Search Here

Breaking News

Bcs Preliminary Preparation: Bangladesh affairs

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ
১।"মুজিব ব্যাটারি" বলতে কি বোঝায়?
= ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গোলন্দাজ বাহিনী

২।তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি- গানটির গীতিকার ও সুরকার কে?
=আব্দুল লতিফ।
৩।বাংলাদেশের কয়টি ব্যাংকের মাধ্যমে "পেপাল" সুবিধা পাওয়া যাবে?
= ৯
৪।পদ্মা সেতুর কোন পিলারে প্রথম স্প্যান বসানো হয়েছে-
=৩৭ এবং ৩৮(৩০ সেপ্টম্বর , ২০১৭)
৫।থেগামুখ স্থলবন্দরটি কোথায়?
=রাঙামাটি
৬।চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত?
= খাগড়াছড়ি

৭।রোয়াইলবাড়ি দুর্গ কোথায় অবস্থিত?
= কেন্দুয়া , নেত্রকোনা
৮।শাক্যমুনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?
= মিরপুর, ঢাকা (নোট: মহামুনি বিহার= রাউজান, চট্টগ্রাম)
৯। "যশোর রোড়" ভাস্কর্যটির শিল্পী কে?
= রাশা
১০।"স্ফুলিঙ্গ" ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত??
=রাজশাহী বিশ্ববিদ্যালয়
১১।'রাসলীলা' কোন সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব?
=মণিপুরী

১২।বাংলাদেশ যুক্তরাষ্ট্র HANA চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
=আগষ্ট ১৯৯৮ সালে

১৩।সাত গম্বুজ মসজিদ, ছোট কাটরা , চকের মসজিদ , লালবাগ দুর্গের নির্মাতা কে ?
= শায়েস্তা খান
১৪।বাংলার প্রথম সুবাদার কে ?
= ইসলাম খান।
১৫।পর্তুগিজ জলদস্যুদের কী বলা হতো?
= হার্মাদ।
১৬।পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
= প্রধানমন্ত্রী
১৭।পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?
= পরিকল্পনা কমিশন
১৮।১৯৯১ সালে বাংলাদেশে সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এ মার্কিন টাস্কফোর্সের পরিচালিত অপারেশনের নাম কী ছিল ?
= অপারেশন সি অ্যান্জেল
১৯। ১৪৪১ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট বাংলাদেশের  বৃহত্তম দ্বীপ ভোলা কোন নদীর মোহনায় অবস্থিত ?
= মেঘনা
২০।বাইক্কা বিল কোথায় অবস্থিত ?
= শ্রীমঙ্গল , মৌলভীবাজার
//
/
আন্তর্জাতিক

১।জাতিসংঘের সাধারণ অধিবেশনে একজন সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
= ৫ জন
২।বিশ্বব্যাংক ত্যাগ কারী একমাত্র দেশ কোনটি ?
= কিউবা
৩। কোন চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা গৃহিত হয় ?
= ম্যাস্ট্রিচট
৪। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কী নামে ডাকা হয় ?
= সেক্রেটারি অব স্টেট
৫।১৯১৯ সালের দ্বিতীয় ভার্সাই চুক্তির। বিষয়বস্তু কী ছিল ?
=  যুদ্ধাপরাধী হিসেবে জাপানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়
৬।হরমুজ প্রণালীটি চওডা কত ?
= ৬০ কি. মি
৭। ওয়ার শ প্যাক্ট স্বাক্ষরিত হয় কবে ?
= ১৯৫৫ সালের ৪ মে

৮।হেলট - Helot" কাদের বলা হয় ?
= স্পার্টার অধিবাসী দাস
৯। ইদলিব শহরটি কোথায় অবস্থিত
 = সিরিয়া
১০।সভ্যতার সুতিকাগার বলা হয় কোন দেশকে ?
= সিরিয়া
১১।হাওয়াই আল হাওয়া কারাগার কোথায় অবস্থিত?
= সিরিয়া
১২।সামাজিক যোগাযোগ মাধ্যম "ইউচ্যাটের" প্রতিষ্ঠাতা?
= মা হুয়াতেং

১৩।নারী বিষয়ক জাতিসংঘের  CEDAW সনদের ধারা কতটি ?

 =৩০ টি

১৪।সম্প্রতি সিটিজেনশিপ পাওয়া বিশ্বের প্রথম রোরটের নাম কি এবং কোন দেশের?
= সোফিয়া , সৌদি আরবিয়া
১৫।মুসলমান ধর্মাবলম্বী " মুর" জাতিরা কোথায় বসবাস করে?
= উত্তর আফ্রিকায়
///
অন্য কোথাও পোস্ট করলে পেইজের সৌজন্য দিয়ে বাধিত করবেন ।

No comments