google.com, pub-7361094524734381, DIRECT, f08c47fec0942fa0 নদ ও নদীর পার্থক্য - Job's Preparation BD

Search Here

নদ ও নদীর পার্থক্য

নদ’ আর ‘নদী’ এই দুইয়ের মধ্যে
পার্থক্য কী?
“নদীর শাখা আছে,
নদের শাখা থাকে না”।
বেশিরভাগ লোকই এই উত্তরটা
দেয়। এই উত্তরের
ব্যাকরণগত ভিত্তি কেউই জানে
না
প্রশ্ন হল, ব্রহ্মপুত্রের কী শাখা
নেই? শীতলক্ষ্যা, যমুনা এইগুলো
তাহলে কোন নদীর শাখা?
শীতলক্ষ্যা, যমুনা যদি ব্রহ্মপুত্রের
শাখা নদী হয় তাহলে
সংজ্ঞানুসারে ‘ব্রহ্মপুত্র’ তো
নদী হবার কথা, একে আমরা নদ
বলি কেন?............ গেল লেগে
কনফিউশন??? আমারও লেগেছিল।
নদ ও নদীর সাথে শাখা থাকা না
থাকার কোন সম্পর্ক নেই। এই দুয়ের
মাঝে যা পার্থক্য আছে তা হল
ব্যাকরণগত।
নদী=যে শব্দ আ-কারান্ত বা ই,ঈ-কারান্ত হয় সেগুলো নদী।
যেমন- আড়িয়ালখাঁ- এটি পুরুষ নাম
জ্ঞাপক হলেও যেহেতু শেষে
আকার রয়েছে সে জন্য এটি নদ না
হয়ে নদী। একই নিয়মে পদ্মা, মেঘনা, যমুনা গোমতি ইত্যাদি হল নদী।
নদ= যে শব্দে সাধারণত
অ-কারান্ত বা হ্রসুকার থাকে তারা নদ।
যেমন -ব্রহ্মপুত্রের শাখা নদী থাকলেও
এটি নদ। একই কারণে নীল ‘নদী’ নয়
‘নদ’। অনেকে আমাজন নদী বললেও
উপরে উল্লেখিত কারণে তা হবে
নদ। তাই এখন থেকে যে নদীর নাম
অ-কারান্ত দেখবেন, নিশ্চিন্তে
তাকে নদ বলুন।
,
আবার শুধু হ্রসুকার থাকলে
অবশ্যই নদ হবে।
সিন্ধু যেহেতুহ্রসুকার রয়েছে শেষে, যে
কারণে এটি নদ।
,

No comments