি
আমি: বললাম
এক্স: gmo ki same species করে নাকি different species e করে
আমি: বললাম
এক্স: bt brinjal amader জন্য ক্ষতিকর কিনা
আমি: না বলাতেই বলল তুমি তো বলবাই তোমরা breeder রা তো নেগেটিভ কিছু বলবাই না। তারপর দুইজুনের অনেক যুক্তি দেখানো হল
এরপর তারা নিজেরা শুরু করল bt brinjal nia আলোচনা। আমি বইসা বইসা শুনি আর সায় দেই।
এক্স: আচ্ছা bt develop করা হইছে কিভাবে। কোথা থেকে জিন আনছে
আমি : বললাম
এক্স: bt soyabin এর ক্ষেত্রে
আমি: বললাম
এক্স: তাহলে সব bt কি bacilus thurenguensis theke আনছে।
আমি : বললাম
তারপর তারা সয়াবিন তেল নিয়ে অনেক আলোচনা করছে।
by the way ম্যডাম কিন্তু সুর্যমুখী তেল খান। তাদের আলোচনার ফাকে আমি এদিক ওদিক করে আমার আগের জনের নাম্বার টা দেখে নিলাম, সে ক্যাডার।
এক্স : তুমি তো ভাল subject e পড়ছ cgpa ভালো research organization যেতে পার তো।
আমি: স্যার BARI, BJRI, BSRI,টে ভাইভা দিছি হয় না
এক্স: পোস্ট কম থাকে তো ওখানে
আবার তারা আলোচনায় করতে থাকলেন সেটা নিয়া
এক্স: green supar rice এর নাম শুনছ
আমি: না স্যার। golden rice এর নাম শুনছি। তবে বাংলাদেশে নাই। 
এক্স: mega variety বলতে কি বুঝ
আমি:ans
চে: তাহলে মেগা projectবলতে কি বুঝ। কয়টা
আমি: বললাম, ভুলে টা project বলছি
চে: ১০ টা বলে বলল টা শেষ হতে যাচ্ছে তাই paper দেখছো সেটা বলছো। 
চে: বৃহত্তম মেগা প্রোজেক্ট কোনটা?
আমি: বললাম
চে: আবার family related quetion. আচ্ছা যাও। 
উঠে দাড়াতেই তোমার নামের অর্থ কি
আমি :বললাম।
আচ্ছা যাও।
এই হল আমার আজকের ভাইভা অভিজ্ঞতা। সৃষ্টিকর্তার ইচ্ছায় পাশ যেন করি এই আর্শীবাদ চাচ্ছি সকলের কাছে। 

No comments