BCS Preliminary Preparation: মধ্যযুগ ১
১. বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কোন সম্রাটের রাজত্বকালে?
- সম্রাট অশোক
২. সিরাজউদ্দৌলা কবে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
- ১০ এপ্রিল, ১৭৫৬
৩. ইবনে বতুতার ভ্রমণকাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম কি?
- রেহলা
৪. প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে?
- সমুদ্রগুপ্ত
৫. টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হন?
- চতুর্থ মহীশুর যুদ্ধে
৬. হর্ষচরিত গ্রন্থের লেখক কে?
- বানভট্ট
৭. বিধবা বিবাহ আইন পাস হয় কবে?
- ২৬ জুলাই,১৮৫৬
৮. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? কততম অধিবেশনে?
- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪, সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে
৯. ইবনে বতুতা কবে বাংলায় আসেন?
- ১৩৪৬ সালে
১০. নারিকা - ১ কি?
- উন্নতজাতের ধান
১১. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়?
- ঠাকুরগাঁও
১২. জিজিয়া কর পুনঃস্থাপন করেন কে?
- সম্রাট আওরঙ্গজেব
১৩. পানিপথ প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
- যমুনা
১৪. গিয়াসউদ্দিন আযম শাহের আমলে কোন চীনা পরিব্রাজক বাংলায় আসেন?
- মা হুয়ান
১৫. গঙ্গা পানিবণ্টন চুক্তি কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
- ১২ ডিসেম্বর, ১৯৯৬, নয়াদিল্লী
No comments