google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 বাংলাদেশ বিষয়াবলী (মিক্সড) - Job's Preparation BD

Search Here

Breaking News

বাংলাদেশ বিষয়াবলী (মিক্সড)

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
====================
১। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  নিয়ে নির্মিত টেলিভিশন নাটকটির নাম কী ?
= মহামানবের দেশে  ।
২। বাংলাদেশ জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে কবে ?
= ২২  এপ্রিল ২০১৬
৩। বিশ্বে ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি ?
= দক্ষিণ কোরিয়া
৪। এশিয়ার পোস্ট অফিস হিসেবে খ্যাত কোন দেশ ?
= হংকং
৫। ২০১৮ সালে রাশিয়া অনুষ্ঠিত হবে ফিফার কত বিশ্বকাপ ফুটবল ?
= ২১তম  ।
৬। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি ?
= লালমাই (কুমিল্লা) , ৪৯১তম  ( জাতীয় তথ্য বাতায়ন )
৭। সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে ?
= ওয়াসফিয়া নাজরীন
৮। ফিফার ১ম নারী  মহাসচিব কে ?
= ফাতেমা সামবা
৯। ২০১৬ সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি ?
= নরওয়ে । বাংলাদেশ ১৩৯ তম ।
১০ । বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি?
= বাল্লা , চুনারুঘাট( হবিগঞ্জ)  ( ২৩তম )
১১। বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর কোনটি ?
= সুনামগঞ্জ , ৩০তম ।
১২ । বাংলাদেশের সর্বশেষ সমুদ্রবন্দর কোনটি ?
= পায়রা , পটুয়াখালী । ৩য়।
১৫।বাংলাদেশের সর্বশেষ পৌরসভা কোনটি ?
= দোহাজারী , চট্টগ্রাম । ৩২৭তম ।
১৬। বাংলাদেশের সর্বশেষ থানা কোনটি ?
= মাধবদী ( নরসিংদী ) , মহিপুর ( পটুয়াখালী) । দুটোই একই দিনে হয় । মোট : ৬৩৯ ।
১১। বাংলাদেশে মোট শিক্ষা বোর্ড রয়েছে ?
= ১১টি । সর্বশেষ : ময়মনসিংহ ।
১২ । বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন রয়েছে কতটি ?
= ১১টি । সর্বশেষ : গাজীপুর ।
১৩। বাংলাদেশের মোট বিভাগ মোট কয়টি ?
= ৮টি । সর্বশেষ : ময়মনসিংহ
১৪ । বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে কতটি ?
= ৪৫৫৪ ( জাতীয় তথ্য বাতায়ন ) , ৪,৫৫৩টি ( পরিসংখ্যান পকেট বুক )
১৫। বাংলাদেশের সর্ববৃহৎ বীজ খামার কোথায় অবস্থিত ?
= দশমিনা , পটুয়াখালী ।
১৬। বাংলাদেশে সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান কোথায় পাওয়া গেছে ?
= তাজপুর, বদলগাছি, নওগাঁ ।

১৭ । বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ কত ?
= ৮০কি.মি.
১৮ । জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধির নাম কী ?
= মাসুদ বিন মোমেন ।
১৯ । কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ পুরস্কার লাভ করেন ?
= ২০১৫ ।
২০ । অর্থনৈতিক সমীক্ষা- ২০১৭ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ?
= ১০৭৭জন/ প্রতি বর্গ কি.মি
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
,
বিষয়_মুক্তিযুদ্ধ_বিষয়ক_লেখালেখি
১. 'মা' এবং 'জননী সাহসিনী ১৯৭১' লেখাসমূহ কার?
উ: আনিসুল হক।
২. মুহম্মদ জাফর ইকবাল এর লিখিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনাবলী...
উ: 'কাচ সমুদ্র', 'আমার বন্ধু রাশেদ', 'ক্যাম্প', 'আকাশ বাড়িয়ে দাও'।
৩. 'মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ' লেখাটি কার?
উ: তপন বাগচী।
৪. 'স্মৃতি অম্লান ১৯৭১' লেখাটি (স্মৃতিচারণ) কার?
উ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
৫. 'একাত্তরের নয় মাস' দিনপঞ্জিটি কে লিখেছেন?
উ: রাবেয়া খাতুন।
৬. 'একাত্তরের গণহত্যা নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার' লেখাটি কার?
উ: শাহরিয়ার কবির।
৭. 'The Cruel Birth of Bangladesh' লিখেছেন কে?
উ: Archer K Blood
৮. 'DISCOVERY OF BANGLADESH' কে লিখেছেন?
উ: Stephen M. Gill
৯. ' আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে?' 'এইটুকু শিশু এতবড় চোখ দিশেহারা মা কারকাছে ছোটে' কোন কবিতার অনুবাদকৃত লাইন?
উ: 'সেপ্টেম্বর অন যশোর রোড'( আ্যলেন গিন্সবার্গ)
১০. 'শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন' এখানে কবি কে?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ( কবিতাটি নির্মলেন্দু গুনের,
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো)
১১. "কাঁধে স্টেন, কোমরে কার্তুজ, হাতে উন্মত্ত গ্রেনেড " কোন কবিতার চরণ?
উ: 'কনসেন্ট্রেশন ক্যাম্প' - রুদ্র মুহান্মদ শহীদুল্লাহ
১২. 'এ লাশ আমরা রাখবো কোথায়' কার লেখা কবিতা?
উ: হুমায়ুন আজাদ।
১৩. 'জয় বাংলা, বাংলার জয়' ' একতারা তুই দেশের কথা' গান দুটি কার লেখা?
উ: গাজী মাজহারুল আনোয়ার।
১৪. গোবিন্দ হালদার রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গান....
উ: 'মোরা একটি ফুলকে বাচাব বলে..' ' এক সাগর রক্তের বিনিময়ে..' পূর্ব দিগন্তে,সূর্য উঠেছে..'
১৫. 'জনতার সংগ্রাম চলবেই' কার লেখা গান?
উ: সিকান্দার আবু জাফর।
১৬. 'নোঙ্গর তোল তোল' গানটির গীতিকার ও সুরকার কে?
উ: গীতিকার নঈম গহর, সুরকার সমর দাস

No comments