google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বাংলাদেশ বিষয়াবলী ২ - Job's Preparation BD

Search Here

বাংলাদেশ বিষয়াবলী ২

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
১। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয় ?
- ২০১০

২। মৌর্যযুগে বাংলার রাজধানী কোথায় ছিল ?
- পুন্ড্রনগর

৩।স্ফুটন শুরু হওয়ার কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবানু মুক্ত হয়?
-
১৫-২০মিনিট
৪।'বাংলার মাটি , বাংলার জল ' কবিতাটি কার?
-
রবীন্দ্রনাথ ঠাকুর 
৫। ১০ম শ্রেণিতে থাকতে জসীমউদদীনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
-
কল্লোল
৬। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত 'চর্যাপদ ' ১৯১৬ সালে কোথা থেকে প্রকাশিত হয়?
-
বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
৭। বাংলা পিডিয়া প্রকাশ করে
-
এশিয়াটিক সোসাইটি
৮।বাখরাবাদ গ্যাসক্ষেত্র টি কোথায় অবস্থিত?
-
কুমিল্লায়
৯। দি লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা 
-
মেজর সুখওয়ান্ত সিং
১০। স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউ গিনি কার অধীনে ছিল?
-
অস্ট্রেলিয়া 
১১।বাংলাদেশে নারী শিশু নির্যাতন আইন চালু হয় কবে 
-
২০০০ (সংশোধন ২০০৩)
১২।ভারতে উৎপত্তি দাবা খেলার আদি নাম
-
চতুরঙ্গ 
১৩। ১৯৭১ সালে পাক - হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন?
-
গ্রুপ ক্যাপ্টেন . কে. খন্দকার
১৪।বিখ্যাত নাট্যকার নুরুল মোমেন তাঁর 'নেমেসিস' নাটকে কোন মন্বন্তরকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন?
-
পন্চাশের মন্বন্তর বা বাংলা ১৩৫০ ইংরেজি ১৯৪৩ সালের মহাদুর্ভিক্ষ
১৫। বাংলা সাহিত্যের 'দু:খবাদী কবি' কে?
-
যতীন্দ্র সেনগুপ্ত


বাংলাদেশের বিল, হাওর, লেক, সমুদ্র, চর দ্বীপ
---------------------------------------------------------
/ আড়িয়াল বিল অবস্থিতমুন্সিগঞ্জে।
/ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদিআত্রাই।
/ বাংলাদেশেরপশ্চিমা বাহিনীর নদীবলা হয়বিল ডাকাতিয়াকে।
/ টাঙ্গুয়ার হাওর অবস্থিতসুনামগঞ্জে।
/ বাংলাদেশের সর্বোচ্চ স্বাদু পানির হৃদবগা লেক (বান্দরবান)
/ দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেকমহামায়া (চট্টগ্রাম)
/ বাংলাদেশের বৃহত্তম বিলচলন বিল।
/ বাংলাদেশের মিঠাপানিত মাছের প্রধান উৎসচলন বিল।
/ বিল ডাকাতিয়া অবস্থিতখুলনা জেলার ডুমুরিয়ায়।
১০/ তামাবিল অবস্থিতসিলেটে।
১১/ চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিতফয় লেক।
১২/ বাংলাদেশের সর্ববৃহৎ হাওরহাকালুকি হাওর।
১৩/ বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকতকক্সবাজার সমুদ্র সৈকত।
১৪/ যে সমুদ্র সৈকতে সূর্যোদয় সুর্যাস্ত দেখা যায়কুয়াকাটা সমুদ্র সৈকত।
১৫/ বাংলাদেশের সমুদ্র বন্দর 3 টিচট্টগ্রাম মংলা এবং পায়রা
১৬/ পাথর সমৃদ্ধইনানি বিচঅবস্থিতকক্সবাজারে।
১৭/ কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয়সাগর কন্যা।
১৮/ চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিতকর্ণফুলী নদীর তীরে।
১৯/ কাপ্তাই হৃদ অবস্থিতরাঙামাটিতে।
২০/ মংলা সমুদ্র বন্দর অবস্থিতপশুর নদীর তীরে।
২১/ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলেভেঙ্গী ভ্যালী।
২২/ হালদা ভ্যালি অবস্থিতখাগরাছড়িতে।
২৩/ ‘বলিশিরা ভ্যালিঅবস্থিতমৌলভিবাজার জেলায়।
২৪/ ‘নাপিত খালি ভ্যালিঅবস্থিতকক্সবাজার।
২৫/ দেশের সবচেয়ে বড় দীঘিরামসাগর (দিনাজপুর)

No comments