Search Here

Breaking News

কিছু কনফিউজিং প্রশ্ন

#কিছু কিছু কনফিউজিং প্রশ্ন আছে যে-গুলো পরীক্ষার হলে প্রায়ই মাথা এলোমেলো করে দেয়।
.
Headed by,
Ekarash  Chowdhury  Ekram
বিশ্বসাহিত্য  কেন্দ্র(আলোর ইশকুল)
.
একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম।
সহজ উপায়: জাহানারা দিদি
ব্যাখ্যা: দি-দিনগুলি
.
একাত্তরের ডাইরি-সুফিয়া কামাল।
.
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-দুর্গেশ নন্দিনী
সহজ উপায়:কেউ সাদু নয়।
ব্যাখ্যা-সা-সার্থক; দু-দুর্গেশনন্দিনী
.
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-আলালের ঘরের দুলাল।
.
.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক-শর্মিষ্ঠা
সহজ উপায়:সাশুড়ি মা।
ব্যাখ্যা -সা-স্বার্থক;শু-শর্মিষ্ঠা।
.
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ট্রাজেডি নাটক -কৃষ্ণকুমারী
সহজ উপায়-ট্রাক
ব্যাখ্যা :ট্রা-ট্রাজেডি;ক-কৃষ্ণকুমারী
.
.
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র-দিকদর্শন
সহজ উপায়:সাদিক স্যার
ব্যাখ্যা: সা-সাময়িকপত্র;দি-দিকদর্শন।
.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র-
সমাচার দর্পণ
সহজ উপায়: প্রেস ক্লাব
ব্যাখ্যা:প্রে- প্রথম;স-সমাচার দর্পণ।
.
.
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়:
.
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়:
.
টেকনিক: বসতে বল।
.
ব্যাখ্যা : ব-বর্ণ,স-সন্ধি,তে-ণ-ত্ব ও ষ-ত্ব।
.
অর্থাৎ, বর্ণ,সন্ধি,ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়।
.
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব:বাচ্চু সমাজের
উপ_কারে পুরুষের ন্যায় দৃঢ় প্রত্যয়ে কাজ করে
.
ব্যাখ্যা:বাচ্চু-বাচ্য ও বচন, সমাজের-সমাস, উপ-
উপসর্গ,কারে-কারক, পুরুষের -পুরুষ ও লিঙ্গ
প্রত্যয়ে-প্রত্যয় ও পদ কাজ- ক্রিয়া।
এগুলো ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে
আলোচিত হয়।
.
কয়েকটি যুক্ত বর্ণের ব্যাখ্যা যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে:
.
ক্ষ যুক্ত হয়েছে- ক্+ষ
হ্ম যুক্ত হয়েছে-হ্+ম
ঞ্জ যুক্ত হয়েছে -ঞ + জ
ঞ্চ যুক্ত হয়েছে -ঞ+চ
জ্ঞ যুক্ত হয়েছে- জ+ঞ


বাংলা সাহিত্যের কিছু গ্রন্থ নিয়ে দ্বন্দের সহজ সমাধান।


বাঙ্গালা সাহিত্যের ইতিহাস- ড.সুকুমার সেন
সহজ উপায়:বাঙ্গাল হলে কুমার থাকতে হবে।
ব্যাখ্যা:বাঙ্গাল-বাঙ্গালা সাহিত্যের ইতিহাস; কুমার-সুকুমার।
.
বাংলা সাহিত্যের কথা-ড. শহীদুল্লাহ
.
সহজ উপায়:কথার জন্য আমরা শহীদ হয়ে
গেলাম
ব্যাখ্যা: কথার-বাংলা সাহিত্যের কথা
; শহীদ-শহীদুল্লাহ।
.
বাংলা সাহিত্যের ইতিকথা-ভূদেব চৌধুরী।
সহজ উপায়: ভূতের ইতিকথা আছে
ব্যাখ্যা: ভূতের-ভূদেব চৌধুরী ;ইতিকথা-বাংলা সাহিত্যের ইতিকথা।
.
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত-মুহম্মদ আব্দুল হাই।
সহজ উপায়: আব্দুলের ইতিবৃত্ত কী?
ব্যাখ্যা: আব্দুলের- মুহম্মদ আব্দুল হাই:
ইতিবৃত্ত-বাংলা সাহিত্যের ইতিবৃত্ত।
.

No comments