বিষয়ঃ ১৭তম সংশোধনী। প্রসঙ্গঃ ২৫ বছর মেয়াদ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?
বিষয়ঃ ১৭তম সংশোধনী।
প্রসঙ্গঃ ২৫ বছর মেয়াদ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?
সংবিধানের ১৭তম সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো হয়েছে।
প্রশ্ন হলো ২৫ বছর বলতে কী বোঝানো হয়েছে?
সংবিধানে ২০১৮ সালে নারীদের সংরক্ষিত আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো হয়েছে ১৭তম সংশোধনীর মাধ্যমে। এখানে ২৫ বছর বলতে আসলে কোন সময়কে বোঝানো হয়েছে? এখানে ২৫ বছর বলতে
একাদশ সংসদের প্রথম দিন থেকে পরবর্তী ২৫ বছরের জন্য জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। সে হিসাবে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৪ সাল পর্যন্ত। বাস্তবে ২৫ বছর বলতে কী তাই বোঝানো হয়েছে?
একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। মনে করুন এখন ২০৪৪ সাল। কিন্তু নতুন সংসদ মাত্র ৬ মাস অতিক্রম করেছে। আইনানুসারে তো সংরক্ষিত নারী আসনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু না ১৭তম সংশোধনীতে বলা হয়েছে যে এই রকম পরিস্থিতি হলে উক্ত সংসদের পুরো মেয়াদ শেষ করতে হবে। অর্থাৎ ২৫ বছর বলতে রানিং সংসদের পুরো মেয়াদকেও ধরতে হবে। সে হিসাবে ২৫ বছর বলতে নতুন সংসদের ৪.৫ বছরও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আইনগত ধারাবাহিকতা রক্ষার জন্য এই ৪.৫ বছর আপনি পেয়ে যাচ্ছেন। এটাই
হচ্ছে এই সংশোধনীর বিশেষত্ব।
আপনার টেবিলে যে বইটি আছে সেটিতে এই বিষয়টি ক্লিয়ার করেছে কিনা দেখুন।
©Hasan Zahid
LL.B(DU), LL.M(DU)
প্রসঙ্গঃ ২৫ বছর মেয়াদ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?
সংবিধানের ১৭তম সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো হয়েছে।
প্রশ্ন হলো ২৫ বছর বলতে কী বোঝানো হয়েছে?
সংবিধানে ২০১৮ সালে নারীদের সংরক্ষিত আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো হয়েছে ১৭তম সংশোধনীর মাধ্যমে। এখানে ২৫ বছর বলতে আসলে কোন সময়কে বোঝানো হয়েছে? এখানে ২৫ বছর বলতে
একাদশ সংসদের প্রথম দিন থেকে পরবর্তী ২৫ বছরের জন্য জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। সে হিসাবে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৪ সাল পর্যন্ত। বাস্তবে ২৫ বছর বলতে কী তাই বোঝানো হয়েছে?
একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবে। মনে করুন এখন ২০৪৪ সাল। কিন্তু নতুন সংসদ মাত্র ৬ মাস অতিক্রম করেছে। আইনানুসারে তো সংরক্ষিত নারী আসনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু না ১৭তম সংশোধনীতে বলা হয়েছে যে এই রকম পরিস্থিতি হলে উক্ত সংসদের পুরো মেয়াদ শেষ করতে হবে। অর্থাৎ ২৫ বছর বলতে রানিং সংসদের পুরো মেয়াদকেও ধরতে হবে। সে হিসাবে ২৫ বছর বলতে নতুন সংসদের ৪.৫ বছরও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আইনগত ধারাবাহিকতা রক্ষার জন্য এই ৪.৫ বছর আপনি পেয়ে যাচ্ছেন। এটাই
হচ্ছে এই সংশোধনীর বিশেষত্ব।
আপনার টেবিলে যে বইটি আছে সেটিতে এই বিষয়টি ক্লিয়ার করেছে কিনা দেখুন।
©Hasan Zahid
LL.B(DU), LL.M(DU)
No comments