Search Here

Breaking News

BCS Preliminary Preparation:কাতালোনিয়া সমাচার

সাম্প্রতিক_দর্পণ
কাতালোনিয়া সমাচার
----------------------------------------------
১. স্বাধীনতা ঘোষণা করে- ২৭ অক্টোবর, ২০১৭.
২. ঘোষণার পক্ষে ভোট -৭০, বিপক্ষ -১০
৩. গণভোগ হয়-০১ অক্টোবর, ২০১৭
৪. গণভোট এ অংশ নেয় মোট জনসংখ্যার (৭৫ লাখ) -৪৩%। পক্ষে ভোট -৯০%
৫. স্বাধীনতা ঘোষণা করেন- কার্লোস পুজেমন(Carles Puigdemont)
৬. স্পেনের প্রধানমন্ত্রী -মারিয়ানো রাহয় (Mariano Rajoy)
৭. স্পেনের সংবিধান -১৯৭৮ সালের।
৮. সংবিধান এর ১৫৫ অনুচ্ছেদ অনুসারে - বিদ্রোহী অঞ্চল এর কর্তৃত্ব নেয়ার ক্ষমতা আছে কেন্দ্রের হাতে( It can take all necessary measures to compel a region in case of a crisis "
৯. স্পেনের উত্তর -পূর্বাঞ্চল স্বায়ত্তশাসিত অঞ্চল -কাতালান
১০. রাজধানী -বার্সেলোনা
১১. স্পেনের মোট প্রদেশ -১৭ টি
১২. কাতালানের প্রদেশ -৪ টি ( বার্সেলোনা, জিরনা, লেইদা, তারাগোনা)
১৩. ভাষা - কাতালান
১৪. পার্লামেন্ট নাম - পার্লামেন্ট ( এককক্ষ বিশিষ্ট) , সদস্য -১৩৫
১৫. বড় রাজনীতিক দলের মোটো- Together for Yes.
১৬. স্পেনের গৃহযুদ্ধ হয় -১৯৩৬
১৭. স্পেনের রাজা - Franko
১৮. আইবেরিয়ান পেনিনসুলা - কাতালানে
১৯. মুদ্রা - ইউরো
২০. কাতালানের প্রেসিডেন্ট - আতুর মাস।

No comments