google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 কাজী_নজরুল_ইসলাম: - Job's Preparation BD

Search Here

Breaking News

কাজী_নজরুল_ইসলাম:

০১। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? =
মৃত্যুক্ষুধা ।
০২। বাংলাদেশের জাতীয় কবি কে ? = কাজী
নজরুল ইসলাম ।
০৩। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
= কাজী নজরুল ইসলাম ।
০৪। ‘ সৈনিক কবি’ কে ? = কাজী নজরুল ইসলাম ।
০৫। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা
কোনটি ? = বাউণ্ডূলের আত্নকাহিনী ।
০৬। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত
কাব্যগ্রন্থ কোনটি ? = অগ্নিবীণা।
০৭। কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্যটি
প্রকাশিত হয় = ১৯২২ সালে ।
০৮। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের
‘ অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় ? =রক্তাম্বর
ধারিণী মা ।
০৯। কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’কাব্যের
প্রথম কবিতা কোনটি ? = প্রলয়োল্লস ।
১০। ‘ বিদ্রোহী’ কবিতাটি নজরুল ইসলামের কোন
কাব্যগ্রন্থের অন্তর্গত ? = অগ্নিবীণা ।
১১। ‘ দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের
কোন কাব্যগ্রন্থ অন্তভুক্ত ? = সিন্ধু হিন্দোল ।
১২। কাজী নজরুল ইসলামের ‘ কান্ডারী হুসিয়ার ‘
কবিতাটি কোন কাব্যের অন্তভুক্ত ? = অগ্নিবিনা ।
১৩। ‘ সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ? = কাজী
নজরুল ইসলাম ।
১৪। কাজী নজরুল ইসলাম ‘ সঞ্চিতা’ কাব্যটি কাকে
উৎসগ করেছিলেন ? = রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৫। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম
কি ?= ধূমকেতু ।
১৬। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘
ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা ? = পত্রিকা ।
১৭। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম
কারাবরণ করেন ? = আনন্দময়ীর আগমন ।
১৮। কথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের
সূচনা ঘটে ? = লেটোর দলে ।
১৯। বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে
আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন ? = কাজী
নজরুল ইসলাম ।
২০। কাজী নজরুল ইসলামের রচিত ‘ ব্যথার দান’
কোন শ্রেণীর রচনা ? = গল্প ।
২১। কাজী নজরুল ইসলামের ‘ মৃত্যুক্ষুধা’ উপন্যাসের
পটভুমি কি ? = নদীয়ার চাঁদ সড়কের জনজীবন ।
২২। ‘ চক্রবাক’ কার রচনা ? = কাজী নজরুল ইসলাম ।
২৩। কোনটি ঠিক ? = সিনন্ধু হিন্দোল [কাব্য ] ।
২৪। কাজী নজরুল ইসলামের ‘ বুলবুল’ কি ধরনে গ্রন্থ ?
= গানের বই ।
২৫। নজরুল ইসলামের ‘পদ্মখরো’ গল্পের নায়িকা
কে ? = জোহরা ।
২৬। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত ? =
সাম্যবাদী ।
২৭। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? =
কুহেলিকা ।
২৮। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি ? =
বাঁধনহারা ।
২৯। কাজী নজরুল ইসলামের ‘ সাম্যবাদী’ কবিতাটি
প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?= লাঙ্গল । ৩০
৩০। জাতীয় কবির রচনা হলো = চন্দ্রবিন্দু ।
৩১। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ? =
বিষের বাঁশি ।
৩২। কোনটি গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?
= শেষ প্রশ্ন ।
৩৩। ‘ সর্বহারা’ কাব্যের লেখক কে ? =কাজী নজরুল
ইসলাম ।
৩৪। ‘ ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছে = কাজী নজরুল
ইসলাম ।
৩৫। কাজী নজরুল ইসলামের নাটক কোনটি ? =
ঝিলিমিলি ।
৩৬। কাজী নজরুল ইসলামের ‘ ছায়ানট’ কি ধরনের
গ্রন্থ ? = কাব্যগ্রন্থ ।
৩৭। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ? =দোলন
চাঁপা ।
৩৮। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য ? =
দোলনচাঁপা ।
৩৯। ‘ বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি
কে রচনা করেন ? = কাজী নজরুল ইসলাম।
৪০। ‘ খেয়া পারের তরণী’ কবিতার কবি কে ? =
কাজী নজরুল ইসলাম ।
৪১। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে
যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম কি ? = কবি
কাজী নজরুল ইসলাম ।
৪২। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে
স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ? = ১৯৭৪ সালে

৪৩। কাজী নজরুল ইসলামের মৃত্যুবরণ করেন কোন
সালে ? = ১৯৭৬ ।
৪৪। কাজী নজরুল ইসলামের মৃত্যু সন হলো = ১৩৮৩
বঙ্গাব্দ ।
৪৫। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি ? =
১৮৯৯- ১৯৭৬ ।
৪৬। ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে ? = কাজী
নজরুল ইসলাম ।
৪৭। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা =
ধুমকেতু ।
৪৮। ‘ দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা;সুধিতে
হইবে ঋণ’ লাইনটি কোন কবির একটি কবিতার
লাইন ? = কাজী নজরুল ইসলাম ।
৪৯। ‘ মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কার ? = কাজী নজরুল
ইসলাম।
৫০। ‘দুদিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে ? =
কাজী নজরুল ইসলাম ।
৫১। ‘ ফণীমনসা’ কাব্যের রচয়িতা কে ? = কাজী
নজরুল ইসলাম।
৫২। ‘ মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী; আর হাতে
রণতূর্য’ নজরুল ইসলামের = ‘ বিদ্রোহী’ কবিতার
একটি চরণ ।
৫৩। ‘বউ কথা কও; বউ কথা কও কও কথা অভিমানী
সেধে সেধে কেঁদে কেঁদে যাব কত যামিনী’’। এই
কবিতাংশটুকুর কবি কে ? = কাজী নজরুল ইসলাম ।
৫৪। ‘ কাণ্ডারি এ তরীর পাকা মাঝি মাল্লা দাড়ি
মুখে সারিগান – লা শরীক আল্লাহ’ । উদ্ধৃতাংশটুকু
কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া
হয়েছে? = খেয়াপারের তরণী ।
৫৫। কান্ডারি এ তরীর পাকা মাঝি মাল্লা ; দাড়ি
মুখে সারি গান – লা শরীক আল্লহ ।এখানে দাড়ি
– মুখে’ বলতে কি বোঝানো হয়েছে ? = দাড় বাহী
দের মুখে ।
৫৬। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে
বাদ –প্রতিবাদ …।কোন কবির উক্তি ? = কাজী
নজরুল ইসলাম ।
৫৭। আমি চাইনা বিচার হাশরের দিন চাই করুণা
তোমার; ওগো হাকিম । -চরণ দুটি কার ? = কাজী
নজরুল ইসলাম ।
৫৮। ‘ বল বীর চির উন্নত মম শির’ – কার উক্তি ? =
কাজী নজরুল ইসলাম ।
৫৯। ‘ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু
নাই নহে কিছু মহীয়ান ।‘- উক্তিটি কার ? = কাজী
নজরুল ইসলাম।
৬০। গাহি সাম্যের গান – ধরণীর হাতে দিল যারা
আনি ফসলের ফরমান। -পংন্তিটি কাজী নজরুল
ইসলাম রচিত কোন কবিতার অংশ ? = মানুষ ।
৬১। ‘কাঁটা কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া
গেনু ভালে তোর বেদনার টীকা’ – এ উদ্ধতাংশটি
কোন কবির রচনা ? = কাজী নজরুল ইসলাম ।
৬২। কোন কাব্য গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত
নয় ? = রত্তরাগ ।
৬৩। ‘ রুদ্রমংল’কার লেখা ? = কাজী নজরুল ইসলাম ।
৬৪। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? =
সিন্দাবাদ।
৬৫। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি
হারিয়ে ফেলেন ? = চল্লিশ ।
৬৬। কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন – =
মাজারের খাদেম ।
৬৭। কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল
ইস্লামেরলেখা ? = পদ্ম গোখরা ।
৬৮। ‘ ব্যাথার দান’ বইইয়ের লেখক কে ? = কাজী
নজরুল ইসলাম ।
৬৯। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা
নয় ? = মহাশশ্মান ।
৭০। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? =
পথেরপাঁচালী ।
৭১। নিচের কবিতাংশ জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের কোন কবিতার অংশ তা নিদেশ করুন – ‘
নিলসিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল
তেরি খুন কিয়া খুনিয়া । কাঁদে কোন ত্রন্দসি
কারবালা ফোরাত সে কাঁদনে আসু আনে সিমারের
ছোরাতে । = মোহররম ।
৭২। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ?
= ছায়া হরিণ ।
৭৩। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সংগীত
রচয়িতা যথাক্রমে – = কাজী নজরুল ইসলাম ও
রবীন্দ্রনাথ ঠাকুর ।
৭৪। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ? =
একটিও নয় ।
৭৫। কোনটি হযরত মুহাম্মাদ সাঃ এর জীবনী গ্রন্থ ?
= মরুভাস্কর ।
৭৬। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে
চলচ্চিত্র নির্মাণ করা হয় ? = কানাডা ।
৭৭। ‘ দুর্গম গিরা কান্তার মরু দুস্তর পারাবার
হে’গানটির রচয়িতা হলেন – = কাজী নজরুল ইসলাম
৭৮। কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে
সম্মানসূচক ডি, লিট উপাধি লাভ করেন ?=ঢাকা
বিশ্ববিদ্যালয় ।
৭৯। আমি চির দুর্দম ,দুবিনিত ,নৃশংস , মহা –
প্রলয়ের আমি নটরাজ ,আমি সাইক্লোন ,আমি ধ্বংস
। পং ন্তিটি কাজী নজরুল ইস্লামেরকন কবিতার
অংশ ? = বিদ্র্যোহি ।
৮০। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?
= ১৪০০ সাল ।
৮১। ‘ বিষের বাঁশি’কে রচনা করেন ? = কাজী নজরুল
ইসলাম ।
৮২। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম
নির্দেশ করুন = ধ্রুব ।
৮৩। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত
নয় ? = নীল দপন ।
৮৪। ‘’বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর /
অধেক তার করিয়াছে নারী অধেক তার
নর’’কবিতাংশটি কোন কবির লেখা ? = কাজী
নজরুল ইসলাম।
৮৫। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে’ত্রাসে
কেঁপে তরণীর পাপী যত নিঃস্বে’ । কবিতাংশটি
কোন কবির ? = কাজী নজরুল ইসলাম ।

No comments