Search Here

Breaking News

মুক্তিযুদ্ধ-1

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
=================
বিষয়  মুক্তিযুদ্ধ।
. কার নির্দেশে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
: তাজউদ্দীন আহমদ
. মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে?
: ১৫ ডিসেম্বর ১৯৭৩
. ১৯৭০-এর সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের কতটি আসনের কতটিতেই আওয়ামী লীগ জয়লাভ করে?
: ১৬৯,১৬৭.
. ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কত তারিখে বাঙালিদের মুক্তিসংগ্রামের প্রতি তাঁর সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন?
: ২৭ মার্চ।
. কাদের বাহিনী গঠিত হয় কোন জেলায়?
: টাংগাইল
. ব্রিগেডের অধিনায়ক ছিলেন কারা?
: জিয়া(Z), সফিউল্লাহ (S), খালেদ মোশাররফ(K).
. কোথায় এবং কত তারিখে বাংলাদেশ বিমানবাহিনী গঠিত হয়?
: নাগাল্যান্ডের দিমাপুরে, ২৮ সেপ্টেম্বর
. কত জন বিমানসেনা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়?
: ৬৭.
. দেশের প্রথম নৌবহর কোনটি এবং কত তারিখে উদ্বোধন করা হয়?
: ‘বঙ্গবন্ধু নৌবহর নভেম্বর।
১০. পাকিস্তানের পক্ষে মৌন সম্মতি দেয় কোন দেশ?
: চীন যুক্তরাষ্ট্র।
১১. 'বেলুচিস্তানের কসাই' বলা হয় কাকে?
: টিক্কা খানকে।
১২. ঢাকা ত্যাগ করা আদেশ সত্ত্বেও কোন বিদেশি সাংবাদিক ঢাকা ত্যাগ করেননি বরঞ্চ গণহত্যার খবর সারা পৃথিবীকে জানিয়ে দেয়?
: সাইমন ড্রিং। তিনি ওয়াশিংটন পোস্টের মাধ্যমে গণহত্যার খবর প্রকাশ করেন।
১৩. 'সপ্তম নৌবহর' কী?
: পাকিস্তানকে সমর্থন করে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ।
১৪. স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দান করে প্রথম কোন দেশ?
: ভুটান, তারবার্তার মাধ্যমে।
১৫. কোন বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে?
: রায়ের বাজার বধ্যভূমি।
১৬. ৭১' এর যুদ্বে কোন আন্তর্জাতিক সংস্থার অবহেলা পরিলক্ষিত হয়?
: জাতিসংঘ।
১৭. বীরশ্রেষ্ঠ দের মধ্যে ল্যান্সনায়েক পদবী ছিলেন কয়জন?
: জন।
১৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরচরমপত্রনামক কথিকা কে পাঠ করতেন?
: এম আর আখতার মুকুল।
১৯. বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
: শহীদুল ইসলাম(লালু), বীর প্রতীক।
২০. ২৬ মার্চ জাতীয় দিবস ঘোষণা করা হয় কবে?
: ১৯৮০, অক্টোবর

No comments