google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 1) - Job's Preparation BD

Search Here

Breaking News

বিসিএস ভাইভা অভিজ্ঞতা ( Part - 1)

Part - 7
*********************


বিসিএস (কৃষি)
বোর্ড : আবুল কালাম আজাদ
সময়: ২০মিনিট
ঢুকতেই চেয়ারম্যান স্যার বলল sit down, তারপর..
চে: সব পরিচয় একটার পর একটা বাংলায় জিজ্ঞেস করল, স্যার নাকি সব ইংলিসে ধরে, কিন্তু আমাকে বাংলায় ধরাতে আমি প্রথমে খুব খুশি। তারপর বলল, এতক্ষণ যা বাংলায় বলেছে এখন সব সিকুয়েন্সিয়ালি ইংলিসে বল। 
আমি: বললাম
চে: তোমার তো দেখি বোথে দেয়া ছিল।
আমি: জ্বি স্যা, বাংলা ২য় পত্র উত্তর করিনি।
চে: আচ্ছা, সংবিধান পড়েছ? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের উপাদান কয়টা, কি কি?
আমি: চারটা, জনগন, নির্দিষ্ট ভূ-খন্ড, সার্বভৌমত্ব বলে একটা ভুলে গেছি।
চে: ক্লু দিলেন, এদের চালায় কে?
আমি: স্যার, সরকার
চে: এটা ভুললে হবে?
চে: বর্তমানে বাংলাদেশে জিডিপির যে আকার এটা কত?
আমি: সরি স্যার, জিডিপিটা টাকার অঙ্কে মনে নাই, কিন্তু প্রবৃদ্ধি টা মনে আছে। তারপর সেটা বললাম।
চে: বাংলাদেশ তো বলছে জিডিপি এত, কিন্তু বিশ্বব্যাংক তো বলছে তা নয় সেটা কত?
আমি: বললাম, কিন্তু কনফিউজড হয়ে গেলাম
চে: তুমি কি শিয়র, দেখ পরিসংখ্যান কিন্তু বানিয়ে বলতে পারবে না।
আমি: স্যার, এইটাই মে বি দেখেছিলাম।
চে: সম্ভাব্য বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কত ধরা হয়েছে।
আমি: পারিনি
চেঃ পদ্মা সেতু হলে জিডিপিতে কতটুকু অবদান রাখবে।
আমি: ভুলে গিয়েছিলাম, পরিনি।
চে: পদ্মাসেতুর সাথে দেশের উন্নয়নের কি সম্পর্ক?
আমি: বললাম
চে: তোমার বাড়ি কোথায়, আচ্ছা উত্তরবঙ্গে, বল রাজশাহীর আমের সাথে যমুনা সেতু কি সম্পর্ক
আমি: বললাম
চেঃ ইদানিং তামাক নিয়ে একটা কথা হচ্ছে, তা কি?
আমি: বললাম, তারপর স্যার বলল যে সরকার তামাক চাষে যে ট্যাক্স ধরেছে তাতে যে টাকা পায়, তার চেয়ে ধুমপান করে যে ক্ষতি হয় এর চিকিৎসা বাবদ বেশি টাকা খরচ হয়। এতক্ষণে এক্স
এক্স : তামাক চাষে কি ক্ষতি হচ্ছে? তুমি একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কি করবা
আমি: বললাম
এক্স১: পারবে এভাবে চেঞ্জ করতে?
আমি: অবশ্যই পারব স্যার।
এক্স১: ১কেজি ধান উৎপাদন করতে কতটুকু পানি লাগে
আমি: ৫০০লি, বলে মনে মনে ভাবতেছি ৫০০০লি বলেছি।
এক্স১: কি বল, এটা সম্ভব
আমি: সরি স্যার, ৫০০০লি.
এক্স : বাংলাদেশে নতুন সম্ভাবনার খাত কি
আমি: বললাম, পাট, সবজি।
এক্স২: পাট চাষে বাংলাদেশ জিডিপিতে কতটুকু অবদান রাখতে পারবে? আজকের পত্রিকায় এসেছে। দেখে আসছ?
আমি: পারি নি। বললাম দেখেছি স্যার ইত্তেফাক পত্রিকা। মনে মনে ভাবলাম, মানুষের কাছে পত্রিকা নিয়ে শুধু তোফাজ্জল হোসেন সম্পর্কে দেখলাম, আর কৃষিতে সরকার ঋণ কত দিবে ২০১৭-১৮ তে তা দেখলাম আর ধরল কি
এক্স২: সবজি কোন দেশে রপ্তানি করা হয়?
আমি: বললাম, ইউরোপীয় দেশগুলোতে।
এক্স২: নির্দিষ্ট করে বল?
আমি: বললাম, যুক্তরাজ্য
এক্স২: আর কোথায়?
আমি: কিছুক্ষণ ভেবে বললাম, মধ্যপ্রাচ্যে
এক্স২ : কয়েকটা high value crop এর নাম বল?
আমি : প্রথমেই পাট বললাম, হয়েছে কি না জানি না। তারপর আর কয়েকটা বলেছি।
এক্স : কৃষির নতুন প্রযুক্তি এখন কি এসেছে যা নিয়ে তুমি কৃষকদের কাছে যাবা
আমি: এই সময় কিছুই মাথায় আসতেছিল না, পরে কম্বাইন হারভেস্টার বললাম, নতুন অ্যাপস এর কথা বললাম।
এক্স১: অ্যাপস দিয়ে কিভাবে কি করবে? কম্বাইন হারভেস্টার কি কৃষক নিবে, এত দাম?
তারপর, কৃষি সম্প্রসারন কর্মকর্তাদের অনেক কাজ, কৃষকদের সাথে থাকতে হয়, ধান কেটে মারাই করায় রাতে ফিরতে হয়, মটর সাইকেল চালিয়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় যেতে হয়, এসব প্রতিকূলতার মাঝে কাজ করতে প্রস্তুত?
আমি : জ্বি স্যার।
চে: আমি একটু ইন্টারফেয়ার করব, ওকে ছেড়ে দিব। বল, এখন ধান ক্ষেতে বা কোন ফসলের মাঠে বা কোন প্রদর্শনীতে যে লাঠির উপর শার্ট পড়িয়ে দিয়ে রাখা হয়, এটা কি?
আমি: বললাম, কাকতাড়ুয়া
চে: এভোয়ড বার্ড ওর এট্রাক্ট বার্ড
আমি: বললাম
চে: তুমি আসতে পার
এক্স১: বেস্ট অব লাক।
জানিনা কেমন দিলাম, আর উত্তরগুলো কিভাবে নিল? স্যার কেমন মার্ক দেয়?
সবার জন্য শুভকামনা।

*********************
বিসিএস (কৃষি)
বোর্ড আনোয়ারা বেগম
চেঃ জন্ম আগস্টে,আগস্ট কেন বিখ্যাত
=
১৫,২১ আগস্টের কথা বললাম
এক্স১ঃ ২১ আগস্ট একজন নারী মারা গেছেন,তার নাম জানেন
=
বললাম আইভি রাহমানের কথা
চেঃ ২১ আগস্টের দিন শেখ হাসিনা বেচেছিলেন কীভাবে
=
আমি বলা শুরু করলাম কিন্তু ম্যাম সব বলে দিলেন
বাড়ি কাউখালী? কাউখালীর বিখ্যাত ব্যক্তি কারা?
=
একজন সচিব ছিলেন তার নাম বললাম, ম্যাম বললেন একজন ভিসি আছেন তার নাম বলো
(
আমি ভাবলাম আমার ইউনির ভিসির বাড়ি কাউখালীর কাছে, ওনার কথা বলে কিনা) তো আমি . হারুন-অর-রশিদ, VC, PSTU বলায় ম্যাম বললেন, এই নামে ন্যাশনাল(এরপর ম্যামের সাথে সাথে আমিও বললাল ন্যাশনাল ইউনির ভিসির কথা (ম্যাম বললেন ওনার মত একজন বিখ্যাত লোকের কথা আগে বলবা না https://www.facebook.com/images/emoji.php/v9/fcb/1/16/1f641.png:-()
এক্স১ঃ এক্সটেনশন এডুকেশনের টিচিং মেথড গুলা কি
=
আমতা আমতা করে farmers call,field day,leaflet, telivision এগুলা বললাম
ঠিক আছে এগুলা টিচিং মেথড কিন্তু মূল মেথড মোট কতটি
=individual, group,mass
শব্দ তিনটা মাথায় আসছে কিন্তু বলতে পারিনাই https://www.facebook.com/images/emoji.php/v9/fcb/1/16/1f641.png:-(
চেঃ পিরোজপুরের বিখ্যাত ব্যাক্তি কারা
=
মতিয়া চৌধুরী বলার পরে তার নির্বাচনি এলাকা কোথায়, কেন জিজ্ঞেস করলেন,বললাম
জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা কারা
=
বীর উত্তম শাজাহান ওমরের কথা বললাম ম্যাম বললেন তার বাড়ি তো বরিশাল 
জেলার বিখ্যাত রাজাকার 
=
দেলোয়ার হোসেন সাঈদী
এক্স২ঃ ব্লাস্টের কজাল অর্গানিজম কি,কেন হয়
=
বললাম
মাঠে পূর্বে কোন ফসল ছিল যে জন্য ব্লাস্ট হইছে
=
বললাম আলু ছিল বলে
আলুর কথা যখন বল্লা তখন বলো PTM কি
=
পারিনাই https://www.facebook.com/images/emoji.php/v9/fcb/1/16/1f641.png:-(
চেঃ আচ্ছা ওরে এখন যেতে বলি
দোয়া টোয়া চেয়ে চলে আসলাম
পাস কি হবে?
*********************
৩৬তম ভাইভা অভিজ্ঞতা
//১৭
বোর্ড আনোয়ারা ম্যাডাম
বিষয়ঃ কৃষি
১০ মিনিট
ম্যাডামঃ স্কুল, কলেজ নিয়ে কথা বলছে কিছুক্ষণ। ২৫ ডিসেম্বর জন্মদিন এই দিনে আর কে জন্মগ্রহণ করেছে? তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন কোনটি?
আমিঃ উত্তর দিলাম। পরের টাতে প্রথমে ভুল করছিলাম পরে ঠিক উত্তর দিয়েছি
ম্যাডামঃ এলাকার মুক্তিযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির এর নাম ভুলে ক্যাপ্টেন জাহাঙ্গির আলম বলছি। পরেও ঠিক করে বলতে পারিনি। ম্যাডাম বলছে যে ওর পারতে হবে ওর বাড়ি বরিশাল। খুব বিরক্ত হইছে
এক্সটারনাল ১ঃ মাস্টারস করোনি, কোথায় করতেছো, সাব্জেক্ট কী? থিসিস কি নীয়ে?
আমিঃ উত্তর দিলাম
এক্স ১ঃ ভাসমান নীয়ে কাজ করতেছো তো চিনাশাক কেনো মানুষ যা বেশি খায় তাই নিয়া করতা। কেনো ভাসমান গুরুত্বপূর্ণ?
উত্তর দিছি
এক্স ২ঃ ভাসমান কে সম্প্রতি FAO কী হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর দিছি। 
এক্স ১ঃ হরটিকালচার তো আমের তিনটা জাতের নাম বলো আগাম মধ্যম শেষ ?
প্রথম টা ভুল বলছি। পরের দুটো ঠিক বলছি
এক্স ১ঃ আরে এগুলো তো সেকেলে নতুন তা বলো
সরি বলেছি
এক্স ১ঃ বলো বলো ভাঙ্গা দিয়ে নাম। পারিনি ম্যাডাম বলে দিয়েছেন হাড়িয়াভাঙ্গা। স্যার বলে আপনিই তো বলে দিয়েছেন। 
ম্যাডামঃ বাবুগঞ্জে বাসা। রাশেদ খান মেনন তোমাদের এলাকার  
ঃজ্বী
ঃতার দলের নাম কী
ঃউত্তর দিছি
ঃতোমাদের এলাকার সবাই কী এই দলের
না। সব দলের লোক আছে।
উনি কি নিজ দল থেকে নিরবাচিত হয়েছে
না
ম্যাডাম আওয়ামীলীগ যোগ দেয়ার পর এম পি হইছে
হ্যা
এক্স ২ঃ এরোমেটিক রাইস এরোমেতিক এর জন্য দায়ী কোন কেমিক্যাল
সরি স্যার। জানা নেই। 
ম্যাডাম সারটিফিকেট হাতে নিয়ে রেডি ছিলো। সরি বলার সাথে সাথে U may go now. 
thanks and salam diye ber hoye esechi


No comments