Search Here

Breaking News

সাম্প্রতিক -1

১।সম্প্রতি ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= ব্রাসেলস , বেলজিয়াম |২৮তম সম্মেলন ছিল। ন্যাটো বিশ্বের বৃহত্তম সামরিক জোট। গঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯। সদর দপ্তর , ব্রাসেলস , বেলজিয়াম ।মোট সদস্য- ২৯ টি।সর্বশেষ:মন্টেনিগ্রো ।
২।সম্প্রতি জি-২০ এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
= হার্মবুগ , জার্মানি, । ১২ তম, ৮ - ৯ জুলাই , ২০১৭ ।সদস্য রাষ্ট্র ১৯ ও একটি সংস্থা।
৩।ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার -২০১৭ লাভ করেন কে ?
David Grossman । গ্রন্থ :A Horse Walks Into a Bar ।

৪।২০১৭ সালের ৭০তম কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবির(পাম ডি অর চলচ্চিত্রের নাম কী ?
=The square : সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ড। কান কান চলচ্চিত্র উৎসব হয় ফ্রান্সে।
৫।আইএস দের আক্রমণের শিকার মুসলিম অধ্যুষিত "মারায়ি" অঞ্চল কোথায় অবস্থিত ?
= ফিলিপিনসে।
৬।জাপানের পরবর্তী সম্রাট হতে যাচ্ছেন কে?
=প্রিন্স নারুহিতো । সম্রাট আকিহিতো (বর্তমান)
৭।২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
=১২৮ তম
৮।সম্প্রতি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় কোন দেশকে
=কসোভোকে।২৭ ফেব্রুয়ারি ২০১৭ ।
৯।দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
=বেগম কবিতা খানম
১০।বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
-ভুটান।
১১।সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন সংশোধনীকে বাতিল ঘোষণা করে?
- ষোড়শ , বিষয়বস্তু : বিচারপতিদের অভিশংসনে সংসদের হস্তক্ষেপ


******************************

মুক্তিবেটি খ্যাত বীরমুক্তি যোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
- খাসিয়া
২।সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে "বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা" প্রদান করা হয়েছে?
- অটল বিহারি বাজপেয়িকে
৩। কোন কবি একক ভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ , ভারত, শ্রীলংকা
৪।সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- নয়া দিল্লি, ভারত
৫। একুশে পদক প্রবর্তিত হয় কবে?
- ১৯৭৬
৬। ব্রিটন উডস ইনস্টিটিউশন কয়টি?
-২ টি। বিশ্বব্যাংক ও আইএমএফ
৭।কিয়াট কোন দেশের মুদ্রার নাম?
- মিয়ানমার
৮। দুশনবে কোন দেশের রাজধানীর নাম?
- তাজিকিস্তান
৯। বিমসটেকের সদস্য সংখ্যা কত?
- ৭টি
১০। ঝরনার শহর হিসেবে খ্যাত কোন শহর
- তাসখন্দ
১১।মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের কত নাগরিক ভারতে শরণার্থী হিসেবে গমন করেছিল?
- ১কোটি
১২।বিশ্রাম রত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে
-৭২
১৩।২৫ এপ্রিল , ২০১৫ এপ্রিলে নেপালে সংঘটিত ভূমিকম্পের মাত্রা কত ছিল?
-৭.৯
১৪।সুপার ৩০১ কী?
- আমেরিকান ট্রেড ল
১৫।আঙ্কটাড এর সদর দপ্তর কোথায়?
- জেনেভা
https://bcsbdstudy.blogspot.com/2017/07/1_12.html

No comments