Search Here

Breaking News

BCS Preliminary Preparation : সীমারেখা

১। হিন্ডারবার্গ লাইন> জার্মানে হিন্ডারো ও পিন্ডারোরা ( জার্মান কতৃক জার্মান টু পোল্যান্ড) ১ম বিশ্ব যুদ্ধ পর
২। সিগফ্রিড লাইন > জার্মানরা ফালতু সিঙগা লাগায় ( জার্মান কর্তৃক জার্মান টু ফ্রান্স)
৩। ম্যাজিনো লাইন > ফান্সে বসে জামাই ম্যাজিক দেখে ( ফ্রান্স কর্তৃক ফ্রান্স টু জার্মান)
৪। ওডারনিস লাইন > জামাই পোলাও ওর্ডার করছে ( জার্মান টু পোল্যান্ড) ২য় বিশ্ব যুদ্ধ এর পর
৫। কার্জন লাইন(১৯২০) > কার্জন হলে পুতিন পোল খেলে ( পুতিন - রাশিয়া + পোল্যান্ড)
৬। ফচ লাইন > ফুচকা /লাথি/ পোলাও কোনটা খাবা ( পোল্যান্ড + লিথুনিয়া) ১ম বিশ্ব যুদ্ধ
★ হারামী ইসরাইল কালারফুল > ব্লু, পার্পল, গ্রিন লাইন
৭। ব্লু লাইন > ল আছে - লেবানন
৮। গ্রিন লাইন > গ্রীন লাইনে চড়ে শিরীন ( সিরিয়া/ আরব) - ১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক
৯। পার্পল লাইন > শিরীনের পাপ ( সিরিয়া) -১৯৬৭ সালে
১০। বারলেভ লাইন > বারইস ( ইসরাইলের প্রতিরক্ষা লাইন)
১১। টারলেভ লাইন / ম্যাঞ্জিসো লাইন > ঐ
যেগুলো ছন্দ লাগবে না :
ডুরাল্ড লাইন - ১৮৯৬ সালের বর্তমানে পাক ও আফগান
ম্যাকমোহন লাইন - ভারত + চীন ( ভারতের মনমোহন এখন চীনে)
ম্যাকনামারা, ১৭ ডিগ্রী অক্ষরেখা - USA কতৃর্ক ২ ভিয়েতনামে (১৯৭৬ সালে ২ ভিয়েতনাম একএিত তাই বিলীন)
লাইন অব কন্ট্রোল, ২৪ ডিগ্রি - ভারত ও পাক
লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত
মিলিটারি ডিমারকেশন, ৩৮ ডিগ্রি অক্ষরেখা, নর্দান লিমিট লাইন ( পীত সাগরে) > উ: কোরিয়া ও দ: কোরিয়া
লাইন অব ডিমারকেশন - পুর্তগাল ও স্পেন
[ স্পেনে ডিম খায় CR7 [ CR7 - পুর্তগালের খেলোয়ার রোনালদো
]
* ম্যানারহেইম লাইন > রুশ বংশোদ্ভব ফিনের ম্যানের শিখতে হবে - ( রাশিয়া + ফিনল্যান্ড)
* সনোরা লাইন > USA + Maxico
[ ম্যাএক্সিমাম সময়ে সনু নিগম USA তে ]
* রেডক্লিফ লাইন > ১৯৪৭ - BD + India
★সমান্তরাল রেখা / অক্ষরেখা :
২২ বছরের মিসু ২০ বছরের লিমু এর ১৭ তারিখ বিয়ে হবে গনির ১০ নাম্বার গিন্নী সানিলিওয়নের সাথে
[ ২২ ডিগ্রী/ মিসু - মিশর + সুদান, ১৭/বিয়ে - ভিয়েতনাম, ১০/ গিন্নী সানিলিওয়নের - গিনি + সিয়েরালিয়েন ]
অন্যদিকে সোমা ও পিয়া ৮ম বারের মতো সাহায্য করে সমবয়সী ২৫ বছরের জুটি মৌরী ও মালির নিকাতে
[ ৮/ সোমা ও পিয়া - সোমালিয়া - ইথিওপিয়া, ২৫/ মৌরী, মালি - মৌরিতানিয়া - মালি ]
অন্যান্য :
*৪৯ ডিগ্রি, ৪৫ ডিগ্রি - কানাডা + ইউএসএ
* ৩১ ডিগ্রি - ইরান + ইরাক

No comments